শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া পটুয়াখালী জেলা প্রতিনিধি
উলানিয়া বন্দর আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত ম্যাচ ২০২৫


পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলা উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে খেলা অনুষ্ঠিত হয়েছে, মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে দূরে রাখতে গলাচিপা উপজেলা উলানিয়া বন্দর আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের টিম খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১০ জুন) বিকেলে গলাচিপা উপজেলার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির ছাত্র দল সভাপতি, এ্যাডঃমোঃ হাবিবুর রহমান হিরু ।খেলাটি দেখতে দুপুরের পরে থেকে উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে ভির করে বিভিন্ন বয়সের শত শত নারী পুরুষ।
খেলায় উলানিয়া বন্দর বি এন পি যুবদল ও ছাত্র দল বনাম খেলোয়ার অংশ গ্রহণ করে।
নির্ধারিত বিকাল ৫ টা ৩০ মিনিটে ০১ -০১ সমান গোল হওয়ায় ট্রাইবেগার হয়। পরে টাইব্রেকারে ৫-৫ গোলে সমান সমান হলে। পরে আবারও টাইব্রেকার ১ গোলে ছাত্র দল জয়ী হয়।
খেলাটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি,প্রধান অতিথি এ্যাডঃ মোঃ হাবিবুর রহমান হিরু, বিশেষ অতিথি মোঃ হবিবুর রহমান মিঠু শিকদার,