যুক্তরাষ্ট্রের দুর্গাপূজায় মন্দিরা
এ সময়ের আলোচিত অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। অল্প সময়েই নিজের দর্শকপ্রিয়তা তৈরি করেছেন তিনি। নির্মাতাদের পছন্দের তালিকাতেও করে নিয়েছেন জায়গা। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অভিনেত্রী। সেখানে গিয়ে তিনি আলাদা দুটি সংগঠন থেকে ‘কাজল রেখা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয়ের জন্য পুরস্কৃতও হয়েছেন। তবে এরইমধ্যে দেশে ফেরার কথা থাকলেও আরও কিছুদিন সেখানে ঘুরে বেড়ানোর পর তিনি দেশে ফিরবেন বলে জানালেন। এদিকে বুধবার থেকে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা। আর এবারই প্রথম পরিবারের বাইরে পূজা কাটাচ্ছেন এই চিত্রনায়িকা। যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসে প্রথমবারের মতো বাংলাদেশ ও কলকাতার হিন্দু কমিউনিটির আয়োজনে গত ৫ ও ৬ অক্টোবর পূজার আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রে এর আগে বিভিন্ন স্টেটে এই পূজার আয়োজন করা হলেও এবারই প্রথম জ্যাকসন হাইটস পূজার আয়োজন করা হয়। মন্দিরাও এবারই প্রথম দেশের বাইরে দুর্গাপূজায় অংশ নিচ্ছেন। মন্দিরা চক্রবর্তী বলেন, ‘এবারই প্রথম পরিবার ছেড়ে একা দুর্গাপূজায় অংশগ্রহণ করতে যাচ্ছি। মনটা আসলে ভীষণ খারাপ। কিন্তু তারপরও সময়টা উপভোগ করার চেষ্টা করছি। তবে প্রতিমুহূর্তে মা-বাবার সঙ্গে যোগাযোগ করছি। বিশেষত পূজার এ সময়টায়। সবাইকে খুব মিস করছি। আর যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসে এবারই প্রথম বাংলাদেশ ও কলকাতার হিন্দু কমিউনিটির আয়োজনে দুদিনব্যাপী পূজার আয়োজন করা হয়। এতে আমি সম্মানিত অতিথি হিসেবেও উপস্থিত ছিলাম। আমাকে যারা নিমন্ত্রণ করেছিলেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। দুদিন বেশ আনন্দ করেছি আমরা। পূজার শুভেচ্ছা রইল সবার প্রতি। আমার জন্য সবাই প্রার্থনা করবেন, আমি যেন এখানে পূজাটা উদযাপন করতে পারি।’ চলতি বছর ঈদে মুক্তি পেয়েছিল মন্দিরা অভিনীত প্রথম সিনেমা ‘কাজল রেখা’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। সিনেমাটি নির্মাণ করেছিলেন গিয়াস উদ্দিন সেলিম। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন শরিফুল রাজ। এদিকে মন্দিরা চক্রবর্তী শেষ করেছেন তার অভিনীত দ্বিতীয় সিনেমা ‘নীলচক্রে’র কাজ। এটি নির্মাণ করেছেন মিঠু খান। সিনেমাটির ডাবিংয়ের কাজও শেষ করেছেন তিনি। কিছুদিন আগে এ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ হয় একটি পোস্টার প্রকাশের মধ্য দিয়ে। তাতে মন্দিরা ও আরিফিন শুভর লুক বেশ প্রশংসিত হয়।