শনিবার, ৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
শনিবার, ৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

তাড়াশে জোড়পূর্বক অন্যের জমির ধান কেটে নেওয়ার অভিযোগ

মোঃ জিপরুল হোসাইন চলনবিল প্রতিনিধিঃ প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫, ১:৫৩ এএম | 76 বার পড়া হয়েছে
তাড়াশে জোড়পূর্বক অন্যের জমির ধান কেটে নেওয়ার অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশে জোড়পূর্বক অন্যের জমির ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ৬ ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃপস্পতিবার রাতে উপজেলার চকজয়কৃষ্ণপুর গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী জাবেদ আলী শুক্রবার সকালে তাড়াশ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, চকজয়কৃষ্ণপুর মৌজায় ৮৩ শতাংশ ফসলী জমি জাবেদ আলী গং ক্রয়সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। কিন্তু ঘটনার দিন একই গ্রামের বক্কার আলী, তফের আলী, নাসির উদ্দিন, ফরিদ, মানিক ও সবুজ নামের ৬ ব্যক্তি সংঘবদ্ধ হয়ে উক্ত জমির ২০ শতাংশের মালিকানা দাবী করে ধান কেটে নেয়।
এ ব্যাপারে জমির মালিক জাবেদ আলী বলেন, আমরা লোক মারফত জানতে পেরে ধান কাটাতে নিষেধ করলে উক্ত ব্যক্তিগণ দেশীয় অস্ত্র, কাঁচি, হাসুয়া, বাশেঁর লাঠি নিয়ে আমাদের আক্রমন করে। আমরা জীবন রক্ষার্থে ঘটনাস্থল ত্যাগ করি।
অভিযুক্ত আক্কাস আলী, তফের আলী ও নাসির উদ্দিন জানান, জাবেদ আলী গং জমিটি ভোগদখল করলেও সেটি আমাদের দাদীর সম্পত্তি। তাই আমরা ধান কেটে এনেছি।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মোঃ সুজন বেপারী

মুন্সিগঞ্জের তরুণী প্রধান উপদেষ্টা থেকে পুরস্কৃত হলেন নুসরাত জাহান নিশু

মোঃ সুজন বেপারী প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫, ৫:৪১ পিএম
মুন্সিগঞ্জের তরুণী প্রধান উপদেষ্টা থেকে পুরস্কৃত হলেন নুসরাত জাহান নিশু

মোঃ সুজন বেপারী – বাংলাদেশ কেন্দ্রীয় আয়োজিত শ্রম দিবস উপলক্ষে বিষয়ভিত্তিক প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় সারাদেশের মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তথা মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার তরুণী শিক্ষার্থী নুসরাত জাহান নিশু।

গত বৃহস্পতিবার পহেলা (১মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস তাঁর হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কারের টাকা তুলে দেন বিজয়ীদের মাঝে।

এছাড়াও প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস তাঁর হাতে ক্রেস্ট, জাতীয় সনদপত্র ও পুরস্কারের টাকা তুলে দেন টঙ্গিবাড়ি উপজেলার বাশবাড়ি গ্রামের আবুল কাশেম বেপারী ও ময়না আক্তার দুলির দুই কন্যা সন্তানের মধ্যে ২য় সন্তান নিশু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল(অব.) ড. এম শাখাওয়াত হোসেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আইএলও প্রতিনিধিসহ আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সারা বিশ্বে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

মোঃ রাজিবুল সরকার প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫, ৩:২২ পিএম
সারা বিশ্বে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।

প্রতি বছর এই দিনে সারা বিশ্বে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্লোগান, ‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং-স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব’।

১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকেই বিশ্বব্যাপী গণমাধ্যম কর্মীরা এ দিবসটি পালন করে আসছে।

এই দিবসটিতে সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নেওয়ার পাশাপাশি ত্যাগী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।

আজ এই দিনে প্রয়াত ও আহত সকল গণমাধ্যম ব্যক্তিদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সাথে সকল গণমাধ্যম সহযোদ্ধাদের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। রহিলো।

পতেঙ্গা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে থেকে দুঃস্থদের মাঝে খাদ্য-পণ্য বিতরণ অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি আহমদ রেজা প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫, ১:২৬ পিএম
পতেঙ্গা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে থেকে দুঃস্থদের মাঝে খাদ্য-পণ্য বিতরণ অনুষ্ঠিত

গত কাল রোজ শুক্রবার ২ মে ২০২৫ ইং সকল ৮ থেকে পতেঙ্গা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেচ্ছসেবকরা দুঃস্থদের মাঝে খাদ্য-পণ্য বিতরণ অনুষ্ঠিত।

পতেঙ্গার ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন Patenga Welfare Foundation(PWF) এর ব্যবস্থাপনায় এবং ‘bin ghalib Group of Companies’ এর অর্থায়নে দুঃস্থদের মাঝে খাদ্য-পণ্য বিতরণ কার্যক্রম শুরু করেন এ মানবিক সংগঠনটি।

আর্থিক ভাবে অসচ্ছল এবং দুঃস্থ পরিবারের মাঝে এসব ‘খাদ্য-পণ্য’ বিতরণ করা হয়।এলাকার আশ পাশে যে সকল অসহায় দিন মজুর,রিকশা চালাক, গরিব খেটে খাওয়া মানুষের মাঝে সংকটময় অল্প আয়ের পরিবারে খাদ্য-পন্য বিতরণের সহযোগীতায় একালার সকলের মুখে হাসি আনন্দ প্রকাশ করে বলেন। তাদের খাদ্য -পণ্য গুলো প্রতি বছর এলাকার ( পি ডাব্লিউ এফ ) সংযোগীতায় স্বেচ্ছাসেবকদের মধ্যে খাদ্য-পণ্য বিতরণ করে থাকে। শান্তি শৃংখলা বজায় রেখে প্রত্যেকটা পরিবারে মাঝে সে সব খাদ্য – পণ্য বন্টন করেন। সে সাথে সার্বিক অর্থায়নে ‘bin ghalib Group of Companies’ পরিদর্শন করে কার্যক্রম টি সম্পন্ন করেন।

‘bin ghalib Group of Companies’ এর নির্দেশনা অনুযায়ী পতেঙ্গা ও ফটিকছড়ি, হাটহাজারী এবং বোয়ালীয়ার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, বিভিন্ন স্বেচ্চাসেবী সংগঠনসহ প্রায় ২,৮০০ পরিবারের মাঝে এ’খাদ্য-পণ্য’ বিতরণ করে।

উক্ত কার্যক্রমে সংগঠনের সভাপতি- নেজাম উদ্দীন, সিঃ সহ-সভাপতি- মুরাদ বেগ, সহ-সভাপতি- ইসতিয়াক হোসেন, সিঃ সহ-সভাপতি- দিদারুল আলম, সাধারণ সম্পাদক- শাহ্ আরমান, অর্থ সম্পাদক- রেজাউল করিম, যুগ্ম সম্পাদক- ইফতেখার আলম, নির্বাহী সদস্য- আনসার বেগ, আব্দুস সবুর সহ প্রমুখ স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাসেবী সংগঠনসমূহঃ- Human Aid Patenga, শান্তি সংঘ সহ যে সমস্ত বন্ধু প্রতীম সংগঠন সমুহ তালিকা তৈরিতে সহযোগিতা করেন বলে জানায়। এ সংস্থা নিজ নিজ দায়িত্ব নির্দেশনায় বিতরণী কাজ সুন্দর ভাবে সম্পন্ন করে।

এ সহযোগী সংগঠনের বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানিয়ে উক্ত কার্যক্রমের প্রধান পৃষ্ঠপোষক অবদান রাখেন। পতেঙ্গা ওয়েল ফেয়ার ফান্ডেশনের জনাব আজম বেগ। এ একালার সকলে মাঝে প্রশংসায় প্রশংসিত তিনি ।আজম বেগ জানান আমার এলাকা ও আাশে পাশে অসহায়ের মাঝে খাদ্য পণ্য বিতরনে খুবই ভালো লাগছে কিন্তু আগামীতে আরো বাড়ানো চেষ্টা।

অসচ্ছল এবং দুঃস্থ পরিবারের মাঝে এসব ‘খাদ্য-পণ্য’ বিতরণ আমার কাছে ভালো লাগে তাই প্রতি বছর ন্যায় এবার বিতরণের কাজ টি সম্পন্ন করতে পেরে। আল্লাহ পাকের নিকট শুকিয়া আদায় করছি। যারা সেচ্ছায় সেচ্ছায় সেচ্ছসেবক কাজে সহযোগিতা করছেন তাদের আন্তরিক অভিনন্দন জানায়।

error: Content is protected !!