ঝড় তুলছে (আমি প্রবাসী শ্রমিক)


তারেক মাল্টিমিডিয়া ব্যানার থেকে এবার রিলিজ করা হলো আমি প্রবাসী শ্রমিক শিরোনামের আরো একটি গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় কন্ঠশিল্পী এস আর রিফাত । গানের কথা লিখেছেন: এ প্রজন্মের জনপ্রিয় গীতিকবি শেখ শান্ত সুর করেছেন এস আর রিফাত। সংগীত পরিচালনা করেছেন জামিউল হাসান। গানটি পরিচালনা করেছেন এ সময়ের জনপ্রিয় নির্মাতা আসিফ জয়। আসিফ জয় গানটি সম্পর্কে বলেন তারেক মাল্টিমিডিয়া মানে নতুন কিছু তারেক মাল্টিমিডিয়া ব্যানারে আমার লেখা ও পরিচালনায় ইতিমধ্যেই অনেক গানের কাজ করা হয়েছে।
এই গানে দর্শক শ্রোতাদের ভালোবাসা পাবো। আমি ধন্যবাদ জানাই তারেক হোসাইন কে এতো ভালো ভালো প্রোডাকশন আমাকে দিয়ে করানোর জন্য, আর দর্শক তো তাদের প্রতি রইল অবিরাম ভালোবাসা। গানটি নিত্য পরিচালনা করেছেন রিদয়। গানটি তে অভিনয় করেছেন এ প্রজন্মের জনপ্রিয় মডেল তারকা মাহিম, আর জে জান্নাত, রতন, জিসান, এস আর রিফাত, ও আরো অনেকেই। তারেক হোসাইন বলেন আমার কোম্পানি তারেক মাল্টিমিডিয়া চ্যানেল থেকেই ভালো ভালো কাজ দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করি দর্শকদের ভালোবাসা পেলে সামনে আরো ভালো কাজ করতে পারবো ইনশাল্লাহ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে মাহিন আহমেদ অভিনীত কার্জন রায় পরিচালনায় সাজালাম আমি প্রবাসী শ্রমিক শিরোনামের নতুন আরো একটি গান। আমি আশাবাদী দর্শকদের ভালোবাসা পাবো দর্শকদের ভালোবাসা পেলে কাজ করতে ভালো লাগে।
গানটি রিলিজ করা হয়েছে: Tarek multimedia youtube চ্যানেল থেকে