রক্তাক্ত জুলাই
›››››››››››››››
খন্দকার মোস্তাক আহমদ (ছানু)
›››››››››››››››
মিছিলের অগ্রভাগে,
স্লোগানে মুখরিত রাজপথ,
দাবি আদায়ের ন্যায্যতার সংগ্রামে,
পিচ ঢালা পথে, তপ্ত রোদে,
শহরের অলিগলি,
আন্দোলন আজ,
মেঠো পথ গ্রামে।
বৈষম্য নিপাত যাক,
স্বাধীনতা পরাধীন আজ,
মিছিলে গুলি,
নাগরিক প্রতিবাদী,
প্রতিবাদী সকলে,
লাশের শহর রাজধানী ঢাকা,
লাশ পড়ে আছে ডাস্টবিনে।
প্রতিবাদ মুখর জনতা,
নিরস্ত্র মানুষ দলে দলে,
মুগ্ধের লাশ,
আরো শত লাশ!
আমরা নই কারো দাস!
রক্তে রঞ্জিত দেশ,
ফ্যাসিস্ট বলয়ে,
পাষণ্ড পুলিশের গুলিতে।
অজানা অচেনা মুখ,
পড়ে আছে লাশ কাটা ঘরে,
রাস্তায় লুটিয়ে,
দাবি একটাই,
কথা বলতে চাই,
অধিকার চাই,
অন্যায়ের প্রতিবাদে।
ফ্যাসিস্ট বিদায় হবে,
আশায় বুক বেঁধে,
মা-বোন মাতৃভূমি,
এগিয়ে সামনে প্রতিবাদ প্রতিরোধে,
বুক পেতে গুলির সামনে,
কাঁপছে দেশ জনতার চিৎকারে,
জনতার জুলাই সংগ্রামে।
জুলাই আগস্ট ২৪ সাল,
ইতিহাসে লেখা রবে,
জনতার বিজয় গণ জোয়ারে,
বৈষম্য উৎখাতে।
শত কচি মুখ,
গুলি কার্নিশে,
লাশ ঝুলে আছে,
বারান্দায় বসে,
রক্ত ঢেলে শিশু,
বুলেটের বিনিময়ে।
এ বর্বর তাণ্ডব জগৎ দেখেনি,
লেখা হবে মানব ইতিহাসে,
সমতার আশায়,
মুক্তির পথে,
আমি আর তুমি একসাথে,
পশ্চাতে দুঃখ ফেলে,
জনতার রক্ত ঢেলে,
অহর্নিশ মানবতা মুক্তির আশ্বাসে।