শুক্রবার, ৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২
শুক্রবার, ৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ধামইরহাটে ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫, ৭:৪৮ পিএম | 121 বার পড়া হয়েছে
ধামইরহাটে ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার

নওগাঁর ধামইরহাটে ধানক্ষেতের উপর পড়ে থাকা অবস্থায় জাহিদুল ইসলাম (৫৭) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে ধামইরহাট থানা পুলিশ।

বুধবার (৭ মে) দুপুরে উপজেলার আড়ানগর ইউনিয়নের কানাই কাশিম্বির এলাকায় ধানক্ষেতের আইলের উপর পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয় বলে জানায় ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক।

নিহত ওই কৃষক আড়ানগর ইউনিয়নের কাজিপুর টিকরপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ফসলি জমির মাঠে হৃদ ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হতে পারে। তবে এ বিষয়ে প্রশাসনের সার্বিক সহযোগিতা চেয়েছেন তারা।

ধামইরহাট থানার ওসি আব্দুল মালেক বলেন, স্থানীয় বাসিন্দারা ধানক্ষেতের কাছে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। এবং দুপুরে ঘটনাস্থল পরিদর্শনের মধ্য দিয়ে মরদেহটি উদ্ধারের মাধ্যমে বিকেলে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, নিহতের মৃত্যুর বিষয়ে এখনো সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গোলজার রহমান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
৭ মে ২০২৫
০১৭৬৮৬৭০৫৬০

ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন 

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১১:১৪ পিএম
ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পিতার স্বরণে ঠাকুরগাঁওয়ে জাকজমক আয়োজনে মির্জা রুহুল আমিন স্মৃতি টি -২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৮ মে) আনুষ্ঠানিকভাবে মের্সাস গার্ডেনিয়া এর আয়োজনে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্ট কমিটির আহবায়ক নূর এ শাহাদাৎ স্বজন, অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠুসহ অনেকে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী এ খেলায় মাঠে নামে ঠাকুরগাঁও ইউথ ক্লাব ও দিনাজপুর ডোমিনেটর্স দল। ঠাকুরগাঁও ইউথ ক্লাব টসে জিতে ফিল্ডিং করার সিন্ধান নেয়।

আজকের উদ্বোধণী খেলায় দিনাজপুর ডোমিনেটর্স দল মাঠে নেমে ৯ উইকেটে ২০৬ রান সংগ্রহ করে। পরবর্তিতে ঠাকুরগাঁও ইউথ ক্লাব ৯ উইকেটে ১৩২ রান করে পরাজিত হয়

মির্জা রুহুল আমিন স্মৃতি টি -২০ ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা, পাবনা, দিনাজপুর, নীলফামারী, যশোহরসহ বিভিন্ন জেলা থেকে ১৬ টি দল অংশ নিয়েছে।

পূর্ব বিরোধের জেরে রূপগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা 

মো: রাসেল মোল্লা রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১১:০৮ পিএম
পূর্ব বিরোধের জেরে রূপগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব বিরোধের জেরে একাত্তর টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেনের ওপর নৃশংস হামলা চালিয়ে ইট দিয়ে থেতলে দিয়েছে স্থানীয় একদল সন্ত্রাসী।

বুধবার (৭ মে) রাতে উপজেলার পূর্বাচল ৩ নম্বর সেক্টরের ছমু মার্কেট এলাকায় সাংবাদিক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক রিয়াজ হোসেন জানান, রূপগঞ্জ সদর ইউনিয়নের সালাম মোল্লার ছেলে ফারুক মোল্লার সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে ফারুক মোল্লা ও তার ছেলে বাধন মোল্লা, ইমন মোল্লা, ফাহিম মোল্লা, সুমন মোল্লা, কাজল মোল্লা, রিজভী মোল্লাসহ আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি মিলে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। তারা ইট দিয়ে রিয়াজ হোসেনের মাথা, ঘাড় ও পিঠে আঘাত করে গুরুতর আহত করে।

এসময় রিয়াজ হোসেনের চিৎকার শুনে তার বন্ধু মাসুদ চৌধুরী এগিয়ে এলে হামলাকারীরা তাকেও বেধড়ক মারধর করে। পরে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা সবাইকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।

স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, সাংবাদিকের ওপর হামলার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

মধুপুরে মাদকাসক্তকে এক বছরের কারাদণ্ড  

মোঃ হাফিজুর রহমান (উপজেলা প্রতিনিধি মধুপুর) প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১১:০৩ পিএম
মধুপুরে মাদকাসক্তকে এক বছরের কারাদণ্ড  

টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন দামপাড়া মৌজায় নেশাগ্রস্ত এক ব্যক্তিকে এক বছরে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত টাঙ্গাইল মধুপুর পৌরসভাধীন দামপাড়া গ্রামে মাদকাসক্তএক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান মোবাইল। জানা যায় সেই মাদকাসক্ত রাস্থায় জনসাধারণের জনসাধারণের উপর নানা ধরনের হুমকি প্রদান করত। এবং এলাকায় নানা ধরনের অপরাধ করে করতো। তাই

শান্তি বিনষ্টের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১শো টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৬ মে ২০২৫) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে এ সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। সহযোগিতায় ছিলেন মধুপুর থানা পুলিশের একটি দল। তিনি আরো জানান, নেশাগ্রস্ত ব্যক্তিরা সমাজে নানা ধরনের অপরাধে লিপ্ত হচ্ছে। এমনকি নেশার টাকা সংগ্রহ করতে প্রাণহানিও ঘটনাও ঘটছে।

তাই জনস্বার্থে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানান তিনি।

error: Content is protected !!