বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

সুপারি চুরির অপবাদে বাড়ি থেকে ধরে নিয়ে পেটালেন সনাতন ধর্মালম্বি নারায়নকে

চয়ন কুমার রায় লালমনিরহাট জেলা প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ২:২৩ পিএম | 61 বার পড়া হয়েছে
সুপারি চুরির অপবাদে বাড়ি থেকে ধরে নিয়ে পেটালেন সনাতন ধর্মালম্বি নারায়নকে

লালমনিরহাটে সুপারি চুরির অপরাধে বাড়ি থেকে নারায়ন চন্দ্র (৪৫) নামে সনাতন ধর্মালম্বি এক গরীব অসহায়কে ধরে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে জাপা নেতা আলমগীর মন্ডল নামে এক প্রভাবশালীর বিরুদ্ধে।

এ ঘটনায় সোমবার (২৯ এপ্রিল) দুপুরে লালমনিরহাট জজ আদালতে দুইজনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারায়ন চন্দ্র।

আহত নারায়ন চন্দ্র সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোস্তফি পন্ডিতটারী এলাকার মৃত হরেন চন্দ্রের ছেলে। অভিযুক্ত আলমগীর মন্ডল একই এলাকার মৃত কান্দু মন্ডলের ছেলে এবং প্রভাবশালী একজন জাপা নেতা।

অভিযোগে জানা যায়, প্রভাবশালী আলমগীর মন্ডল উল্লেখিত পন্ডিতটারী এলাকার একজন প্রভাবশালী এবং প্রচুর অর্থ সম্পদের মালিক। তার বাড়ির পাশে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের সাথেই একটি বিশাল চাতাল আছে। চাতালের পাশেই কিছু গরীব ও সনাধন ধর্মালম্বি সম্প্রদায়ের লোকজন সেখানে বসবাস করে আসছে। চাতালের পাশে সেই হিন্দু সম্প্রদায়ের লোকজনের কিছু জমি আছে। হিন্দু সম্প্রদায়ের লোকজনদের সেই জমিটুকু নেয়ার উদ্দেশ্যেই প্রভাবশালী আলমগীর বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তাদের হয়রানি করে আসছে। ঘটনার আগেরদিন (২২ এপ্রিল)নারায়ন চন্দ্র রাত ১০টার দিকে তার এক পাওনাদারকে টাকা দেয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে মহাসড়ক দিয়ে পাশের ফকিরের তকেয়া বাজারের দিকে যাচ্ছিলেন। নারায়ন চন্দ্র হাটতে হাটতে চাতালের সামনে আসতেই তাকে ধরে অভিযুক্ত আলমগীর মন্ডল পুলিশের মতো বিভিন্ন রকমের প্রশ্ন করতে থাকে। পরে বাড়িতে এসে বিষয়টি নারায়ণ তার পরিবারের লোকজন ও আশপাশের সবাইকে অবগত করেন।

এর পরই রাত ১১টার দিকে অভিযুক্ত আলমগীর মন্ডল ও তার ছেলে তনু মন্ডল তার বাড়িতে প্রবেশ করে বাড়ির সবাইকে ধাক্কাধাক্কি করে নারায়নকে তাদের বাড়িতে ধরে নিয়ে যায় এবং সেখানে তাকে বেধরক মারপিট করে। পরে এলাকার অন্যান্য সনাতন ধর্মালম্বীরা এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় এবং বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানান।

পরদিন সকালের দিকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিযুক্ত আলমগীর মন্ডলের বাড়িতে একটি শালিস বৈঠকের আয়োজন করে। আলমগীর মন্ডল ওই এলাকার একজন প্রভাবশালী হওয়ায় শালিস বৈঠকে পরিকল্পিত ভাবে দোষি সাভ্যস্ত করা হয় এবং তাকে চরথাপ্পর মেরে আলমগীরের পা ধরে ক্ষমা চাওয়ানো হয়। শালিস শেষ হলে নারায়ণ বাড়িতে ফিরে আসবে এমন সময় আলমগীরের ছেলে তনু মন্ডল হাতে দেশীয় অস্ত্র নিয়ে এসে নারায়নের উপর অতর্কিত হামলা চালিয়ে শালিস বৈঠকে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনেই বেধরক মারপিট করে। এ সময় নারায়ন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ৬/৭ থেকে সুস্থ হয়ার পর সোমবার লালমনিরহাট জজ আদালতে আলমগীর মন্ডল ও তনু মন্ডল নামে দুইজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন নারায়ন।

উল্লেখ্য, এর আগেও আমিনুল নামের একজনকে গরু চুরির অপরাধে ধরে নিয়ে তাকেও বেধরক মারপিট করে থানায় সপর্দ করে ওই প্রভাবশালী আলমগীর মন্ডল। পরে নিজেদের অন্যায় ঢাকার জন্য তার বিরুদ্ধে একটি মিথ্যা চুরির মামলা দেন।

এ ব্যাপারে অভিযুক্ত আলমগীর মন্ডল জানান, আমার বাড়ির সুপারি বাগানের সমস্ত সুপারি নারায়নসহ তার লোকজন চুরি করেছে। এছাড়াও তার বাড়ির ৫টি গরু চুরি হয়েছে। এসব চুরির সাথে তারাই জড়িত। তিনিও গরু ও সুপারি চুরি যাওয়ার ঘটনায় লালমনিরহাট সদর থানায় অভিযোগ দিয়েছেন। তবে এসব চুরি নারায়নই করেছেন চুরির সময় তাকে দেখেছেন কি না জানতে চাইলে তার সদুত্তর দিতে পারেন নাই।

এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) বাদল কুমার জানান, চুরি এবং মারপিটের অভিযোগে উভয়পক্ষই অভিযোগ দিয়েছেন। অভিযোগ তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ হলে ব্যবস্থা নেয়া হবে।

জলঢাকায় বগুলাগাড়ি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

জসিনুর রহমান নীলফামারী প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ২:৪৫ এএম
জলঢাকায় বগুলাগাড়ি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

নীলফামারীর জলঢাকায় বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মনোয়ারা বেগমের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দূর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনৈতিক আচরণ বৈষম্য এবং নানাবিধ ফ্যাসিস্ট মনোভাবের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে
প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ওই প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন, ছাত্র/ছাত্রী, শিক্ষক/শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, ভুক্তভোগী এবং সর্বস্তরের জনগণ।
বৃহস্পতিবার ৩০ এপ্রিল সকল ১০টা হতে বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজ মাঠে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
এসময় বক্তারা প্রধান শিক্ষক মনোয়ারা বেগমের
দূর্নীতি,অনিয়ম, স্বেচ্ছাচারিতা, অনৈতিক আচরণ, নানাবিধ বৈষম্যসহ ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আক্ষা দিয়ে তাঁকে দ্রুত সময়ের মধ্যে অপসারণের দাবি করেন।
দেখা গেছে ছাত্র /ছাত্রীরা হাতে ব্যানার ফেস্টুন নিয়ে প্রধান শিক্ষিকার অপসারণের দাবীতে মাঠে নামে।

মেহেন্দিগঞ্জে মিয়াজি ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৮:১২ পিএম
মেহেন্দিগঞ্জে মিয়াজি ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মেহেন্দিগঞ্জে মিয়াজি ফাউন্ডেশনের উদ্যোগে ৪০০ শত অসহায়, গরীব, দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উত্তর উলানিয়া ইউনিয়নের উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয় মাঠে সারিবদ্ধ ভাবে বসিয়ে প্রত্যেক পরিবারের হাতে ২ কেজি ডাল, ২ কেজি চিনি,১ কেজি ছোলা, ১ কেজি মুড়ি,১ কেজি তৈল,২ কেজি পিয়াজ, লবন ১কেজি, ৫ কেজি চাল, ৩ কেজি আলুর সমন্বয়ে ১টি করে বস্তা তুলে দেয়া হয়। আল-নুর আই হাসপাতাল,বাংলাদেশ এবং সম্মানিত দাতা আবু খালেদ (হাফিযাহুল্লাহ) এর অর্থায়নে “বাংলাদেশে খাদ্য ঝুড়ি বিতরন প্রকল্পের আওতায়”- এই খাদ্য সামগ্রী বিতরনের শুভ উদ্বোধন করেন, মিয়াজি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ কামরুল হাসান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা শহীদুল ইসলাম, হোগলটুলি মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, আল-নুর আই হাসপাতালের পক্ষে মোঃ মোজাহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাওলানা নুরে রাব্বি, পৌর শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি হাফেজ মোঃ রফিকুল ইসলাম, উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন, মাষ্টার আমজাদ হোসেন, মেহেন্দিগঞ্জ পূর্বাঞ্চল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাপতি রিয়াজ উদ্দিন প্রমুখ।

সাঘাটায় যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ এর  সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৮ পিএম
সাঘাটায় যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ এর  সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত

কর্মই জীবন এরই প্রেক্ষিতে“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” Change the Country, Change the Worldতারুণ্যের উৎসব ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, সাঘাটা, গাইবান্ধা এ “টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস্ ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ-টেকাব (২য় পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় ভ্রাম্যমান “কম্পিউটার এন্ড নেটওয়াকিং” বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে ৪৪ কর্মদিবস শেষ করা হয়েছে।সাঘাটায় যুব উন্নয়ন অফিসারের কার্যালয় হল রুমে মোট ৪০জন যুব প্রশিক্ষনার্থীদের উপস্থিতিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সভাপতিত্ব করেন সাঘাটা  যুব উন্নয়ন অফিসার মো: আবু বক্কর সিদ্দীক।এসময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।মোঃ দানেশ আলী ও মোঃ ফারাইজুল ইসলাম প্রশিক্ষক,“টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস্ ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ-টেকাব (২য় পর্যায়)”। সাঘাটায় যুব উন্নয়ন পরিষদ সম্মেলন কক্ষে সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন সাঘাটার সহ-যুব উন্নয়ন অফিসার , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।দীর্ঘ ৪৪ দিন প্রশিক্ষণ শেষে সকল প্রশিক্ষনার্থীদের দৈনিক সম্মানীভাতা বাবদ ২০০/=দুইশত টাকা করে ৮৮০০/= ( আট হাজার আটশত টাকা),নাস্তা বাবদ ১৭৫০/= মোট= ১০,৫৫০/= দশ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা) নগদ প্রদান করা হয়।প্রশিক্ষনার্থীদের পরীক্ষার মাধ্যমে গ্রেড অনুযায়ী সার্টিফিকেট প্রদান করা হয়।অপ্রতিরোধ্য বাংলাদেশ ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এর সমাপণী অনুষ্ঠান সফলভাবে শেষ হয়।আয়োজনেঃ উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, সাঘাটা, গাইবান্ধা ।

error: Content is protected !!