প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

বিলাইছড়িতে দুর্যোগ প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি- রাঙ্গামাটির বিলাইছড়িতে দুর্যোগ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (দুপুরে) উপজেলা কনফারেন্স রুমে প্রশাসনের আয়োজনে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুল হক।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মানস বড়ুয়া, ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরন মার্মা (রাসেল), ৪ নং বড়থলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাইয়া তঞ্চঙ্গ্যা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম চাকমা, উপজেলা মহিলা বিষয়ক কার্মকর্তা (অ:দা:) রিনি চাকমা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া, ৩ নং ফারুয়া ইউনিয়ন পরিষদ সচিব সিদ্ধর্থ তঞ্চঙ্গ্যা, উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক মিজানুল হক, প্রকল্প বাস্তবায়ন অফিসের সুমন গাজী,হিলফ্লাওয়ার এনজিও প্রকল্প সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমা, গণমাধ্যম কর্মী সুজন কুমার তঞ্চঙ্গ্যা, অসীম চাকমা এবং রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যসহ অন্যান্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রাকৃতি দুর্যোগ মোকাবেলায় সবাইকে সতর্ক থাকতে ও জানাতে বলা হয়। এছাড়াও ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে কেংড়াছড়ির ১,২,৩ নং ওযার্ড, বিলাইছড়ির নল ছড়ি,শালবাগান এলাকা,এবং ফারুয়ার বাজার, গোয়াইনছড়ি ৪ নং ওয়ার্ড এলাকাগুলো পাহাড় ধস ও বেশি ঝুকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়।বেশি বৃষ্টিপাত হলে প্রয়োজনে আশ্রয় কেন্দ্র খোলা, পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট বিতরণ এবং মেডিকেল টীম প্রস্তত রাখা সহ কমিটি এবং সকলের সহযোগিতা কামনা করা হয়।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: গোলাম মোস্তফা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও (এম,এস,এস - সমাজ কর্ম), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, নির্বাহী সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ।

বিজ্ঞাপন কার্যালয়ঃ ২৮৫/ক, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯, বার্তা কার্যালয়ঃ কোফিল উদ্দিন পাড়া, পাবনা সদর

আমাদের যেকোনো প্রকারের ভিডিও দিন: 01740 612 405 - what's app no

প্রিন্ট করুন