নিজেকে ‘ছাগল’ দাবি করে ভাইরাল হলেন মাহি
জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে ফুরফুরে মেজাজে আছেন। প্রতিনিয়তই তিনি বন্ধু – বান্ধবীদের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন। শুধু তাই নয়, নতুন উদ্যমে কাজেও ফিরেছেন তিনি। যদিও ইতিপূর্বে অভিনয় ছেড়ে রাজনীতিতে নাম লিখিয়েছিলেন মাহিয়া মাহি। এরপর গেলো সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেন। কিন্তু জয়ী হতে পারেননি। পরাজয়ের পর আবারও অভিনয়ে ফেরার ঘোষণা দেন তিনি। অভিনয় আর রাজনীতি নিয়ে ‘রাজনীতি’র মারপ্যাঁচে ব্যাপক সমালোচনার মুখেও পড়েন মাহিয়া মাহি।
মাহিকে এর আগে সামাজিকমাধ্যম ফেসবুকে তেমন সরব দেখা যেতো না। কিন্তু এখন ফের সরব হয়েছেন তিনি। প্রায় সময়ই নানা ইস্যুতে ফেসবুকে নানা পোস্ট দিয়ে থাকেন তিনি। কিছুদিন আগেও দু’টি নাচের ভিডিও দিয়ে বেশ সাড়া ফেলে দিয়েছিলেন মাহি।
এবার ঢাকার চলচ্চিত্রের ‘অগ্নিখ্যাত’ এই অভিনেত্রী নিজেকে ছাগল বলে জাহির করে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট দেন। শনিবার (৫ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে মাহিয়া মাহি লিখেছেন – ফাইনালি আমি বুঝতে পারসি গাইস, আমি যে একটা ছাগল এবং এবার আমি মানুষ হবো, ইনশাআল্লাহ। মাহি’র এই পোস্ট এখন নেট দুনিয়ায় বেশ ভাইরাল ইস্যু।
উল্লেখ্য, মাহিকে সবশেষ শাকিব খানের ‘রাজকুমার’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। এরপর অভিনয় নিয়ে ব্যস্ততা না থাকলেও মডেলিংয়ে সময় দেন তিনি। কয়েক দিন পরপর ভিন্ন সাজে দেখা যায় মাহিকে।