
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ কর্তৃক ঈশ্বরগঞ্জ থানাধীন দত্তপাড়া এলাকাস্থ ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আজ ৫মে সোমবার ১৫ কেজি গাঁজা, ০১ টি পিকআপ গাড়ি ও ০৪ টি মোবাইল সেটসহ (১) মোঃ মামুন মিয়া(২৫), পিতাঃ মোঃ মোকসেদ আলী, মাতাঃ জাহেদা খাতুন, (২) সাব্বির হোসেন চৌধুরী(২৮), পিতাঃ লুৎফর রহমান, মাতাঃ শেবিন আক্তার, উভয়ের সাং- দক্ষিণ হাতুন্ডা, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ নামীয় ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অতঃপর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।