শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

“ময়মনসিংহে পুলিশের দুর্ধর্ষ অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেফতার”

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১১:৫৩ এএম | 36 বার পড়া হয়েছে
“ময়মনসিংহে পুলিশের দুর্ধর্ষ অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেফতার”

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ শহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বুধবার (১৬ অক্টোবর ২০২৫) দুপুর ৩টা ৩০ মিনিট থেকে ৪টা পর্যন্ত বলাশপুর পালপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ রেইডিং টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই মোঃ আল মাসুদ। তার সঙ্গে ছিলেন এএসআই মাইন উদ্দিন ও সঙ্গীয় পুলিশ সদস্যরা—সিপাই রাজু মিয়া, আশরাফুল, আলম পাপ্পু, সারোয়ার হোসেন নোমান এবং সালমান ফার্সি।

অভিযান চলাকালে পুলিশ সদস্যরা একটি ভাড়াকৃত গাড়িতে করে ঘটনাস্থলে পৌঁছে কাজল রানী সরকারের বাড়ির পূর্ব পাশের গলিপথে এক সন্দেহজনক যুবককে চিহ্নিত করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করলে দ্রুত ঘেরাও করে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে পরিহিত ট্রাউজারের পকেট থেকে একটি নীল পলিথিনে মোড়ানো ব্যাগে ১০৫ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক যুবকের নাম মোঃ স্বপন মিয়া (২৭), পিতা মৃত নুর ইসলাম মাস্টার, মাতা কুলসুম বেগম, ঠিকানা—ভাটিকাশর, ময়মনসিংহ কোতোয়ালী। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩১ হাজার ৫০০ টাকা।

পুলিশ জানায়, আটককৃত স্বপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)(খ) ধারা অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে, যা আইনটির ৩৬(১) ধারার ১০(ক) অনুযায়ী বিচারযোগ্য অপরাধ।

অভিযান শেষে এসআই মোঃ আল মাসুদ বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। আমরা জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। সমাজ থেকে মাদক নির্মূলে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

তিনি আরও জানান, পুলিশের এই অভিযান মাদকবিরোধী চলমান কার্যক্রমের একটি অংশ মাত্র। ময়মনসিংহ শহর ও আশপাশের এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পুলিশের পক্ষ থেকে স্থানীয় জনগণকে মাদক নির্মূলে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। তারা বলেন, “আপনার এলাকায় মাদক সংক্রান্ত কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় জানান। সবাই মিলে এগিয়ে এলে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব।”

স্থানীয় সচেতন মহল মনে করছে, পুলিশের এই সাহসী পদক্ষেপ সমাজে মাদকের বিরুদ্ধে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভূরুঙ্গামারীতে মাদকসহ দুই নারী সম্রাজ্ঞী আটক

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ: প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৬:৫২ পিএম
ভূরুঙ্গামারীতে মাদকসহ দুই নারী সম্রাজ্ঞী আটক

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২২ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্য বসতিপুর এলাকার মোছাম্মত রানী (১৮) এবং নীলা (২২)।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের সোনাতলী বটতলা মোড়ে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটক করে পুলিশ। পরবর্তীতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রাখা ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল আল মাহমুদ জানান, ওই দুই নারীকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

নাগেশ্বরীতে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৬:৪৭ পিএম
নাগেশ্বরীতে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

নাগেশ্বরীতে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠ

“শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি” — এই শ্লোগানকে সামনে রেখে নাগেশ্বরী থানা কর্তৃক আয়োজিত। অপেন ডে-  হাউস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা মোঃ আবু সাঈদ, খতিব, নাগেশ্বরী থানা মসজিদ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহফুজুর রহমান, পুলিশ সুপার, কুড়িগ্রাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—

মোঃ গোলাম রসুল রাজা, আহ্বায়ক, উপজেলা বিএনপি, নাগেশ্বরী।

মাওলানা মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগেশ্বরী উপজেলা শাখা।

মাওলানা আব্দুল মান্নান, উপজেলা আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাগেশ্বরী।

মাওলানা আমিনুল ইসলাম, মুহতামীম, নাগেশ্বরী কারামতিয়া কওমী ও হাফিজিয়া মাদরাসা।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুর রহমান ওপেন হাউস ডেতে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় করেন এবং নাগরিক সমস্যাগুলোর দ্রুত ও কার্যকর সমাধানের আশ্বাস প্রদান করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ, ময়মনসিংহে ফ্রি হেলথ ক্যাম্পিং অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৬:২১ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশ, ময়মনসিংহে ফ্রি হেলথ ক্যাম্পিং অনুষ্ঠিত

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ স্বাস্থ্য ও পরিবেশ বিভাগের নির্দেশনায় ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।
আজ ১৭অক্টোবর শুক্রবার সকাল নয়টা হইতে বিকাল চারটা পর্যন্ত ফ্রি হেলথ ক্যাম্পিং এ চিকিৎসা দেওয়া হয়। ময়মনসিংহ জেলা সদরে চর হরিপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সকল ধরনের রোগীদের ফ্রি চিকিৎসা প্রদান করা হয়।
বাংলাদেশ কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান স্পাইন সার্জন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ, ৪ সদর আসনের এমপি মনোনীত পদপ্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন এর নেতৃত্বে বিশেষজ্ঞ ডাক্তার বৃন্দ বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়।
উক্ত ফ্রি চিকিৎসা ব্যবস্থা আয়োজনে বিপুলসংখ্যক রোগীদের উপস্থিতি ছিল ব্যাপক।
আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলা ৬ নং ইউনিয়নও মহানগরের ৩১,৩২,৩৩ ওয়ডের রাসেল হাসান হাফেজ মাওলানা মমিনুল ইসলাম, আব্দুল খালেক,, ফারুক মুন্সি,হেলাল উদ্দিন, সোয়াইব আহমেদ,হাঃমোহাম্মদ আল-আমিন সহ আরও অনেকই।এ আয়োজন এর আয়োজকবৃন্দ কে অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন ধন্যবাদ মোবারকবাদ জানান।