শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

দৈনিক সমকাল চাটমোহর উপজেলা প্রতিনিধি শামীম হাসান মিলন এর ছেলে আবির আর নেই

মো: আব্দুল আজিজ, স্টাফ রিপোর্টার প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৯:৩৩ পিএম | 106 বার পড়া হয়েছে
দৈনিক সমকাল চাটমোহর উপজেলা প্রতিনিধি শামীম হাসান মিলন এর ছেলে আবির আর নেই

 

দৈনিক সমকাল এর চাটমোহর প্রতিনিধি, চাটমোহর প্রেসক্লাব এর কার্যকরী সদস্য শামীম হাসান মিলন এর একমাত্র ছেলে আবির আর নেই।

সড়ক দূর্ঘটনায় আহত হয়ে দীর্ঘ প্রায় দুই বছর কোমায় থাকার পর শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফেরার দেশে চলে গেল আবির।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে পরিবার স্বজন সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

২০২৩ সালের ১০ নভেম্বর শুক্রবার বাবার সাথে জুমআ’র নামাজ আদায় করেছিল আবির। নামাজ শেষে বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় সে। চাটমোহর উপজেলার গুনাইগাছা এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষে গুরুতর আহত হয়। তাকে প্রথমে চাটমোহর হাসপাতালে, সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে নেয়া হয় ঢাকায়। সেখানে কয়েক দফা অপারেশন করা হলেও জ্ঞান ফেরেনি আবিরের। সেই থেকে কোমায় ছিল সে। অবশেষে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল আমাদের প্রিয় আবির।

তার জানাজার নামাজ আগামী ১৮ই অক্টোবর শনিবার সকাল সাড়ে ১০ টায় মধ্যশালিকা জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

কবি এ এস এম সাদেকুল ইসলাম’র বাণী চিরন্তনী

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৫:৫৫ পিএম
কবি এ এস এম সাদেকুল ইসলাম’র বাণী চিরন্তনী

কবি এ এস এম সাদেকুল ইসলাম’র বাণী চিরন্তনী

১। ” প্রকৃত সত্যি হলো সাহসের সাথে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা”
২। ” সবচেয়ে কঠিন থেকে কঠিনতর কাজ হলো রাগের সময় ধৈর্যের সাথে সদাচরণ করা”

৩। মানুষ যদি জীবনে হারানোর দুঃশচিন্তা
না করে প্রাপ্তি নিয়ে ভাবতো – তাহলে আর হতাশ ও অকৃতজ্ঞ থাকতো না ”

৪। ” জীবনের চক্রপথ এমন যে,কোনোকিছু সহজভাবে চাইলে কঠিনতম হয়, আর কঠিনভাবে চেষ্টা করলে সহজভাবে ফিরে আসে”।

৫। “যার কল্পনা যতো সুন্দর তাঁর বক্তব্য ততোই মাধুর্যপূর্ণ ও সুস্পষ্ট “

ভালবাসার গভীরতা

রুবিনা শেখ, সম্পাদক, উজ্জ্বল বাংলাদেশ আইপি টিভি প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১১:১৪ পিএম
ভালবাসার গভীরতা

পাওয়ার ভালোবাসা
না পাওয়ার মধ্যেই লুকিয়ে থাকে ভালোবাসার গভীরতা,
যা পেলে মিশে যায় অভ্যেসে,
আর যা হারায়, তা রয়ে যায় স্মৃতির মন্দিরে
অমলিন কোনো উপাসনায়।
যাকে পাইনি, তাকেই চাই আরও একবার,
কারণ হারিয়ে যাওয়াই তো চিরস্থায়ী হয়,
যা ছুঁই তা মুছে যায় সময়ের ধুলায়, আর যা পাইনি, তা বেঁচে থাকে হৃদয়ের ছায়ায়।
না-পাওয়া ভালোবাসা সবচেয়ে নির্মল,তার কোনো হিসাব নেই, নেই দাবিও, শুধু আছে এক অনন্ত কামনা যদি আর একবার…” এই নিঃশব্দ আকুলতা।
যা হারিয়েছি, তাইতো সবচেয়ে প্রিয়, যা পাইনি, তাইতো সবচেয়ে আপন, ভালোবাসা আসলে প্রাপ্তির নয়, ভালোবাসা তো এক অনন্ত অপ্রাপ্তির আর্তনাদ।

 

তাড়াশে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১০:৫৭ পিএম
তাড়াশে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের কালীবাড়ি, ঝুরঝুরি ও কৃষ্ণনাদিঘী বাজারে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য রাহিদ মান্নান লেনিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, সলংগা থানা বিএনপির সাবেক সদস্য সচিব হাসান ইমাম তালুকদার সোহন সহ তাড়াশ উপজেলা ও মাধাইনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।