
উপকার করে যারা, প্রকৃত কৃতি তাঁরা” এ শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে প্রকৃত উপকার কারীদের সম্মাননা দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন “ভিলেজ ভীষণ” (Village Vision) এ সন্মাননা অনুষ্ঠানের আয়োজন করেন।
ভিলেজ ভীষণের পরিচালক শরিফ খন্দকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহমেদ, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গুল্টা মিশনের ফাদার বুদজিত, তাড়াশ প্রেসক্লাবের সাবেক সভাপতি সনাতন দাশ, ভিলেজ ভীষণের উপদেষ্টা সাইফুল ইসলাম,তাড়াশ স্বেচ্ছায় রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাতা মাসুম বিল্লাহ, দৈনিক অাজকের দর্পণ পত্রিকার তাড়াশ প্রতিনিধি মজিবর রহমান প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত শিশুদের বিনা পারিশ্রমিকে চুল কেটে দেয়ার জন্য নরসুন্দর মিঠুন চন্দ্র দাস, হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি প্রদানের জন্য সব্জী দোকানদার শহিদুল ইসলাম, বিশ বছর যাবৎ পশু পাখিকে খাবার প্রদানের জন্য বলাই সরকার, বিনামূল্যে চারা গাছ ও বীজ বিতরণের জন্য বৃক্ষপ্রেমী মোস্তাফা হাবিব মাসুদ, ১৫ বছর ধরে কোন পারিশ্রমিক না নিয়ে মসজিদে আজান প্রদান কারী মুয়াজ্জিন সাইদুর রহমান, নিজের জীবন বাজি রেখে মানুষের কল্যাণে পাশে থাকার জন্য এনামূল হকসহ তৃণমূল পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে মানুষের উপকারে এগিয়ে আসা ১৬ জন ব্যক্তিকে সন্মাননা ক্রেষ্ট ও ফুলের তোড়া দিয়ে সন্মাননা প্রদান করা হয়।