শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে পতেঙ্গা থানা তাঁতীদলের কর্মশালায় ইসরাফিল খসরু

বাবুল হোসেন বাবলা, চট্টগ্রাম জেলা প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১০:০৯ পিএম | 65 বার পড়া হয়েছে
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে পতেঙ্গা থানা তাঁতীদলের কর্মশালায় ইসরাফিল খসরু

 

নগরীর উত্তর পতেঙ্গায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে
পতেঙ্গা থানা তাঁতীদলের কর্মশালায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সদস্য ইসরাফিল খসরু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফার আলোকে বর্তমান সময়ে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে। বিএনপি গণমানুষের দল এবং বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী দল।
আগামীতে বিএনপি’র নেতৃত্বে আসবে ত্যাগী – প্রশিক্ষিত ও দলীয় আর্দশের প্রতি আস্থা বাজন কর্মীরা।তাই এখন থেকে তাঁতী- শ্রমিক,মুঠে মজুরে শ্রম জীবীদের নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার দৃঢ় আহ্বান জানিয়েছেন।

পতেঙ্গা থানা তাঁতীদলের সভাপতি মোঃ বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও শাহাদাত হোসেন রায়হানের সঞ্চালনায়ে কর্মশালায় আরো সম্মানিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মিয়া ভোলা,নগর বিএনপির সদস্য ও সাবেক থানা বিএনপির সভাপতি ডাঃ মোঃ নূরুল আবছার,নগর তাঁতীদলের আহ্বায়ক এইচ এম রাশেদ খান, সাবেক সাধারণ সম্পাদক ও ‌সিবিএ নেতা মোঃ শাহাবুদ্দিন,নগর তাঁতীদলের নেতা মোঃ সেলিম হাফেজ, বিএনপি নেতা আবু জাফর , মোঃ ইউসুফ, মোঃ জসিম উদ্দিন, মোঃ আমিন,।
১৭ অক্টোবর, শুক্রবার বিকেলে পতেঙ্গায় একটি রেস্টুরেন্টে জাতীয়তাবাদী তাঁতীদল আয়োজিত কর্মশালায় আরো বক্তব্য রাখেন পতেঙ্গা থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও বিশিষ্ট মানবাধিকার সংগঠক মোঃ শহিদুল ইসলাম রানা ,লায়ন মোঃ মনিরুজ্জামান মুরাদ, মোঃ সেলিম,নেছার আহমদ, ইপিজেড থানা তাঁতীদলের জাহেদ আনসারী,রফিকুল ইসলাম টিটু,৪০ নং ওয়ার্ড তাঁতীদলের মোঃ গোলাম মোস্তফা সোহাগ, কাজী মোঃ ইসমাইল , জসিম উদ্দিন মিল্কি,এম এ হামিদ,মমতাজ মিয়া ও মোঃ পারভেজ বক্তব্য রাখেন।

পরিশেষে পতেঙ্গা থানা তাঁতীদলের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় বেশ কয়েকজন নেতাকর্মী কে ক্রেষ্ট দিয়ে সম্মান জানানো হয়েছে।

কবি এ এস এম সাদেকুল ইসলাম’র বাণী চিরন্তনী

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৫:৫৫ পিএম
কবি এ এস এম সাদেকুল ইসলাম’র বাণী চিরন্তনী

কবি এ এস এম সাদেকুল ইসলাম’র বাণী চিরন্তনী

১। ” প্রকৃত সত্যি হলো সাহসের সাথে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা”
২। ” সবচেয়ে কঠিন থেকে কঠিনতর কাজ হলো রাগের সময় ধৈর্যের সাথে সদাচরণ করা”

৩। মানুষ যদি জীবনে হারানোর দুঃশচিন্তা
না করে প্রাপ্তি নিয়ে ভাবতো – তাহলে আর হতাশ ও অকৃতজ্ঞ থাকতো না ”

৪। ” জীবনের চক্রপথ এমন যে,কোনোকিছু সহজভাবে চাইলে কঠিনতম হয়, আর কঠিনভাবে চেষ্টা করলে সহজভাবে ফিরে আসে”।

৫। “যার কল্পনা যতো সুন্দর তাঁর বক্তব্য ততোই মাধুর্যপূর্ণ ও সুস্পষ্ট “

ভালবাসার গভীরতা

রুবিনা শেখ, সম্পাদক, উজ্জ্বল বাংলাদেশ আইপি টিভি প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১১:১৪ পিএম
ভালবাসার গভীরতা

পাওয়ার ভালোবাসা
না পাওয়ার মধ্যেই লুকিয়ে থাকে ভালোবাসার গভীরতা,
যা পেলে মিশে যায় অভ্যেসে,
আর যা হারায়, তা রয়ে যায় স্মৃতির মন্দিরে
অমলিন কোনো উপাসনায়।
যাকে পাইনি, তাকেই চাই আরও একবার,
কারণ হারিয়ে যাওয়াই তো চিরস্থায়ী হয়,
যা ছুঁই তা মুছে যায় সময়ের ধুলায়, আর যা পাইনি, তা বেঁচে থাকে হৃদয়ের ছায়ায়।
না-পাওয়া ভালোবাসা সবচেয়ে নির্মল,তার কোনো হিসাব নেই, নেই দাবিও, শুধু আছে এক অনন্ত কামনা যদি আর একবার…” এই নিঃশব্দ আকুলতা।
যা হারিয়েছি, তাইতো সবচেয়ে প্রিয়, যা পাইনি, তাইতো সবচেয়ে আপন, ভালোবাসা আসলে প্রাপ্তির নয়, ভালোবাসা তো এক অনন্ত অপ্রাপ্তির আর্তনাদ।

 

তাড়াশে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১০:৫৭ পিএম
তাড়াশে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের কালীবাড়ি, ঝুরঝুরি ও কৃষ্ণনাদিঘী বাজারে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য রাহিদ মান্নান লেনিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, সলংগা থানা বিএনপির সাবেক সদস্য সচিব হাসান ইমাম তালুকদার সোহন সহ তাড়াশ উপজেলা ও মাধাইনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।