শাকিবকে নিয়ে কী বললেন বুবলী?
পুরান ঢাকার মানুষ, সমাজ ও সংস্কৃতিকে উপজীব্য করে নির্মাণ হতে যাচ্ছে ‘ঢাকাইয়া দেবদাস’। ছবিটি পরিচালনা করবেন জাহিদ হোসেন। নতুন বছরের জানুয়ারি মাসে শাকরাইন এর দিনে এটির শুটিং শুরু হবে। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন বুবলী ও আদর আজাদ। শুক্রবার রাজধানীর একটি ক্লাবে মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে ছবির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলী, প্রযোজক, পরিবেশক ও শিল্পীরা।
মহরত অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে বুবলী’র বক্তব্যে ওঠে আসে শাকিব খানের প্রসঙ্গও। সাংবাদিকদের প্রশ্ন ছিল, শাকিব – বুবলী জুটির জনপ্রিয়তার বলয়ে থেকেও অন্য নায়কদের সঙ্গে কাজ করতে গিয়ে কি কখনো শাকিবের বাধার মুখে পড়তে হয়েছিল বুবলীকে ? এই নায়িকা প্রশ্নটির সরাসরি উত্তর না দিয়ে বেশ কৌশল অবলম্বন করেন। তিনি বলেন, আসলে শাকিব – বুবলী জুটি বরাবরই দর্শকদের পছন্দের। সেখান থেকে দর্শকদের ভালোবাসা সব সময় ছিল, আছে এবং থাকবে। আমরা শিল্পী হিসেবে কাজ করি সবাই নিজের জায়গা থেকে, নিজস্ব সত্তা নিয়ে। আমার মনে হয়, যখন অন্য শিল্পীদের সঙ্গে কাজ করি, তখনো দর্শকেরা সেটাকে তাদের মতো করেই গ্রহণ করেন।
বুবলী আরও বলেন, শিল্পীদের সবারই নিজস্ব একটা সত্তা থাকে, সেখানে অন্য কিছু আসলে ম্যাটার করে না। এই কথার মাধ্যমে বুবলী একদিকে শাকিবের সঙ্গে নিজের জুটির জনপ্রিয়তাকে সম্মান জানিয়েছেন, অন্যদিকে নিজের স্বাধীন শিল্পীসত্তাকেও তুলে ধরেছেন।











