মাটির মা ফাউন্ডেশন পরিবার আপনাদের বরণ করবে বলে সকল আয়োজন অব্যাহত রেখেছে
মাটির মা ফাউন্ডেশন আপনাদের অপেক্ষায়


সাতরঙা ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করা হয় কবি সম্মেলনে। অন্যান্য বছর পাহাড়ি যে ফুলগুলো সংগ্রহ করা হয় এবার তা পাচ্ছি না কারণ সম্মেলনের তারিখ এগিয়ে এসেছে অনেক। পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে অনুষ্ঠানের তারিখ ফেব্রুয়ারির ৬,৭ ও ৮ । তাই কেনা ফুলেই দিতে হবে জোরালো ভূমিকা।
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ১১তম আন্তর্জাতিক কবি সম্মেলনে যোগ দিতে বাকু আজারবাইজান থেকে আসবেন Tarana Turan Rahimli. তিনি একাধারে কবি, অধ্যাপক, সাংবাদিক, অনুবাদক, সাহিত্য সমালোচক এবং গুণী সংগঠক। ১১তম আন্তর্জাতিক কবি সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারুণ্যের কবি মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন।
উল্লেখ্য যে পৃথিবীর ৬ টি দেশ থেকে কবি, সাংবাদিক ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করবেন মাটির মা ফাউন্ডেশন আয়োজিত ১১তম আন্তর্জাতিক কবি মিলন মেলা কবিতা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান মায়ের ঘর এ।
মাটির মা ফাউন্ডেশন পরিবার আপনাদের বরণ করবে বলে সকল আয়োজন অব্যাহত রেখেছে। অংশগ্রহণ করতে রেজিষ্ট্রেশন করুন।