রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

হাসান নাসরুল্লাহর মৃত্যু নিশ্চিত করল হিজবুল্লাহ

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪:১৬ এএম | 135 বার পড়া হয়েছে
হাসান নাসরুল্লাহর মৃত্যু নিশ্চিত করল হিজবুল্লাহ

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নিশ্চিত করেছে তাদের প্রধান নেতা হাসান নাসরুল্লাহ ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে তারা।

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলার লক্ষ্যবস্তু করা হয় হিজবুল্লাহর সদর দপ্তরকে। হামলার সময় সেখানে ছিলেন হাসান নাসরুল্লাহ।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি জানান, বিমানবাহিনী হিজবুল্লাহর প্রধান সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলায় ২ হাজার কেজির বাঙ্কার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয় অত্যাধুনিক এফ-৩৫ বিমান থেকে।

নাসরুল্লাহর মৃত্যুর তথ্য নিশ্চিত করে দেওয়া বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, “প্রতিরোধের মাস্টার, ধর্মনিষ্ঠ বান্দা তার সৃষ্টিকর্তার কাছে যেতে একজন শহীদ হিসেবে মৃত্যুবরণ করেছেন।”

“সৈয়দ হাসান নাসরুল্লাহ, হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল, যোগ দিয়েছেন তার সেরা, অমর সহযোগীদের সঙ্গে। যাদের তিনি দীর্ঘ ৩০ বছর একের পর এক জয়ে নেতৃত্ব দিয়েছেন।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “আমরা আমাদের সহমর্মিতা এবং শুভেচ্ছা জানাচ্ছি তার সাথের শহীদদের, যারা তার সঙ্গে এই পবিত্র পথে যাত্রা করেছে বৈরুতে বিশ্বাসঘাতক ইহুদিবাদীদের হামলায়।”

হিজবুল্লাহ আরও জানিয়েছে, যদিও তাদের প্রধান নেতা নিহত হয়েছেন তা সত্ত্বেও গাজা ও ফিলিস্তিনিদের সহযোগিতায় লেবাননের প্রতিরক্ষায় শত্রুদের বিরুদ্ধে তাদের জিহাদ অব্যাহত থাকবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, নাসরুল্লাহর মৃত্যু হিজবুল্লাহর জন্য একটি বড় ক্ষতি। কারণ তিনি ছিলেন এক ‘ক্যারিশমাটিক’ নেতা। যার এক কথায় রাস্তায় নেমে আসতেন হাজার হাজার মানুষ। এখন হিজবুল্লাহর দায়িত্ব কার হাতে আসবে সেটি নিশ্চিত নয়। তবে নতুন নেতৃত্বের সবকিছু গুছিয়ে নিতে সময় লাগবে।

বান্দরবান প্রতিনিধ শাহাদাত হোসেন বাপ্পি

অভিনন্দন আলীকদম উপজেলা!

বান্দরবান প্রতিনিধ শাহাদাত হোসেন বাপ্পি প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২১ এএম
অভিনন্দন আলীকদম উপজেলা!

দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে আলীকদম উপজেলা ফাইনাল ম্যাচে নাইক্ষ্যংছড়ি উপজেলাকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নেয়।
খেলায় প্রথম থেকেই দুই দল হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাঠ কাঁপিয়ে তোলে।
আলীকদমের খেলোয়াড়রা একাগ্রতা ও দলীয় চেতনার মাধ্যমে জয় নিশ্চিত করে।
দর্শকদের উচ্ছ্বাস ও উৎসাহে পুরো মাঠ প্রকম্পিত হয়ে ওঠে। এই গৌরবময় অর্জনে আলীকদম উপজেলার সকল খেলোয়াড়, কোচিং স্টাফ, সংগঠক ও সমর্থকদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। এই জয় শুধু একটি খেলার ফল নয় — এটি আলীকদমের সাহস, ঐক্য, ও প্রতিভার প্রতিচ্ছবি।

মোঃ মোরশেদুল ইসলাম রবি বগুড়াঃ

কাহালু পাইকড় ইউনিয়ন আখরাইল গ্রামে বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ডোর টু ডোর ধানের শীষের পক্ষে গণসংযোগ

মোঃ মোরশেদুল ইসলাম রবি বগুড়াঃ প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৫ এএম
কাহালু পাইকড় ইউনিয়ন আখরাইল গ্রামে বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ডোর টু ডোর ধানের শীষের পক্ষে গণসংযোগ

কাহালুতে সাবেক এমপি মোশারফ ভাইয়ের নির্দেশে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেতা তারেক রহমানের আহ্বানে, আখরাইল গ্রামে ডোর টু ডোর ধানের শীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগে উপস্থিত ছিলেন, কাহালু উপজেলা বিএনপির সদস্য, আলহাজ্ব মোঃ মাহবুর রহমান রুবেল,
পাইকড় ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তালেব শাকি, কৃষক নেতা আব্দুর রহিচ, ছাত্রনেতা মোঃ মুরাদ আলী

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার

বড়লেখায় এমরান নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১১ এএম
বড়লেখায় এমরান নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মৌলভীবাজারের বড়লেখায় এমরান আহমেদ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৭ সেপ্টেম্বর শনিবার দুপুরে উপজেলার সুজানগর ইউনিয়নের আজিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। নিহত এমরান দক্ষিণ সুজানগর গ্রামের খলিল উদ্দিনের ছেলে।
জানা গেছে, শনিবার আজিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় এমরানের লাশ ঝুলতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা বিষয়টি এমরানের স্বজন ও পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
ঘটনার আগে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন এমরান। সেখানে তিনি কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চান এবং মৃত্যুর জন্য কাউকে দায়ী না করলেও প্রিয়জন ও পরিবারের অবহেলার কথা উল্লেখ করেন। ফেসবুক স্ট্যাটাস দেখে স্থানীয় লোকজন ধারণা করছেন, পারিবারিক কোনো কারণে মানসিক চাপে ছিলেন এমরান। যে কারণে হয়ত তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
নিহতের বাবা খলিল উদ্দিন জানান, তার ছেলে ইমরান আহমদ রাত তিনটা থেকে সাড়ে তিনটার দিকে একটি গামছা ও একটি টর্চলাইট হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। মোবাইল ফোনও বাড়িতে রেখে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন। তার দাবি ইমরান আহমদ আত্মহত্যা করেছে এবং যাওয়ার আগে তার ফেসবুক আইডিতে এর ইঙ্গিত দিয়ে স্ট্যাটাস দিয়েছে।
বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সন্দেহজনক ছিল। পরে সিসি ফুটেজ বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এরপরও আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।