উন্নত চিকিৎসার দাবি পরিবারের
নাগেশ্বরীতে বিরল রোগে আক্রান্ত পাশে, রশিদ মন্ডল ফাউন্ডেশন


রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের চর বেগুনি পাড়া গ্রামের বিরল রোগে আক্রান্ত মোকাররমের পাশে দাঁড়িয়েছে “রশিদ মন্ডল ফাউন্ডেশন”। দীর্ঘ ১২ বছর ধরে অজানা বিরল রোগে ভুগছেন মোকাররম তার বয়স ২৫ বছর, পিতা মোঃ কুরবান আলী। আর্থিক অস্বচ্ছলতার কারণে সঠিক চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন তিনি।
ঢাকায় এক পর্যায়ে সীমিত চিকিৎসা গ্রহণ করলেও কোনো উন্নতি হয়নি তার শারীরিক অবস্থায়। কয়েক মাস চিকিৎসা চালানোর পর পরিবারটি অর্থাভাবে চিকিৎসা বন্ধ করতে বাধ্য হয়। মোকাররমের পরিবার ও এলাকাবাসীর দাবি, উন্নত চিকিৎসার সুযোগ পেলে মোকাররম স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। তারা এ বিষয়ে সরকার ও সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন।
এই প্রেক্ষাপটে, মানবিক সহায়তার অংশ হিসেবে “রশিদ মন্ডল ফাউন্ডেশন” মোকাররমের পাশে দাঁড়িয়েছে। ফাউন্ডেশনটি দুই ধাপে তাকে উপহার সামগ্রী প্রদান করেছে। প্রথম ধাপে মোকাররমকে প্রয়োজনীয় ওষুধ ও নগদ অর্থ প্রদান করা হয়।
দ্বিতীয় ধাপে এক মাসের খাদ্যসামগ্রী এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে একটি ছাগল উপহার দেওয়া হয়।
উপহার সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “রশিদ মন্ডল ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, ফাউন্ডেশনটির সাংগঠনিক সম্পাদক ডা: ইমরান সরকার, সাধারণ সদস্য মো: ফারুক মিয়া, প্রলয় পত্রিকার সাংবাদিক আবু হাসান আনছারী, বাণিজ্য প্রতিদিন পত্রিকার সাংবাদিক আতিকুর রহমান।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “রশিদ মন্ডল ফাউন্ডেশন”-এর এই সহায়তা নিঃসন্দেহে প্রশংসনীয় ও মানবিক কাজ। তবে শুধু ব্যক্তিগত উদ্যোগ নয়, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব মোকাররমের চিকিৎসা নিশ্চিত করা।
মোকাররমের জীবন বাঁচাতে এখন প্রয়োজন উন্নত চিকিৎসা। সময়মতো উদ্যোগ না নিলে তার অবস্থা আরও সংকটাপন্ন হয়ে উঠতে পারে। এ অবস্থায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান, সংস্থা ও দাতাদের প্রতি এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে এলাকাবাসী।