বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

পাইকগাছায় সাবেক কাউন্সিল কবিতা-র সংবাদ সম্মেলনের পাল্টা সংবাদ সম্মেলন করেছে প্রতিপক্ষ জাকির হোসেন

বি.সরকার পাইকগাছা (খুলনা) প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫, ২:৪৪ পিএম | 39 বার পড়া হয়েছে
পাইকগাছায় সাবেক কাউন্সিল কবিতা-র সংবাদ সম্মেলনের পাল্টা সংবাদ সম্মেলন করেছে প্রতিপক্ষ জাকির হোসেন

পাইকগাছায় জোনাকী সমিতি-র আদায়কারী ও সাবেক মহিলা কাউন্সিলর কবিতা রানী দাশের অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের বিরুদ্ধে মৎস্য আড়ৎদারি সমবায় সমিতি-র সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন পাল্টা সংবাদ সম্মেলন করেছেন। পৌরসভার সরল বাজারে জাকির হোসেন মঙ্গলবার বিকেলে তার নিজস্ব অফিসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কবিতা রানী দাশকে আ’লীগের দোসর ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের মহিলা বিষয়ক সস্পাদিকা উল্লেখ করে জানান, গত ১৯ মে ‘২৫ তারিখে কবিতা রানী সংবাদ সম্মেলন করে আমার ও পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়লের বিরুদ্ধে বানোয়াট ও কাল্পনিক ভিত্তিহীন অভিযোগ করেছেন। তিনি আরোও জানান, গত কযেকদিন ধরে সরল বাজারে জোনাকী সমিতির গ্রাহকদের নিকট থেকে নেওয়া আসল অর্থ ৫ কোটি টাকা সমিতিতে জমা রয়েছে। ইতোমধ্যে একাধিকবার সমিতির অফিসসহ বিভিন্ন এলাকায় শালিসী বৈঠক ও বসাবসি হলেও কোন সুরাহা হয়নি। জোনাকী সমিতির লুটের রানী কবিতা সমিতির ৯৩ খানা রশিদ বই উদাহ করে দিয়েছেন। গত ১৬ মে বিকেলে গ্রাহকরা আদায়কারী কবিতা দাশের বাড়িতে গিয়ে টাকা ফেরৎ দাবি করে। এসময় কথা-কাটাকাটি চলাকালে সাবেক কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান আমার ও পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়ল-কে ডেকে নিয়ে গ্রাহকদের নিবৃত করতে বলেন। এ পর্যায়ে একটি সময় বেধে দিয়ে গ্রাহকদের ফিরিয়ে আনি। এরপর সমিতির নির্বাহী পরিচালক সাবেক কাউন্সিলর আলাউদ্দিন গাজী ও সভাপতি মোহাম্মদ আলীর বাড়িতে যাই। গোটা বিষয়ে কবিতা দাশের জবানবন্ধী রেকর্ড আছে। অথচ কবিতা দাশ আমাকে পৌর শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক পরিচয় দিয়ে পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়লকে জড়িয়ে কলঙ্ক ছড়ানোর বৃথা চেষ্টা করছেন। তিনি সাংবাদিকদের লেখনীর মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরতে অনুরোধ করেন। এসময় সংবাদ সম্মেলনে অনেক গ্রাহকরা উপস্থিত ছিলেন।

বিলাইছড়িতে দুর্যোগ প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫, ১০:০৩ পিএম
বিলাইছড়িতে দুর্যোগ প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি- রাঙ্গামাটির বিলাইছড়িতে দুর্যোগ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (দুপুরে) উপজেলা কনফারেন্স রুমে প্রশাসনের আয়োজনে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুল হক।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মানস বড়ুয়া, ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরন মার্মা (রাসেল), ৪ নং বড়থলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাইয়া তঞ্চঙ্গ্যা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম চাকমা, উপজেলা মহিলা বিষয়ক কার্মকর্তা (অ:দা:) রিনি চাকমা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া, ৩ নং ফারুয়া ইউনিয়ন পরিষদ সচিব সিদ্ধর্থ তঞ্চঙ্গ্যা, উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক মিজানুল হক, প্রকল্প বাস্তবায়ন অফিসের সুমন গাজী,হিলফ্লাওয়ার এনজিও প্রকল্প সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমা, গণমাধ্যম কর্মী সুজন কুমার তঞ্চঙ্গ্যা, অসীম চাকমা এবং রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যসহ অন্যান্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রাকৃতি দুর্যোগ মোকাবেলায় সবাইকে সতর্ক থাকতে ও জানাতে বলা হয়। এছাড়াও ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে কেংড়াছড়ির ১,২,৩ নং ওযার্ড, বিলাইছড়ির নল ছড়ি,শালবাগান এলাকা,এবং ফারুয়ার বাজার, গোয়াইনছড়ি ৪ নং ওয়ার্ড এলাকাগুলো পাহাড় ধস ও বেশি ঝুকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়।বেশি বৃষ্টিপাত হলে প্রয়োজনে আশ্রয় কেন্দ্র খোলা, পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট বিতরণ এবং মেডিকেল টীম প্রস্তত রাখা সহ কমিটি এবং সকলের সহযোগিতা কামনা করা হয়।

বৃহস্পতিবার ফেনী পৌরসভার ১০টি পয়েন্টে পাওয়া যাবে টিসিবির পণ্য

মশি উদ দৌলা রুবেল ফেনী: প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫, ৯:৫৯ পিএম
বৃহস্পতিবার ফেনী পৌরসভার ১০টি পয়েন্টে পাওয়া যাবে টিসিবির পণ্য

বৃহস্পতিবার ফেনী পৌরসভার ১০টি পয়েন্টে পাওয়া যাবে টিসিবির পণ্য।ফেনী পৌরসভার ১০টি পয়েন্টে বিক্রয় করা হবে টিসিবির পণ্য।জানা যায়,নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ২২ মে ২০২৫ হতে ৩ জুন ২০২৫(শুক্রবার ও ছুটির দিনসহ) ফেনী পৌরসভার ১০টি পয়েন্টে টিসিবির পণ্য ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রয় করা হবে।প্রতি ট্রাকে ৪০০ জনের পণ্য থাকবে।প্রতিটি প্যাকেজে থাকবে চিনি ১ কেজি,মসুর ডাল ২ কেজি এবং ভোজ্য তেল ২ লিটার।ফেনী পৌরসভার বিরিঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়,সাবেক কাউন্সিলর ওমর ফারুক ভূঞা ও বেলাল সাহেব এর বাড়ীর দরজা,ক্যাডেট কলেজ সংলগ্ন ভাঙ্গার দোকান মধ্যম মধুপুর দোকানের সামনে, রামপুর হাফেজিয়া মাদ্রাসার সামনে,সার্কিট হাউজের সামনে,বারাহীপুর সাহেব বাজার,সদর হাসপাতাল রোডে হাজী মিষ্টির সামনে,গ্র্যান্ড সুলতান কমিউনিটি সেন্টারের সামনে মৌলভী বাজার রেল গেইটের সিএনজি স্ট্যান্ড।ফেনী জেলা সদরের এ ট্রাকসেল কার্যক্রমের আওতায় যে কোন ব্যক্তি পণ্য ক্রয় করতে পারবে।এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে টিসিবি কার্ডধারীদের নিকট পণ্য বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে।

ডিএনসিসি কর্তৃক ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হয়

হাকীম মোঃ আবুল কালাম ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫, ৯:৫৬ পিএম
ডিএনসিসি কর্তৃক ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হয়

“পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় ডিএনসিসি নগর ভবনের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করছে নুরুল হক নূর।”

ডিএনসিসির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এমন একটি প্রেস বিজ্ঞপ্তি গণ অধিকার পরিষদের নজরে এসেছে। এবিষয়ে গণ অধিকার পরিষদের সুস্পষ্ট বক্তব্য হলো, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর নেতা ও জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হওয়ার স্পষ্ট তথ্য-প্রমাণের পর প্রশাসকের মতো গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন না। মোহাম্মদ এজাজের

হিযবুত তাহরীর ও জঙ্গিবাদের কার্যক্রমে যুক্ত থাকা ও একই অভিযোগে ২০১৫ সালে গ্রেফতার হওয়ার বিষয়টি সম্প্রতি আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্টেও উঠে এসেছে। যে কারণে সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই মুহাম্মদ এজাজকে প্রশাসক পদ থেকে অপসারণ ও গ্রেফতারের দাবিতে ঢাকা মহানগর উত্তর গণ অধিকার পরিষদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে ৪৮ ঘন্টা আল্টিমেটাম প্রদান করে। যেখানে গণঅধিকার পরিষদ ছাড়াও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ সমর্থন জানায়।

তবে,ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তাদের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে যে, নুরুল হক নুরের পছন্দের ঠিকাদারকে কাজ না দেয়ায় গণ অধিকার পরিষদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সামনে বিশৃঙ্খলা করেছে। যা একেবারে অসত্য, ভিত্তিহীন ও বানোয়াট। বরং দরপত্রে অংশগ্রহণ করে সর্বোচ্চ দরদাতা হয়েও গণঅধিকার পরিষদের একজন সদস্যকে কমিশন ব্যতীত কাজ না দেয়ার প্রেক্ষিতে প্রশাসক মোহাম্মদ এজাজকে অবহিত করা হলে, তিনি বিষয়টি সম্পর্কে অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে অবহিত করতে বলেন। মুহাম্মদ এজাজের পরামর্শেই নুরুল হক নুর তাকে বিষয়টি তাকে জানান। ইতোপূর্বে গাবতলী পশুর হাটসহ কয়েকটি বিষয় গণমাধ্যমেও উঠে এসেছে যে, কমিশন ও পছন্দের লোক ব্যতীত ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ অন্য কাউকে

কোন ধরণের কাজ প্রদান করে না।

মূলত নিজের অভিযোগ আড়াল করে অন্যত্র জনদৃষ্টি ঘোরাতেই মোহাম্মদ এজাজ গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে এমন মিথ্যা ও বিভ্রান্তিকর বার্তা ছড়াচ্ছে। এমনকি গণ অধিকার পরিষদের গতকালকের বিক্ষোভ কর্মসূচি স্থগিত করার জন্য নিজের মামাসহ বেশ কয়েকজনকে পাঠিয়ে আর্থিক অফারের মাধ্যমে সমঝোতা করতে চেয়েছে। নিজেও গণঅধিকার পরিষদের নেতাদের অসংখ্যবার কল করেছে। কিন্তু গণঅধিকার পরিষদ কর্মসূচি স্থগিত করেনি।

গণঅধিকার পরিষদ অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরিরের সাথে সম্পৃক্ত এবং দূর্নীতিবাজ এজাজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের পদ থেকে অপসারণের পাশাপাশি দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছে।