উখিয়ায় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটির মাসিক সভা ও ইউএনওর সাথে মতবিনিময় অনুষ্ঠিত


কক্সবাজারের উখিয়ায় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক উপজেলা স্টিয়ারিং কমিটির ৬ ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাতীয় কর্মপরিকল্পনা স্থানীয়করণের ওপর বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদান্ত গ্রহণ করা হয়।
সোমবার (৫ মে) দুপুর আড়াই টায় উখিয়া পরিষদ চেয়ারম্যানের পুরাতন ভবন সংলগ্ন গ্লোবাল ট্রেইনিং সেন্টার উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় “গ্লোবাল নেটওর্য়াক অব উইমেন পিস বিল্ডার্স”-এর সহায়তায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) কর্তৃক বাস্তবায়নাধীন “টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশি নারীদের ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের আওতায় উখিয়া উপজেলা স্টিয়ারিং কমিটি নারী, শান্তি ও নিরাপত্তায় কাজ করে যাচ্ছে।
সোমবারের সভায় বিগত সভার বিষয়বস্তু পর্যালোচনা এবং শান্তি বিনির্মাণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিয়ে বিশদভাবে আলোচনা ও সিদান্ত গ্রহণ করা হয়।
সভায় সীমান্তবর্তী উখিয়া উপজেলায় মাদক, বাল্যবিবাহ, বহুবিবাহ, বিবাহবিচ্ছেদ ও যৌন নিপীড়ন প্রতিরোধে সরকারি-বেসরকারি উদ্যোগে গঠিত কমিটিগুলোকে জনকল্যাণমুখী করতে গ্রাম আদালত, থানায় নারী ও শিশু বিষয়ক হেল্প ডেক্সে নারী কর্মকর্তার মাধ্যমে ষেবা নিশ্চিত করা হয়।
তা ছাড়াও উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ সমুহে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে এবং মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করা হয়।
নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মপরিকল্পনার মূল বিষয় যথাক্রমে অংশগ্রহণ, প্রতিরোধ, সুরক্ষা ও পূর্নবাসন বিষয় সমূহ যথাযথভাবে নিশ্চিতের জন্য এডভোকেসি কার্যক্রম জোরদার করার লক্ষ্যে নিয়মিত মাসিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
উখিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও স্টিয়ারিং কমিটির সদস্য শাহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে আলোচনা করেন, কক্সবাজার সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও স্টিয়ারিং কমিটির সদস্য মোজাফফর আহমেদ, বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ সেন, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, সাধারণ সম্পাদক জসিম আজাদ, আরাকান খেলাঘরের সভাপতি এসএম জসিম উদ্দিন, উখিয়া নাগরিক পরিষদের প্রচার সম্পাদক রফিক উদ্দিন, কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সম্পা চৌধুরী, মানবাধিকার কর্মী কমরুন নেছা কক্সবাজার জেলা প্রেসক্লাবের মহিলা বিষয়ক সাধারণ সম্পাদক , মানবাধিকার কর্মী কামরুন নেছা (তানিয়া) এবং সমাজ কর্মী আনজুমান আরা এই সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)-এর সমন্বয়কারী এস.জেড.এম আবু রায়হান।
উল্লেখ্য, নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) ও উপজেলা স্টিয়ারিং কমিটি মুখ্য ভূমিকা পালন করে যাচ্ছে।
এদিকে একইদিন সকাল সাড়ে ১১ টায় উখিয়া উপজেলা নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটির সদস্যদের সাথে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীর এক বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয় কর্মপরিকল্পনা স্থানীয়করণের বিষয় সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসাকে অবহিত করা হয়। পরে উক্ত কর্মপরিকল্পনার ওপর বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদান্ত গ্রহণ করেন।