নাগেশ্বরীতে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত


নাগেশ্বরীতে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠ
“শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি” — এই শ্লোগানকে সামনে রেখে নাগেশ্বরী থানা কর্তৃক আয়োজিত। অপেন ডে- হাউস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা মোঃ আবু সাঈদ, খতিব, নাগেশ্বরী থানা মসজিদ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহফুজুর রহমান, পুলিশ সুপার, কুড়িগ্রাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
মোঃ গোলাম রসুল রাজা, আহ্বায়ক, উপজেলা বিএনপি, নাগেশ্বরী।
মাওলানা মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগেশ্বরী উপজেলা শাখা।
মাওলানা আব্দুল মান্নান, উপজেলা আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাগেশ্বরী।
মাওলানা আমিনুল ইসলাম, মুহতামীম, নাগেশ্বরী কারামতিয়া কওমী ও হাফিজিয়া মাদরাসা।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুর রহমান ওপেন হাউস ডেতে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় করেন এবং নাগরিক সমস্যাগুলোর দ্রুত ও কার্যকর সমাধানের আশ্বাস প্রদান করেন।