ইফতার দিলো গলাচিপা মানব কল্যাণ সংস্থা


আজ ২৩/০৩/২৫ইং রোজ রবিবার, সকালে গলাচিপা উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিঃস্ব অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে দশ দিনের ইফতার বিতরণ করলো গলাচিপা মানব কল্যাণ সংস্থা-Gmks.
গলাচিপা উপজেলার সর্ব প্রাচীন ও পুরাতন সংগঠন এটা। ১ যুগেরও বেশি সময় ধরে মানব সেবা করে আসছে।
সরকারি কোন অনুদান বা কোন উপদেষ্টার সহায়তায় নয় বরং সংগঠনের সদস্যদের দানের টাকায় বছরের পর বছর সংগঠন টি নিঃস্বার্থ ভাবে মানুষকে সহায়তা করে আসছে।
প্রতি বছরের ন্যায় এ বছর গলাচিপা সদর ইউনিয়ন, চিকনিকান্দী ইউনিয়ন, কলাগাছিয়া ইউনিয়ন এবং বকুলবাড়িয়া ইউনিয়নের অসহায়, নিঃস্ব ও হতদরিদ্র পরিবারের মাঝে ১০ দিনের ইফতার বিতরণ করেন।
ইফতারের প্যাকেটে যা রয়েছে:-
মোট ১০ দিন খেতে পারে এমন পরিমান খাদ্য সামগ্রী।
১ মুড়ি ১ কেজি.
২ চিনি ১ কেজি.
২ চিড়া হাফ কেজি.
৩ বুড ডাল হাফ কেজি.
৪ খেজুর হাফ কেজি.
৫ ট্যাংক মিনিপ্যাক ১০ টি.
৬ আলু ৫ কেজি.
ইত্যাদি।
ইফতার সামগ্রী পেয়ে অসহায় ও হতদরিদ্র মানুষগুলো অনেক খুশি এবং সংগঠনের সকলের জন্য দোয়া করেন।
সংগঠনের সকল সদস্য একমাত্র আল্লাহ ও আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে খুশি করতে ছাওয়াবে নিয়তে নিঃস্বার্থ ভাবে সংগঠনের দরিদ্র তহবিল ফান্ডে কিছু দান করে সেটা দিয়েই, সংগঠন টি মানুষের বিপদ-আপদে পাশে দাড়ায়।
মহান আল্লাহ পাক সকালের দানকে কবুল করুক, বিপদ-আপদ দূর করুক এবং তাদের মনের নেক আশা পুরন করুক, আমিন।