সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

তাড়াশে তৃণমূলে প্রকৃত উপকার কারীদের সম্মাননা প্রদান

মোঃ জিপরুল হোসাইন চলনবিল প্রতিনিধিঃ প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৬:১৫ পিএম | 32 বার পড়া হয়েছে
তাড়াশে তৃণমূলে প্রকৃত উপকার কারীদের সম্মাননা প্রদান

উপকার করে যারা, প্রকৃত কৃতি তাঁরা” এ শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে প্রকৃত উপকার কারীদের সম্মাননা দেওয়া হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন “ভিলেজ ভীষণ” (Village Vision) এ সন্মাননা অনুষ্ঠানের আয়োজন করেন।
ভিলেজ ভীষণের পরিচালক শরিফ খন্দকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহমেদ, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গুল্টা মিশনের ফাদার বুদজিত, তাড়াশ প্রেসক্লাবের সাবেক সভাপতি সনাতন দাশ, ভিলেজ ভীষণের উপদেষ্টা সাইফুল ইসলাম,তাড়াশ স্বেচ্ছায় রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাতা মাসুম বিল্লাহ, দৈনিক অাজকের দর্পণ পত্রিকার তাড়াশ প্রতিনিধি মজিবর রহমান প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত শিশুদের বিনা পারিশ্রমিকে চুল কেটে দেয়ার জন্য নরসুন্দর মিঠুন চন্দ্র দাস, হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি প্রদানের জন্য সব্জী দোকানদার শহিদুল ইসলাম, বিশ বছর যাবৎ পশু পাখিকে খাবার প্রদানের জন্য বলাই সরকার, বিনামূল্যে চারা গাছ ও বীজ বিতরণের জন্য বৃক্ষপ্রেমী মোস্তাফা হাবিব মাসুদ, ১৫ বছর ধরে কোন পারিশ্রমিক না নিয়ে মসজিদে আজান প্রদান কারী মুয়াজ্জিন সাইদুর রহমান, নিজের জীবন বাজি রেখে মানুষের কল্যাণে পাশে থাকার জন্য এনামূল হকসহ তৃণমূল পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে মানুষের উপকারে এগিয়ে আসা ১৬ জন ব্যক্তিকে সন্মাননা ক্রেষ্ট ও ফুলের তোড়া দিয়ে সন্মাননা প্রদান করা হয়।

ধামইরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৭:৩৩ পিএম
ধামইরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে রেলি ও আলোচনা সভা করা হয়েছে। অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল “গরিবের মামলার ভার বহন করবে সরকার, দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই।”

সোমবার (২৮ এপ্রিল) বেলা এগারোটার সময় উপজেলা পরিষদ চত্বর থেকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. জেসমিন আক্তারের সভাপতিত্বে এক শোভাযাত্রা বের করা হয়। এটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এসে মিলিত হয়ে আলোচনা সভা করা হয়।

ইউএনও জেসমিন আক্তার বলেন, ” অর্থের অভাবে সাধারণ মানুষরা অনেক সময় আইনের সহযোগিতা নিতে পারেন না। তাদের কথা ভেবে সরকার আর্থিকভাবে অসচ্ছল সহায় সম্বলহীন এবং নানাবিধ আর্থসামাজিক কারণে বিচারপ্রাপ্তিতে অসমর্থ্য ব্যক্তিদের বিনামূল্যে আইনগত সহায়তা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছেন।”

তিনি আরও বলেন, “সরকারি খরচে আইনগত সহযোগিতা যারা নেবেন তাদের জন্য জেলা জজ কোর্টে লিগ্যাল এইডে সরাসরি অথবা অনলাইনে আবেদনের মাধ্যমে বিনামূল্যে মামলা দায়ের ও পরিচালনার জন্য প্রাপকের যোগ্যতা অনুযায়ী আইনগত সহায়তা প্রদানের ব্যবস্থা রয়েছে।”

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ. ফরহাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মনসুর আলী, উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. সিহাদুল ইসলাম, উপজেলা মৎস অফিসার আইয়ুব আলী প্রমুখ।

গোলজার রহমান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৫
০১৭৬৮৬৭০৫৬০

লালমনিরহাটে সাংবাদিক শাহজাহান সাজুর ওপর হত্যাচেষ্টার অভিযোগ দায়ের

চয়ন কুমার রায় লালমনিরহাট জেলা প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৭:০৮ পিএম
লালমনিরহাটে সাংবাদিক শাহজাহান সাজুর ওপর হত্যাচেষ্টার অভিযোগ দায়ের

লালমনিরহাটে দৈনিক প্রতিদিনের কাগজ ও আজকের খবর পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মো. শাহজাহান সাজুর ওপর হত্যাচেষ্টার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযোগে বলা হয়, গত ২৭ এপ্রিল সকাল ৯টার দিকে লালমনিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব থানাপাড়া কাজী কলোনির বাসিন্দা ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সদস্য এবং বর্তমান যুবলীগ কর্মী আরিফুজ্জামান আরিফ ও তার দুই অজ্ঞাত সহযোগী সাজুকে বাসা থেকে ডেকে বের করে নেয়। সাজু জানান, তাদের সঙ্গে কোথায় যাবেন জানতে চাইলে তারা হুমকি দিয়ে বলে, “চল, নইলে জোর করে নিয়ে যাব।” তিনি বাসায় ঢোকার চেষ্টা করলে আরিফ পকেট থেকে ছুরি বের করে তার কলার ধরে হত্যার হুমকি দেয়। আত্মরক্ষায় সাজু আরিফের ডান হাত ধরে চিৎকার করলে আরিফ তার হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। পালানোর সময় আরিফ হুমকি দিয়ে বলে, “আজকের মতো বেঁচে গেছিস, এরপর তোর পরিবারকে তুলে নিয়ে যাব।”

সাংবাদিক শাহজাহান সাজু আরও জানান, সম্প্রতি আদিতমারী উপজেলার দুর্গাপুরে এক জাপান প্রবাসীর স্ত্রীর আত্মহত্যার ঘটনায় সংবাদ প্রকাশ হয়েছিল, যেখানে অভিযুক্তদের তালিকায় আরিফুজ্জামান আরিফের নামও ছিল। ঐ ঘটনায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আরিফ আত্মগোপনে ছিল। ওই সংবাদ প্রকাশের কারণে তার ওপর এই হামলা হয়েছে বলে সাজুর অভিযোগ।

এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় আরিফুজ্জামান আরিফ ও তার দুই সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওসি (তদন্ত) বাদল কুমার রায় বলেন, অভিযোগ পেয়েছি, দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৬:১৮ পিএম
ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

সারা দেশের ন্যায় ময়মনসিংহেও জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে যথাযথ মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের প্রচার ও প্রসারের লক্ষ্যে প্রতিবছর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

দিবসটি উপলক্ষে আজ ২৮এপ্রিল সোমবার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে। ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ জাকির হোসেনের নেতৃত্বে সকাল সাড়ে আটটায় র‍্যালিটি নতুন বাজার মোড় হয়ে টাউন হলে গিয়ে শেষ হয়।
র‍্যালি শেষে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ”দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বলেন, আমাদের দেশে বেসরকারি আইনগত সেবা দীর্ঘ সময় ধরে থাকলেও, সরকারিভাবে আইনগত সহায়তা প্রদান ব্যবস্থা একেবারেই নেই বললে চলে। সেই বিবেচনায় ১৯৯৪ সালের ৬ জানুয়ারি কেবিনেট ডিভিশনে ৮ নম্বর রেজুলেশনের ভিত্তিতে একটি সার্কুলার জারি হয়। তারই ধারাবাহিকতায় আমাদের সরকারি আইনগত সহায়তার যাত্রা শুরু। যা এখন একটি কাঠামোগত প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছে।

তিনি আরো বলেন, মূলত সমাজে আর্থিকভাবে অসচ্ছল ও যে সকল মানুষ নিজ খরচে আইনজীবী নিয়োগ করে মামলা পরিচালনা করতে পারেন না, তাদেরকে আইনি সহযোগিতা দেওয়া এই প্রতিষ্ঠানের মূল কর্মসূচি ও উদ্দেশ্য। আমাদের দেশে সাধারণ মানুষের পরম চাওয়া যাতে তারা তাদের বিচারিক সেবা থেকে বঞ্চিত না হয়। সাধারণ মানুষের আইনগত সহায়তা পাওয়ার ক্ষেত্রে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তাই আইনগত সহায়তা কর্মসূচিতে সকল প্রতিষ্ঠান সমন্বয়ের সাথে কাজ করলে সাধারণ মানুষের চাহিদা কিছুটা হলেও পূরণ করা সম্ভব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব, জেলা লিগ্যাল এইড অফিসার [সিনিয়র সহকারী জজ] সুদীপ্ত তালুকদার। তিনি তার বক্তব্যে সকল অতিথি, আয়োজক এবং অংশগ্রহণকারীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।বক্তব্যে তিনি অনুষ্ঠানের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন এবং অনুষ্ঠানের সফলতা কামনা করেন।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার তমা এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানজিনা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোখলেছুর রহমান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার, জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব সৈয়দ সাদউদ্দিন আহমেদ, বিজ্ঞ সরকারি উকিল মোঃ আজহারুল হক, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর মোঃ আনোয়ার আজিজ টুটুল।

অনুষ্ঠান শেষে আইনগত সহায়তা প্রদানে বিশেষ অবদানের জন্য তিনজন আইনজীবীকে সেরা প্যানেল আইনজীবী সম্মাননা প্রদান করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার পেতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণের মধ্যে আইনগত সহায়তা প্রদান কার্যক্রম সম্পর্কে প্রচার ও সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ২৮ এপ্রিল- কে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ হিসেবে ঘোষণা করেছেন।

সভায় ময়মনসিংহের বিজ্ঞ বিচারকমন্ডলী ,আইনজীবী, স্থানীয় প্রশাসন, মানবাধিকার সংগঠন , বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

error: Content is protected !!