
সিরাজগঞ্জের তাড়াশে জোড়পূর্বক অন্যের জমির ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ৬ ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃপস্পতিবার রাতে উপজেলার চকজয়কৃষ্ণপুর গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী জাবেদ আলী শুক্রবার সকালে তাড়াশ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, চকজয়কৃষ্ণপুর মৌজায় ৮৩ শতাংশ ফসলী জমি জাবেদ আলী গং ক্রয়সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। কিন্তু ঘটনার দিন একই গ্রামের বক্কার আলী, তফের আলী, নাসির উদ্দিন, ফরিদ, মানিক ও সবুজ নামের ৬ ব্যক্তি সংঘবদ্ধ হয়ে উক্ত জমির ২০ শতাংশের মালিকানা দাবী করে ধান কেটে নেয়।
এ ব্যাপারে জমির মালিক জাবেদ আলী বলেন, আমরা লোক মারফত জানতে পেরে ধান কাটাতে নিষেধ করলে উক্ত ব্যক্তিগণ দেশীয় অস্ত্র, কাঁচি, হাসুয়া, বাশেঁর লাঠি নিয়ে আমাদের আক্রমন করে। আমরা জীবন রক্ষার্থে ঘটনাস্থল ত্যাগ করি।
অভিযুক্ত আক্কাস আলী, তফের আলী ও নাসির উদ্দিন জানান, জাবেদ আলী গং জমিটি ভোগদখল করলেও সেটি আমাদের দাদীর সম্পত্তি। তাই আমরা ধান কেটে এনেছি।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।