সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

পাগল নয়, তারা মানুষ জট চুল কেটে নতুন জীবনের আলো জ্বালাচ্ছেন মো. সোহেল রানা ও সাইমুন আহমেদ

মোঃ আবু ছালেহ বিপ্লব ভ্রাম্যমাণ প্রতিনিধি (ক্রাইম) প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৭:৪০ পিএম | 326 বার পড়া হয়েছে
পাগল নয়, তারা মানুষ জট চুল কেটে নতুন জীবনের আলো জ্বালাচ্ছেন মো. সোহেল রানা ও সাইমুন আহমেদ

বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং ঢাকা শহরের কোলাহলে প্রতিনিয়ত হাজারো মানুষ হারিয়ে যায়। কেউ দৌড়াচ্ছে জীবিকার পেছনে, কেউবা নিজের অস্তিত্ব রক্ষায় লড়ছে। কিন্তু এই ভিড়েই রয়ে যান এমন কিছু মানুষ, যাদের আমরা সহজ ভাষায় বলি—‘পাগল’। সমাজ যাদের দূরে ঠেলে দেয়, তাকিয়েও দেখে না দ্বিতীয়বার। ঠিক সেই মানুষগুলোর মুখে হাসি ফোটাচ্ছেন মো. সোহেল রানা ও সাইমুন আহমেদ—এই সময়ের দুই তরুণ মানবিক সৈনিক।

তাদের বয়স কম, কিন্তু হৃদয়ের পরিধি অনেক বড়। তারা নিজের হাতে চিরুনি, কাঁচি, সাবান আর নতুন কাপড় নিয়ে রাস্তায় বের হন—মানসিকভাবে ভারসাম্যহীন মানুষদের খুঁজে বের করে তাদের পরিষ্কার-পরিচ্ছন্ন করেন, নতুন পোশাক পরিয়ে দেন, এবং চেষ্টা করেন পরিবারে ফিরিয়ে দিতে।

এই কাজের সূচনা হয় এক বৃদ্ধাকে দেখে, যার চুলের জট আর ময়লার স্তরে হারিয়ে গিয়েছিল মানবিকতা। সেই দৃশ্যই সোহেল ও সাইমুনকে নাড়া দেয়। তারা সিদ্ধান্ত নেন—নিজেদের ব্যবসার আয়ের একটি অংশ ব্যয় করবেন এসব অসহায় মানুষের জন্য।

সাইমুন বলেন, “অনেকেই দেখে হাসে, কেউ ব্যঙ্গ করে। কিন্তু পরিষ্কার হওয়ার পর তাদের চোখের সেই শান্তি—কোনো ভাষায় বোঝানো যাবে না।”

সোহেল যোগ করেন, “আমরা কোনো বড় সংস্থার অংশ না। নিজেদের মতো করেই চেষ্টা করি। আমাদের কিছু বন্ধু পাশে দাঁড়ায়, কিন্তু বেশিরভাগ সময় আমরা দুইজনেই মাঠে থাকি। আমাদের লক্ষ্য—এই মানুষগুলোর জীবনে একটু হলেও স্বস্তি ফেরানো।”

তারা শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতাই করেন না, বরং শীতকালে গরম কাপড় বিতরণ করেন, মাঝে মাঝে খাবার দেন, আবার চেষ্টা করেন মানসিকভাবে অসুস্থদের পরিবার খুঁজে বের করে সেখানে ফিরিয়ে দিতে।

একবার তারা এক বৃদ্ধকে পরিষ্কার করার পর ভিডিওটি আপলোড করেন তাদের ‘হিউম্যান সার্ভিস বাংলাদেশ’ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে। ভিডিওটি ভাইরাল হয়। এরপর খোঁজ নিয়ে জানা যায়, সেই বৃদ্ধ একসময় ২০ বছর প্রবাসে ছিলেন। মানসিক আঘাতে তিনি রাস্তায় চলে আসেন। সোহেল ও সাইমুন তার গ্রামের ঠিকানা খুঁজে বের করে পরিবারকে খোঁজ দেন—সেই বৃদ্ধ ফিরে যান তার বাড়িতে, চোখে অশ্রুর জল নিয়ে।

তাদের এই মহৎ কাজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। হাজারো মানুষ অনুপ্রাণিত হচ্ছেন। অনেকেই মন্তব্য করছেন, “এদের মতো তরুণরাই দেশের আসল সম্পদ।”

তারা স্বপ্ন দেখেন—একদিন গড়ে তুলবেন একটি পূর্ণাঙ্গ সংগঠন। যেখানে থাকবে মানসিকভাবে অসুস্থ ও অসহায় মানুষের জন্য সেফ হোম, কাউন্সেলিং সাপোর্ট ও নিয়মিত পরিচর্যা।

মো. সোহেল রানা ও সাইমুন আহমেদ শুধু দুটি নাম নয়—তারা যেন মানবতার এক জীবন্ত প্রতীক। যারা সমাজের সবচেয়ে অবহেলিত মানুষগুলোর মুখে ফিরিয়ে দিচ্ছেন জীবনের আলো। তাদের এই প্রচেষ্টা যেন প্রমাণ করে—মানবতা এখনো বেঁচে আছে।

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

ইভটিজিং বন্ধে সামাজিক ও রাষ্ট্রের ভূমিকা একযোগে প্রতিরোধ করতে হবে

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৯ পিএম
ইভটিজিং বন্ধে সামাজিক ও রাষ্ট্রের ভূমিকা একযোগে প্রতিরোধ করতে হবে

ইভটিজিং বা নারীদের প্রতি অশ্লীল ও অসম্মানজনক আচরণ বর্তমানে সমাজে এক ভয়াবহ সামাজিক ব্যাধি হিসেবে দেখা দিয়েছে। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী, কর্মজীবী নারী কিংবা সাধারণ পথচলতি নারীরা ইভটিজিংয়ের শিকার হচ্ছেন। এ অশ্লীলতা শুধু ভুক্তভোগীদের মানসিক ক্ষতিই করছে না, বরং শিক্ষা, পরিবার ও সমাজ ব্যবস্থায় এক গভীর সংকট তৈরি করছে।

বিশেষজ্ঞরা বলছেন, ইভটিজিং কোনো একক সমস্যা নয়, বরং এটি নৈতিক অবক্ষয়, সামাজিক অনীহা এবং আইনের দুর্বল প্রয়োগের ফলাফল। শুধু আইন দিয়ে এটি প্রতিরোধ সম্ভব নয়, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কার্যকর ভূমিকা নিতে হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর তৎপরতা, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আশপাশে নিরাপত্তা জোরদার, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা—এসবই রাষ্ট্রের প্রধান দায়িত্ব। ইতিমধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইন, তথ্যপ্রযুক্তি আইনসহ বিভিন্ন আইন থাকলেও, সঠিক প্রয়োগের ঘাট

মোঃ মোরশেদুল ইসলাম রবি বগুড়াঃ

কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলীকে বিদায়ী সংবর্ধনা

মোঃ মোরশেদুল ইসলাম রবি বগুড়াঃ প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৬ পিএম
কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলীকে বিদায়ী সংবর্ধনা

বগুড়ার কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছাকমান আলীকে বদলি জনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
গতকাল রোববার দুপুরে উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছাকমান আলীকে বিশেষ উপহার দিয়ে বিদায়ী সংবর্ধনা ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

এ সময় উপজেলা সাবেক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, একাডেমিক সুপারভাইজার রিফাত আকতার খানম, উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক কাহালু তাইরুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল উদ্দিন প্রামানিক, সমিতির সাবেক সভাপতি নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম , সাবেক সাধারণ সম্পাদক অঘোর মালন্চা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হাসান প্রামানিক,আহবায়ক কমিটির সদস্য ও বাংলাদেশ শিক্ষক সমিতি কাহালু উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক বুলবুল হোসেন, আহবায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম, আশরাফ আলী, ফজলুর রহমান, রোকনুজ্জামান, রফিকুল ইসলাম ও আব্দুল মজিদ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য ঝুঁকিতে কৃষক

মৌলভীবাজার শিল্পবর্জ্য আর পৌর বর্জ্যে দুষিত হচ্ছে হাওর

মনজু বিজয় চৌধুরী মৌলভীবাজার প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৩ পিএম
মৌলভীবাজার শিল্পবর্জ্য আর পৌর বর্জ্যে দুষিত হচ্ছে হাওর

মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর ও গোমরা এলাকার পাশ দিয়ে বয়ে চলা খাইঞ্জার হাওর,বিন্নার হাওর সহ আশপাশের ছোট বড় হাওর গুলো মিলিত হয়েছে তিন উপজেলা বিস্তৃত বৃহত্তম হাইল হাওরে। এক সময়ে এই হাওরগুলো কৃষি আর মিঠা পানির দেশীয় মাছের জন্য এ জনপদের মানুষের কাছে বিখ্যাত ছিলো। কালের বিবর্তনে বাস্তবে হারাতে বসেছে হাওর তার চিরায়ত ঐতিহ্য। দুষণ,নাব্যতা সংকট আর জলজটে তিন ফসলী জমি এখন এক ফসল করাই দায়। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কোন নির্দিষ্ট সময়সীমা না মেনে পৌরসভার বর্জ্যবাহী ট্রাক ও পিকআপগুলো শ্রীমঙ্গল সড়ক দিয়ে গন্তব্যস্থল জগন্নাথপুরের খাইঞ্জার হাওরের ডাম্পিং স্টেশনের পথে দিব্যি চলছে। এছাড়াও চলতি পথে সড়কে যত্রতত্র বর্জ্য পড়ে দূষিত হচ্ছে পরিবেশ।
শহরতলীর গোমরা এলাকার বিসিক শিল্প নগরীর অন্তত ৩৫ থেকে ৩৬টি শিল্প কারখানার বর্জ্য ও বিষাক্ত কেমিক্যালের বর্জ্য ড্রেন দিয়ে সোজা চলে যাচ্ছে হাওরে। সেই সাথে পুরো মৌলভীবাজার শহরের বর্জ্য কোদালীছড়া দিয়ে হাওরে প্রবেশ করছে। মিশে যাচ্ছে হাওরের পানিতে। এতে সৃষ্টি হওয়া দুর্গদ্ধে চরম অস্বস্তিতে পড়েছেন স্থানীয় সাধারণ মানুষ। বছরের পর বছর জুড়ে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করলেও কোন প্রতিকার মেলেনি, এ নিয়ে দায়ও নেই কোন কর্তৃপক্ষের, নিরব এখানকার পরিবেশ অধিদপ্তরের কর্তারাও।
জানা যায়,খাইঞ্জার হাওর জুড়ে কৃষকের ফসলী জমি,গৃহপালিত পশু ও মৎস ময়লার দুর্গন্ধে ক্ষয়-ক্ষতিতে পড়তে হচ্ছে বছরের পর বছর। এতে করে অনেক কৃষক হাওরের দুর্গন্ধযুক্ত পানিতে নেমে আক্রান্ত হচ্ছেন চর্ম রোগে। তাতে শরীরের বিভিন্ন অংশে পচন পর্যন্ত ধরে যাচ্ছে। আওয়ামীলীগ আমলে বিষয়টি নিয়ে স্থানীয়রা ক্ষুব্ধ থাকলেও রাজনৈতিক প্রভাবশালীদের কারণে প্রতিবাদের সাহসটুকু পাননি। ওই সময়ে প্রতিকার চেয়ে মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উপজেলা প্রশাসন ও পৌরসভার কাছে লিখিত অভিযোগ করেও প্রতিকার পাননি বলে জানিয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ।
গোমড়া এলাকার কৃষক শিমুল মিয়া বলেন, প্রতিদিন পচা ও দুর্গন্ধযুক্ত ময়লা-আবর্জনায় পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকিতে নাভিম্বাস হয়ে হয়ে উঠেছে ডাম্পিং স্টেশনটির আশপাশে বসবাসকারী কয়েক হাজার মানুষ। শুধু ডাম্পিং স্টেশনের বর্জ্য নয়, শহরের পলিতিন, প্লাস্টিক,হাসপাতাল বর্জ্য, বাসা-বাড়ি ও হোটেল-রেস্তুঁরার বর্জ্য কুদালিছড়া দিয়ে প্রতিনিয়ত হাওরে প্রবেশ করে একদম ছড়িয়ে পড়ছে জেলার বৃহত্তম মিঠা পানির হাওর হাইল হাওরে।
খাইঞ্জার হাওরের কৃষক শফিক মিয়া জানান, দুপুরে সড়কে বর্জ্যবাহী ট্রাক দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে দেখা যায় । এতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে এসব বর্জ্যের কারণে চলাফেরা করতে পারিনা। ক্ষেত করতে গিয়ে ইনজেকশনের সুইচ ঢুকে যাচ্ছে পায়ে দিয়ে,তাতে হাত-পা কাটছে। ডাম্পিং স্টেশনের চারপাশে গাইডওয়াল না থাকায় বর্জ্য হাওরে ছড়িয়ে পড়ে পানিতে ভাসছে। তাতে নষ্ট হচ্ছে কৃষিক্ষেত। হাওরে বর্জ্য ছড়িয়ে পড়ে চর্ম সহ নানা রোগজনিত কারণে অনেকে আক্রান্ত হলেও কেউ এটা নিয়ে কোন ব্যবস্থা নিচ্ছে না। আমরা কোথায় যাবো। কার কাছে প্রতিকার পাবো।
ডাম্পিং স্টেশনে মুন্না নামের এক শ্রমিক জানান, প্রতিদিন ১২ থেকে ১৫ টন বর্জ্য আসে। এগুলো অনেক সময় পিছনের অংশে সীমানা প্রাচীর না থাকায় বাহিরে ছড়িয়ে হাওরের সাথে মিশে যায়।
পৌর সূত্রে জানা যায়, ২০০৫ ও ২০২২সালে পৌরসভার বর্জ্য/ময়লা ফেলার জন্য জগন্নাথপুর খাইঞ্জার হাওর এলাকায় দুই বারে ৪ দশমিক ৪১ একর ভুমি ক্রয় করে আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণ করা হয়। ২০২২-২৩ অর্থ বছরে প্রকল্পের প্রায় ১০কোটি টাকার বরাদ্ধ আসলেও ডাম্পিং স্টেশনের রাস্তা ও চারিদিকে বাউন্ডারীসহ অন্যন্য কাজ সটিকভাবে করা হয়নি বলে অভিযোগ রয়েছে। এদিকে পৌর কর্তৃপক্ষ কাজ সম্পুর্ন করতে আরো অর্থ বরাদ্বের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে। মূলত পৌর নাগরিকদের ব্যবহৃত বর্জ্য দিয়ে সেখানে তৈরি হবে জৈব্যসার ও বায়োগ্যাস প্লান্ট।
মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মাইদুল ইসলাম বলেন, হাওরে বর্জ্য ফেলার কারণে বিসিকের কয়েকটি প্রতিষ্ঠানের ছাড়পত্র নবায়ন বন্ধ রাখা হয়েছে আর পৌরসভার বর্জ্যে হাওর দুষিত হলেও আমাদের কিছু করার নেই।
মৌলভীবাজার পৌরসভার সহকারী প্রকৌশলী আনোয়ার সাহাদাত জানান, বর্জ্য যাতে বাহিরে ছড়িয়ে না পড়তে পারে সেকারণে প্রকল্পের মাধ্যমে প্রায় ২০ থেকে ২৫ কোটি টাকার একটি প্রস্তাবনা আগেই পাঠানো হয়েছে। এটা চলতি অর্থ বছরে না হলেও আগামী অর্থ বছরে সম্ভাবনা রয়েছে।