চাটমোহরে ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন


ভ্যাপসা গরম আর তীব্র তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে পাবনার চাটমোহরসহ চলনবিলের জনজীবন।
ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন-যাপন। এ অবস্থায় চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ। সবচেয়ে বেশী বিপদে পড়েছে দিনমজুর এবং নিম্ন আয়ের মানুষ। তীব্র তাপদাহের কারণে বাড়ছে হিটস্ট্রোকজনিত রোগব্যাধি।
চাটমোহর উপজেলা সদরের ভ্যান চালক বজলুর রহমান জানান, ভাপসা গরম রোদের তাপের কারণে পুড়ে যাচ্ছে শরীর। রাস্তায় মানুষের উপস্থিতি তেমন নেই। ফলে আমাদের আয় কমে গেছে।
ছাইকোলা ইউনিয়নের কৃষক আব্দুল কাদের জানান, মাঠে বোর ধান কাটার মৌসুম শুরু হয়েছে। তীব্র গরম আর রোদের তাপের কারণে ধানা কাটা এবং মাড়াই করতে কষ্ট ভোগ করতে হচ্ছে। ৭’শ টাকা লেবারদের মজুরি দেয়া হচ্ছে। পাশাপাশি তাদের শরীরের তাপমাত্রা ঠিক রাখতে পর্যাপ্ত খাবার স্যালাইন দিতে হচ্ছে।
এদিকে চাটমোহরে গরু, মহিষ, হাস-মুরগীর খামারীরা তাপদাহের কারণে চরম বিপাকে পড়েছে। হিটস্ট্রোকে মারা যাচ্ছে মুরগী। এগুলো রক্ষা করতে খামারীরা চালে চটের বস্তা দিয়ে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করছেন।
ঈশ্বরদী আবহাওয়া অফিস সূত্র জানায়, আগামী সোমবার (১২ মে) পর্যন্ত এই তাপদাহ অব্যাহত থাকবে। চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল জানান, ভ্যাপসা গরম এবং তাপদাহের কারণে বেড়েছে হিটস্ট্রোক, সর্দি,কাশি,জ্বর,নিউমোনিয়া, পেটের পীড়া, ডায়রিয়া,আমাশয়,শ্বাসকষ্টের রোগী। তিনি সবাইকে প্রয়োজন ছাড়া বাহিরে বের না হবার পাশাপাশি ছায়ায় থেকে পর্যাপ্ত ঠান্ডা পানি পানের পরামর্শ দিয়েছেন।