শামীমকে ঝাড়লেন অহনা


ছোট পর্দার বিতর্কিত – সমালোচিত অভিনেতা শামীম হাসান সরকার দাবি করেছেন – অভিনেত্রী অহনা রহমানের সঙ্গে মাত্র সাত মাসের সম্পর্কে ছিলেন। তবে এই অভিনেতার সঙ্গে বিচ্ছেদের পরই বিভিন্ন সাক্ষাৎকারে নিজের এই ‘প্রাক্তনকে’ নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা যায় অহনাকে।
এদিকে, সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের সাবেক প্রেমিকা অহনা প্রসঙ্গে উপস্থিত সাংবাদিকদের শামীম জানান, প্রাক্তন বলতে অভিনেত্রী যার কথা বুঝিয়েছেন, তিনি সেই ব্যক্তি নন। শুধু তাই নয়, শামীম দাবি করেন – অহনা প্রাক্তন বলতে যার কথা দাবি করছেন, তিনি হচ্ছেন শাকিব খান অভিনীত বরবাদ ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয়।
উল্লিখিত বিষয়টি নিয়ে গতকাল বুধবার (৭ মে) দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন শামীম হাসান সরকার। যেখানে তিনি বলেন, অহনা’র সঙ্গে হৃদয়ের প্রায় পাঁচ বছরের সম্পর্ক ছিল। যেখানে আমার সঙ্গে তার সম্পর্ক ছিল মাত্র সাত মাস। এক্ষেত্রে অহনা কিন্তু ডাবল টাইমিং করেছে।
একই বিষয় নিয়ে এই অভিনেতা আরও বলেন, সম্প্রতি অহনা একটি সাক্ষাৎকারে তার প্রাক্তনকে ‘অমানুষ’, ‘জানো…র’ বলে মন্তব্য করেছেন। এরপর ফেসবুকে অনেকেই সেই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে মেনশন করছেন। তারা বলছেন, শামীমই ছিলেন অহনা’র প্রাক্তন। শুধু তাই নয়, যেই মেয়েটা (প্রিয়াঙ্কা) আমার বিরুদ্ধে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ তুললেন, সে নিজেও ৫ দিন আগে অহনা’র সেই সাক্ষাৎকার শেয়ার করে আমার দিকেই আঙুল তুলেছেন। তাই আমার মনে হয়েছে, সকলের জানা উচিত বিষয়টা।
জানা গেছে, সাবেক প্রেমিক শামীমের এমন মন্তব্যের পরই বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী অহনা রহমান। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘ডাবল টাইমিং’ ? আপনি (শামীম) যা বলেছেন ঠিক বলেছেন কি ? নিজের দোষ ঢাকতেই কি এমন অপবাদ দিয়েছেন ? কারও ব্যক্তিগত সমস্যায় অহনাকে জড়িয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়ে এই অভিনেত্রী বলেন, যারা নিউজ করেন তারা দয়া করে অন্যের গল্পে আমাকে জড়িয়ে হেডলাইন করবেন না।
এর আগে শামীম হাসান সরকারের বিরুদ্ধে মারধর ও ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। এই নবীন অভিনেত্রীর দাবি – শুটিং সেটে নানা অকথ্য ভাষায় গালিগালাজ করেন শামীম। তার গায়েও নাকি হাত তুলতে চেয়েছিলেন অভিনেতা শামীম। শুধু তাই নয়, মাদক গ্রহণ করে অভিনেত্রীর সঙ্গে বাজে আচরণ করতেন, এমনকী প্রকাশ্যে ধর্ষণের হুমকিও দিয়েছেন।
প্রিয়াঙ্কা’র সেই অভিযোগের পরই পাল্টা সংবাদ সম্মেলন করেন শামীম হাসান সরকার। যেখানে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। প্রিয়াঙ্কা’র অভিযোগের জবাবে, শুটিংসেটের সিটিটিভি ফুটেজও চেক করে দেখতে বলেন অভিনেতা।