প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

কেরানীগঞ্জে র‍্যাব পরিচয়ে যাত্রীবাহি বাসে ডাকাতির সময় পাঁচ ডাকাত আটক

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ

কেরানীগঞ্জে র‍্যাব পরিচয়ে যাত্রীবাহী বাসে ডাকাতি করার সময় জনতার সহায়তায় ৫ ডাকাতকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ১. মোঃ রুবেল (৫০),২.আরিফ (৩৫),৩.শরিফুল ইসলাম (৪২),৪.উৎপল দেবনাথ (৩৮)৫. দুলু মিয়া (৩৯)। আজ ( ০৭ মে ) দুপুরে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে তিনি জানান, গতকাল ৬ মে মঙ্গলবার সন্ধ্যা সাতটায় ঢাকা থেকে ছেড়ে আসা নবাবগঞ্জ গামী নবকলি পরিবহনের একটি যাত্রীবাহী বাস রোহিতপুর ইউনিয়নের তুলসীখালী ব্রিজের কাছাকাছি আসলে র‍্যাব পরিচয়ে ডাকাত দল বাসটি থামিয়ে ফেলে। এ সময় ডাকাতরা বাসের ভিতর প্রবেশ করে যাত্রীদের অস্ত্রের ভয় দেখিয়ে সুমন সরকার নামে এক যাত্রীকে মারধর করে বাস থেকে নামাতে থাকে। এতে সুমন সরকারের সাথে থাকা অন্তর পাল ওরফে প্রার্থ নামে ওর এক যাত্রী তার কাছে থাকা টাকা ভর্তি ব্যাগ নিয়ে একটি পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। ডাকাতির খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল হক ডালুর নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনা স্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ৫ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে হাইস মাইক্রোবাস, দুইটি ওয়াকিটকি, দুইটি র‍্যাবের জ্যাকেট, একটি হ্যান্ডকাপ, একটি লেজার লাইট, পাঁচটি চাকু, একটি ইলেকট্রিক শকমেশিন ও একটি লোহার বাটন লাঠি উদ্ধার করা হয়।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: গোলাম মোস্তফা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও (এম,এস,এস - সমাজ কর্ম), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, নির্বাহী সম্পাদকঃ মো: ফারুক হোসাইন

বিজ্ঞাপন কার্যালয়ঃ ২৮৫/ক, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯, বার্তা কার্যালয়ঃ কোফিল উদ্দিন পাড়া, পাবনা সদর

মোবাইলঃ ০১৭১২ ০৯২ ০৭৪

আমাদের যেকোনো প্রকারের ভিডিও দিন: 01740 612 405 - what's app no

প্রিন্ট করুন