নিয়ামতপুরে পূজা মন্ডপ পরিদর্শনে সাবেক সাংসদ সদস্য ডা: ছালেক চৌধুরী
সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকায় চলছে ব্যাপক আয়োজন। এ বছর উপজেলার ৮টি ইউনিয়নে ৫৮ টি মন্দিরে শারদীয় দূর্গা পূজার আয়োজন করা হয়। শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা, সাপাহার) আসনের বিএনপির সাবেক সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা : ছালেক চৌধুরী।
বৃহস্পতিবার ও শুক্রবার (১১,১২ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সদর হাজিনগর, চন্দনগর, ভাবিচা, রসুলপুর, পাড়ইল ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শনে যান বীর মুক্তিযোদ্ধা ডা : ছালেক চৌধুরী।
পূজা মন্দির পরিদর্শনে গিয়ে বীর মুক্তিযোদ্ধা ডা: ছালেক চৌধুরী বলেন, দেশে সংখ্যালঘু বলতে কেউ নেই। আমরা সবাই এ দেশের নাগরিক। আপনারা নির্বঘ্নে আপনাদের দূর্গা উৎসব উদযাপন করবেন। আমরা সব সময় আপনাদের পাশে আছি। পূজা মন্ডপে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা দূর্গা মন্দির পাহারায় রয়েছে। হিন্দু সম্প্রদায়ের লোকজনের কাছে এবং মন্দির কমিটির কাছে অনুরোধ করেন যাতে তাদের যেকোনো সমস্যা হলে তাকে সঙ্গে সঙ্গে অবহিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার পাইম চৌধুরী, নিয়ামতপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামীম রেজা চৌধুরী বাদশা, বিআরডিবি চেয়ারম্যান আব্দুর রহমান বাবু,বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাক্তার আইনুল ,উপজেলা যুবদলের আহবায়ক মনজুরুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন গাজী পলাশ ও যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান, যুগ্ম সম্পাদক মাসুদ চৌধুরী সহ বিএনপি ও যুবদলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।