শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

নিজস্ব প্রতিবেদকঃ

এস এম সালমান হৃদয়: স্বপ্ন, সংগ্রাম, সৃষ্টির সীমানা পেরিয়ে এক জীবনগাথা

নিজস্ব প্রতিবেদকঃ প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫, ৩:৪২ পিএম | 217 বার পড়া হয়েছে
এস এম সালমান হৃদয়: স্বপ্ন, সংগ্রাম, সৃষ্টির সীমানা পেরিয়ে এক জীবনগাথা

কখনো মাঠে ব্যাট হাতে, কখনো ক্যামেরার সামনে সংলাপে, কখনো গানের মঞ্চে কণ্ঠে সুর তুলে—এস এম সালমান হৃদয় যেন একজন মানুষের ভেতর লুকিয়ে থাকা বহু শিল্পীর নাম। তার জীবন এক চলমান নাটক, যেখানে প্রতিটি অধ্যায় নতুন মোড় নেয় সংগ্রামের ভিতর দিয়ে গড়া সাফল্যে।

🎯 খেলোয়াড়ের স্বপ্ন আর নির্মম পরিণতি

২০০৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে, বগুড়া জেলা দলের হয়ে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে দলের বিরুদ্ধে শহীদ চান্দু স্টেডিয়ামে মাঠে নামেন সালমান। ফুটবল এবং ক্রিকেট উভয় ক্ষেত্রেই ছিলেন পারদর্শী। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হার্নিয়া রোগে আক্রান্ত হয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

🎭 সংস্কৃতির পথে বাবার হাত ধরে

ক্রীড়াজগৎ থেকে বিদায় নিলেও থেমে থাকেননি সালমান। তার পাশে তখন ছিলেন জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা—তার পিতা মরহুম আব্দুস সাত্তার মোল্লা। তিনি নিজ হাতে তাকে নিয়ে গিয়েছিলেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি)-তে, যেখান থেকে শুরু হয় তার নতুন পথচলা।

🎬 টিভি নাটকের যাত্রা শুরুর গল্প

চিত্রপরিচালক শাফিন আহমেদ-এর হাত ধরে সালমানের টিভি নাটকের যাত্রা শুরু হয়। একুশে টেলিভিশনে প্রচারিত ‘লাভ স্পোর্টস’ ছিল তার প্রথম নাটক, যেখানে তার অভিনয় মুগ্ধ করে সকলকে। পরবর্তীতে ‘দা স্টেশন’ নামক ওয়েব ফিল্মে কাজ করে নতুন এক পরিচয়ে নিজেকে উপস্থাপন করেন।

🎶 সঙ্গীতের জগতে নিজের সুরে পথচলা

শুধু অভিনয় নয়, সংগীতেও এস এম সালমান হৃদয় রেখেছেন অনন্য ছাপ। নিজের কণ্ঠে গাওয়া ১৮টি গানের মিউজিক ভিডিওর মধ্যে ইতিমধ্যে ‘তারই প্রেমে পড়েছি’ এবং ‘মনিরা’ নামক দুটি গান প্রকাশিত হয়েছে।

‘তারই প্রেমে পড়েছি’ গানটিতে মডেল ছিলেন সাংবাদিক সালমান হৃদয় ও এস কে তুলি,

আর ‘মনিরা’ গানে মডেল ছিলেন সাংবাদিক সালমান হৃদয় ও বৃষ্টি।
দুটি ভিডিওরই পরিচালক ছিলেন সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সংগ্রাম।

🎥 নাট্যনির্মাণ ও নতুনদের জন্য প্ল্যাটফর্ম

সালমান বর্তমানে কাজ করছেন দুটি নাটকে—‘এক লিখনের স্বপ্ন’ ও ‘অসমাপ্ত ভালোবাসার গল্প’, যেখানে তিনি নিজেই লেখক, পরিচালক ও প্রধান চরিত্রে অভিনয় করছেন। নাটকে তার বিপরীতে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী এঞ্জেল সাবিহা ও অন্তরা ইসলাম।

নতুন শিল্পীদের জন্য পথ খুলে দিতে তিনি গড়ে তুলেছেন নিজস্ব সাংস্কৃতিক সংগঠন ‘সালমান মিউজিক পরিবার’, যেখানে নতুন প্রজন্মের প্রতিভাবানদের নিয়ে কাজ করছেন নিয়মিত।

💖 ব্যক্তিজীবনে নতুন আলো: সুরভী আক্তার রেজভী

এস এম সালমান হৃদয়ের জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো সুরভী আক্তার রেজভী নামের এক নারীর আগমন। তিনি শুধু একজন সঙ্গী নন, বরং তার মানসিক শক্তি, প্রেরণা ও নতুনভাবে জীবনকে দেখার চোখ হয়ে উঠেছেন। সুরভীর আগমন সালমানের জীবনকে বদলে দিয়েছে এক ইতিবাচক মোড়ে—যেখানে প্রেম, নির্ভরতা আর ভালোবাসার ছোঁয়া নতুন এক মাত্রা যোগ করেছে তার সৃষ্টিশীলতায়।

🔚 উপসংহার

এস এম সালমান হৃদয় শুধু একজন নাম নয়, তিনি একজন যোদ্ধা, সৃষ্টিশীল মানুষ, স্বপ্নবান পথিক—যার প্রতিটি পদক্ষেপ অনুপ্রেরণা হয়ে উঠছে আগামী প্রজন্মের জন্য। মাঠের ব্যর্থতা থেকে মঞ্চের সাফল্য, জীবনের ঘাত-প্রতিঘাত থেকে নিজেকে নির্মাণ—তার পথচলা অব্যাহত আজও, ভালোবাসা আর সংস্কৃতির দীপ্ত আলোয়।

খ: আওয়াল জেলা প্রতিনিধি টাঙ্গাইল প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৭ পিএম

ঘর,প্রেম ও মানবতার গান

===================

    🖊️হায়দার খালীদ

মাটির ঘরে সকাল আসে, ধোঁয়া ওঠে চুলোর ধারে,

মায়ের গলায় ঘুমপাড়ানি গান, শিশুরা ঘুম ভাঙে কারে?

খেজুর পাতার খড়ের ছাওয়া, পুকুরঘাটে ভেজা জল,

গৃহস্থালীর মায়া-গন্ধে বেঁচে ওঠে প্রাণের দল।

চাষার ঘামে সোনার দানা, মাঠে জন্মে ফসলের গান,

স্ত্রীর চোখে নীল দিগন্তে স্বপ্ন রাখে সারা প্রাণ।

কিশোর কিশোরী প্রেমে ভেসে নদীর তীরে বাঁধে আশা,

চিঠির পাতায় অক্ষর হয়ে ফুটে ওঠে ভালবাসা।

কিন্তু সমাজ! হায় সমাজ! আঁধার মাখা দেয়াল ঘেরা,

সত্যকে করে তুচ্ছ তারা, মিথ্যা পায় সোনার সেরা।

অসঙ্গতির বিষাক্ত শ্বাসে নষ্ট হয় কত হৃদয়,

অন্যায়ের রুদ্র ঝড়ে কেঁদে ওঠে দিগন্তময়।

তবুও প্রেম থামে না কিছুতেই—

হাতে হাত রেখে দু’জন মানুষ

বলে যায় ধ্বনি—আহবান,

“মানুষের আগে ধর্ম নয়,

মানবতার আগুনে জ্বলে সব আলোর নিশান।”

পাহাড় ডাক দেয় শক্তির মতো,

তাদের বুকে দাঁড়িয়ে থাকে শত সহস্র বছর,

নদী গেয়ে যায় চিরন্তন স্রোতের সুরে—

কখনো শান্ত, কখনো প্রলয় ভরা মহাস্বর।

যখন বন্যা নেমে আসে—

চোখের জলে ভেসে যায় ঘর,

শিশুরা হারায় নৌকার খোঁজে,

ধানের খেতে জমে শুধু শোকের ঘোর।

আবার কখনো খরা এসে,

পুড়িয়ে দেয় ধানের স্বপ্ন,

ফেটে যায় মাটির বুক,

শুকিয়ে যায় নদীর কণ্ঠ।

তবু এই অন্ধকার ভেদ করে

মানুষ দাঁড়ায় মানুষের পাশে,

ভাঙা ঘরে, ক্ষুধার রাতে

এক মুঠো ভাতও ভাগ হয় ভালোবাসায়।

প্রেম তখন শুধু দেহের নয়,

প্রেম তখন মানুষ বাঁচানোর হাত,

মানবতার গান হয়ে ওঠে

দুর্ভিক্ষের বুক ভেদ করা শক্তির বাতাস।

যতই আঁধার নামুক সমাজে,

যতই অন্যায় ছড়াক বিষ,

ঘরের আলো, প্রেমের গান,

পাহাড়-নদীর ডাক, আর মানবতা—

সবাই মিলে হয়ে ওঠে এক মহাকাব্য,

জীবনকে শেখায়—

“মানুষের জন্য মানুষই আশ্রয়,

মানবতার আগুনেই বাঁচে আগামী।”

কুড়িগ্রামে রাজারহাটে পাওনা টাকা চাওয়ায় স্বামী ও ৫ মাসের অন্তঃসত্ত্বা নারীর উপর ব্যাপক মারধর

মোঃ নাহিদ হাসান রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩১ পিএম
কুড়িগ্রামে রাজারহাটে পাওনা টাকা চাওয়ায় স্বামী ও ৫ মাসের অন্তঃসত্ত্বা নারীর উপর ব্যাপক মারধর

কুড়িগ্রামে রাজারহাটের, রাজারহাট ইউনিয়নের,দেবী চরণ গ্রামে আজ সকাল ১০ঃ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। মোহাম্মদ আনিসুর রহমান জানান, আমরা পাওনা টাকা চাইতে গেলে আমি ও আমার স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা আফরোজা বেগমকে নির্মমভাবে মারধর করে লুৎফর রহমান ও তাঁর দুই ছেলে। আনিসুর রহমান বলেন, আমি ও আমার স্ত্রী কে রামদা দিয়ে হাত এবং মাথায় কুপিয়ে মারার চেষ্টা করে অভিযোগ এনে আনিসুর রহমান আরো বলেন, আমার মাথায় চোট লাগে এবং আমার স্ত্রী আমাকে বাঁচাতে গেলে তার আমার স্ত্রীর হাতে ব্যাপক মারধর করে, যদিও আমার স্ত্রী পাঁচ মাসের অন্তসত্ত্বা থাকায় পেটের মধ্যে পা দিয়ে লাথি মারার কারণে এখন হাসপাতালে অজ্ঞান অবস্থায় আছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, আনিসুর রহমানের কাছে থেকে ৫৫ হাজার টাকা কেড়ে নেয়। এবং পাওনা টাকা চাইতে গেলে, এই ঘটনাটির শিকার হয় আনিসুর রহমান ও তার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। এ ঘটনায় এলাকাবাসীর লুৎফা রহমান ও তার দুই ছেলে উপর অনেক ক্ষোভ প্রকাশ করে তাদের বিচারের দাবি করে ও আইনের আওতায় এনে দ্রুত শাস্তি দাবি জানায় এলাকাবাসী।

কাহালু উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রবি সভাপতি, সাঈদ সম্পাদক, দেলোয়ার সাংগঠনিক সম্পাদক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২১ পিএম
কাহালু উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রবি সভাপতি, সাঈদ সম্পাদক, দেলোয়ার সাংগঠনিক সম্পাদক

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার কাহালু রেল স্টেশনের সংলগ্ন কাহালু উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের নতুন কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ৭১ ভিশনের স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদুল ইসলাম রবি। আলোচনার পর সর্বসম্মতিক্রমে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হন মোঃ মোরশেদুল ইসলাম রবি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন দৈনিক দেশ সেবার কাহালু উপজেলা প্রতিনিধি মোঃ আবু সাঈদ। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন দৈনিক প্রভাতী বাংলাদেশের স্টাফ রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন।

এছাড়াও অন্যান্য সদস্যরা হলেন—

সহ-সভাপতি: মোঃ নজরুল ইসলাম (কাহালু উপজেলা প্রতিনিধি, দৈনিক আমার সোনার দেশ)

দপ্তর সম্পাদক: মোঃ রাসেল হোসেন (কাহালু উপজেলা প্রতিনিধি, দৈনিক প্রভাতী বাংলাদেশ)

কার্যকরী সদস্য: মোঃ আব্দুল মান্নান, মোঃ আলামিন হোসেন, সেলিম চৌধুরী।

সভা শেষে প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।