লালমনিরহাট কিশোর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল- ১ লক্ষ টাকার পুরস্কার মর্নিং স্টার ক্লাবের


লালমনিরহাটে নবাবেরহাট আদর্শ ক্লাব আয়োজিত কিশোর ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী মাঠে নর্থ কিং-এর পৃষ্ঠপোষকতায় এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একে এম মমিনুল হক, এবি এম ফারুক সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক সাজেদুল হক পাটোয়ারী সাজু, আফজাল হোসেন ও আব্দুস সালাম। বক্তব্য দেন আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল বাশার সুমনসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হাবিব দুলু বলেন, “খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং তরুণ সমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে। ক্রীড়াঙ্গনের বিকাশের মাধ্যমেই একটি সুস্থ, সৃজনশীল ও সুন্দর সমাজ গঠন সম্ভব।”
রোমাঞ্চকর ফাইনালে লালমনিরহাট মর্নিং স্টার একাদশ ১-০ গোলে কুড়িগ্রাম একাদশকে হারিয়ে শিরোপা জয় করে। খেলার একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে, মর্নিং স্টারের ফরোয়ার্ড রাফিয়ুল ইসলামের পা থেকে। শেষ মুহূর্তে কুড়িগ্রাম একাদশের খেলোয়াড় রাহাত হোসেন সমতা ফেরানোর চেষ্টা করলেও মর্নিং স্টারের গোলরক্ষক সোহাগের দুর্দান্ত সেভে গোল বঞ্চিত হয়।
খেলা দেখতে মাঠে প্রচুর দর্শকের ঢল নামে। গোলের পর পুরো মাঠে উল্লাসে ফেটে পড়ে দর্শক ও সমর্থকরা। খেলার রোমাঞ্চকর মুহূর্তগুলো উপস্থিত দর্শকদের শেষ বাঁশি পর্যন্ত শিহরিত করে রাখে।
খেলা শেষে বিজয়ী দলকে ১ লাখ টাকা ও রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা পুরস্কারসহ ট্রফি তুলে দেন প্রধান অতিথি। এ সময় মাঠে উপস্থিত দর্শকরা খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং এমন আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।