সাঘাটায় যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ এর সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত


কর্মই জীবন এরই প্রেক্ষিতে“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” Change the Country, Change the Worldতারুণ্যের উৎসব ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, সাঘাটা, গাইবান্ধা এ “টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস্ ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ-টেকাব (২য় পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় ভ্রাম্যমান “কম্পিউটার এন্ড নেটওয়াকিং” বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে ৪৪ কর্মদিবস শেষ করা হয়েছে।সাঘাটায় যুব উন্নয়ন অফিসারের কার্যালয় হল রুমে মোট ৪০জন যুব প্রশিক্ষনার্থীদের উপস্থিতিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সভাপতিত্ব করেন সাঘাটা যুব উন্নয়ন অফিসার মো: আবু বক্কর সিদ্দীক।এসময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।মোঃ দানেশ আলী ও মোঃ ফারাইজুল ইসলাম প্রশিক্ষক,“টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস্ ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ-টেকাব (২য় পর্যায়)”। সাঘাটায় যুব উন্নয়ন পরিষদ সম্মেলন কক্ষে সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন সাঘাটার সহ-যুব উন্নয়ন অফিসার , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।দীর্ঘ ৪৪ দিন প্রশিক্ষণ শেষে সকল প্রশিক্ষনার্থীদের দৈনিক সম্মানীভাতা বাবদ ২০০/=দুইশত টাকা করে ৮৮০০/= ( আট হাজার আটশত টাকা),নাস্তা বাবদ ১৭৫০/= মোট= ১০,৫৫০/= দশ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা) নগদ প্রদান করা হয়।প্রশিক্ষনার্থীদের পরীক্ষার মাধ্যমে গ্রেড অনুযায়ী সার্টিফিকেট প্রদান করা হয়।অপ্রতিরোধ্য বাংলাদেশ ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এর সমাপণী অনুষ্ঠান সফলভাবে শেষ হয়।আয়োজনেঃ উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, সাঘাটা, গাইবান্ধা ।