স্নিগ্ধ সুন্দরী মিম
দেশের গণ্ডি পেরিয়ে ভারতেও জনপ্রিয়তা পেয়েছেন দেশীয় তারকা মডেল – অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। সুন্দরী – দীর্ঘকায় এই আইকনিক শোবিজ তারকা সব সময় সিম্পল সাজ – পোশাকে নিজেকে উপস্থাপন করতেই বেশি ভালোবাসেন। বিয়ের পর তার দ্বিতীয় পূজা, মূলত এই কারণেই পূজার ছুটিটাকে দুই ভাগে ভাগ নিয়েছেন মিম। শ্বশুরবাড়ি কুমিল্লায় থাকছেন অষ্টমী পর্যন্ত। নবমীতে ফিরবেন ঢাকা। শেষ দু’টি দিন মিম স্বামী সনিকে নিয়ে কাটাবেন ঢাকার পূজামণ্ডপে ঢুঁ মেরে। সেই সঙ্গে মা – বাবা, আত্মীয় – বন্ধুদের সঙ্গেও ঘুরে বেড়াবেন, আড্ডা মারবেন। বলা যায়, ছুটির দিনগুলোকে বিশেষ কোনো ছকে বাঁধেননি তিনি। একদম নিজের মতো করেই পরিবার, পরিজন, বন্ধুবান্ধব নিয়ে সাধারণভাবেই উদযাপন করবেন এবারের শারদীয় দুর্গোৎসব।
মিম জানান, পূজায় ঘরে থাকা, দাওয়াত কিংবা মণ্ডপ ঘুরে বেড়ানোর সময়টাতে খুব জাঁকজমক সাজ পছন্দ না তার। নবমী, দশমীতে কেমনভাবে সাজবেন – এমন প্রশ্নের উত্তরটাও তাই খুব সিম্পলই ছিল। সাদা জমিন লাল পাড়ের সুতি শাড়ি, ঠোঁটে ছোঁয়াবেন হালকা কোনো রং কিংবা ন্যুড লিপস্টিক আর কপালে ছোট্ট লাল টিপ – এটাই হবে তার দশমীর সাজ। এভাবেই বলছিলেন অভিনেত্রী মিম। বিয়ের পর দ্বিতীয় পূজা, তাই উপহারও পেয়েছেন তুলনামূলক অনেক বেশি। শাড়ি, সালোয়ার – কামিজ সবই রয়েছে উপহারের ডালায়। তবে মিমের কাছে সব সময়ের প্রিয় পোশাক শাড়ি। তাই মিম সব সব সময় চেষ্টা করেন বিশেষ দিনগুলোতে শাড়ি পরতে।
সাজের ক্ষেত্রে হালকা সাজে থাকতেই ভালোবাসেন সুন্দরী তারকা মিম। পূজার সময়ও এর ব্যতিক্রম হয় না। পূজার পাঁচ দিন নিজেই সাজেন। সাজের ক্ষেত্রে চোখের ওপর কাজল হালকাভাবে ছড়িয়ে দিয়ে খানিকটা কালচে ভাব আনা এবং এর ওপর একদম চোখের পাপড়ি ঘেঁষে চিকন করে আই লাইনার দেয়া, সঙ্গে ছোট একটা টিপ পরা – সাজের সময় এই বিষয়গুলো থাকবেই।
এবার পূজায় অনেক শাড়ি এসেছে উপহার হিসেবে মিমের কাছে। সেসবের মধ্য থেকেই আরামদায়ক শাড়িটিই বেছে নেবেন। এই প্রসঙ্গে তিনি বলেন, এখন যেহেতু গরম অনেক, তাই সুতি শাড়িই পরবো। সাদা জমিন, লাল পাড় ছাড়া আমার কাছে পূজা সম্পূর্ণ লাগে না। তাছাড়া বিবাহিত নারীর সব চাইতে সুন্দর অলংকার শাঁখা – সিঁদুর তো পরবোই, সেই সঙ্গে খুব হালকা সাজ থাকবে।
মিম চান – তার পূজার সাজে খানিকটা স্নিগ্ধতা থাকুক। তাই তিনি ভারী সাজ কিংবা অনুষঙ্গ এড়িয়েই যান। সারাদিন শাড়ি পরে থাকা খানিকটা ঝক্কির, তাই কয়েক ঘণ্টার জন্য শাড়ি পরলেও সালোয়ার – কামিজও রেখেছেন পূজার দিনে পরার জন্য। শাড়ির সঙ্গে বেছে নেবেন হালকা নকশার মানানসই কোনো গহনা। তিনি বলেন, আমার সংগ্রহে থাকা আগের কোনো হালকা গহনাই পরবো। আবার মায়ের কোনো গয়নাও পরতে পারি। হয়তো গলায় খুব সাধারণ সোনার চেইন, কানে ছোট ঝুমকা। ব্যস আর কিছুই না তেমন। একদম হালকা সাজের স্নিগ্ধ সুন্দর রূপ।