কাজিপুরে জব্দকৃত খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিজের নয় বলে দাবি করলেন সাবেক ইউপি সদস্য


সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও কাজিপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোলায়মান সরকার নিজের গুদাম থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর জব্দকৃত খাদ্য বান্ধব কর্মসূচির চাল নিজের নয় বলে দাবি করেছেন।
সোমবার বিকেলে কাজিপুর উপজেলা প্রেসক্লাবে এসে এই বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।
তিনি উল্লেখ করেন, গত ২৮ আগষ্ট দৈনিক কালেরকন্ঠ, দৈনিক করতোয়া,দৈনিক ভোরের খবর, কলম সৈনিকসহ বেশকিছু অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের এক অংশের তিনি প্রতিবাদ জানান। মেঘাই বাজারে তার একটি অবস্থিত গুদাম ঘর রয়েছে যেটা সরিয়ে সেই জায়গায় চাতাল নির্মাণ করার কাজ চলমান রয়েছে। এমতাবস্থায় ঘটনার দিন রাতে কে বা কারা সরকারি খাদ্য বান্ধবকর্মসূচীর চালের বেশ কিছু বস্তা ওই গুদামে রেখে যায় বলে তিনি জানান।
গোপন সংবাদর ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী ওই গুদামে অভিযান চালিয়ে বেশ কিছু সরকারি চালের বস্তা উদ্ধারের পর তার নামে কাজিপুর উপজেলা খাদ্য পরিদর্শক একটি মামলা দায়ের করেন। বর্তমানে সেই মামলায় তিনি জামিনে আছেন বলে লিখিত বক্তব্যে উল্লেখ করেন।
মূলত মহলবিশেষ ব্যবসায়ীক সাফল্যে ঈর্ষান্বিত হয় চালের বস্তাগুলো ওই গুদামঘরে রেখে তাকে ফাঁসিয়ে দিয়েছে উল্লেখ করে তিনি ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।