মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

‘মেটাল অ্যালার্জি’ থেকে বাঁচার উপায়

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১:১০ পিএম | 60 বার পড়া হয়েছে
‘মেটাল অ্যালার্জি’ থেকে বাঁচার উপায়

আমাদের অনেকেরই এলার্জির সমস্যা রয়েছে। ছোট থেকে শুরু করে বয়স্ক-সবাই এ সমস্যায় ভুগে থাকেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে, অন্যান্য সময়ের তুলনায় গরমে ত্বকে নানা ধরনের সংক্রমণ বেড়ে যায়। বিশেষ করে যাদের ত্বক তৈলাক্ত, তাদের ব্রণ-ফুসকুড়ির সমস্যা বাড়ে এই সময়ে। আবার যাদের ‘মেটাল অ্যালার্জি’ আছে তাদের আংটি, চুড়ি বা ঘড়ির বেল্ট থেকেও চুলকানি হয়। দুই হাত ভরে যায় ছোট ছোট ফুসকুড়িতে। ত্বক খসখসে হয়ে যায়, অনেকের আবার আঁশের মতো চামড়া উঠতে থাকে। এছাড়া এগজিমার সমস্যাও হয় অনেকের। আঙুলের মাঝের ত্বকে, গলা, হাতের কনুই, হাতের কব্জিতে ত্বক শুষ্ক হয়ে ফেটে যাওয়া, চুলকানি, খসখসে হয়ে যাওয়া, ফোস্কা পড়া এগজিমার অন্যতম লক্ষণ। একে বলে ‘অ্যাটপিক ডার্মাইটিস’। এই ধরনের সমস্যা হলে গরমে কষ্ট আরও বাড়ে। এ সমস্যার স্থায়ী সমাধান পেতে হলে কিছু উপায় মেনে চলতে হবে। চলুন জেনে নেওয়া যাক-

কম ক্ষারযুক্ত সাবান : ভেষজ সাবানই ব্যবহার করা ভালো। অতিরিক্ত ক্ষার দেওয়া সাবান ব্যবহার করলে ও দিনে বেশি বার ব্যবহার করলে তা থেকে অ্যালার্জি বাড়বে।

ল্যাভেন্ডার তেল : ল্যাভেন্ডার তেল ত্বকের জ্বালা, চুলকানি, র‌্যাশ দূর করতে পারে। সোরিয়াসিসের সমস্যা থাকলেও এই এসেনশিয়াল অয়েল ব্যবহার করা যায়। এক কাপ জলে ৫-৬ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে তুলোয় করে র‌্যাশের জায়গায় লাগিয়ে রাখুন। এতে জ্বালা-চুলকানি অনেক কমে যাবে।

পেপারমিন্ট তেল : যে কোনো ব্যথা, ক্ষত সারাতে কাজে লাগে পেপারমিন্ট তেল। যেখানে জ্বালা বা চুলকানি হচ্ছে, সেই জায়গায় এই তেল মালিশ করলে প্রদাহ কমে যায় চটজলদি। ব্যথার জায়গায় শীতল অনুভূতি এনে দেয় এই তেল।

অ্যাপল সাইডার ভিনিগার : এক কাপ পানিতে ২-৩ ফোঁটা অ্যাপল সাইডার ভিনিগার মিশিয়ে নিন। এই মিশ্রণ তুলোয় করে নিয়ে র‌্যাশের জায়গায় লাগাতে হবে। খুব তাড়াতাড়ি প্রদাহ কমে যাবে।

শিয়া বাটার মাস্ক : আধ কাপ শিয়া বাটারের সঙ্গে আধ কাপ নারকেল তেল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণে এক কাপ পানি দিয়ে ভালো করে ফোটাতে হবে। ফুটে গেলে ঠান্ডা করে তাতে ১ চা-চামচ ভিটামিন এ তেল ও কয়েক ফোঁটা ইউক্যালিপটাস তেল মিশিয়ে নিন। এই মিশ্রণ স্নানের আগে নিয়মিত ত্বকে মাখলে এগজিমা বা র‌্যাশের সমস্যা কমে যাবে। ত্বকের অ্যালার্জিও সেরে যাবে।

বেকিং সোডা : ত্বকের অ্যালার্জি দূর করতে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। প্রথমে সামান্য পানিতে এক চামচ সোডা যোগ করুন। এরপর একটি মসৃণ পেস্ট তৈরি করুন এবং অ্যালার্জির স্থানে লাগান। ১০ মিনিটের পর ধুয়ে ফেলুন। দিনে ৩-৪ বার ব্যবহার করলে অ্যালার্জি থেকে মুক্তি মিলতে পারে।

ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় হাবিব উল্লাহ খান উচ্চ বিদ্যালয়ের ৬ জন এসএসসি পরীক্ষার্থী আহত

মশি উদ দৌলা রুবেল ফেনী প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৩:৩৪ পিএম
ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় হাবিব উল্লাহ খান উচ্চ বিদ্যালয়ের ৬ জন এসএসসি পরীক্ষার্থী আহত

ফেনীর ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় হাবিব উল্লাহ খান উচ্চ বিদ্যালয়ের ৬ জন এসএসসি পরীক্ষার্থী আহত।
ছাগলনাইয়ায় থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছয় এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন।মঙ্গলবার দুপুরে জঙ্গলমিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।আহত পরীক্ষার্থীরা সবাই হাবিবুল্লাহ খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।আহতরা হলেন-মানবিক বিভাগের পরীক্ষার্থী আহম্মদ উল্লাহ শাওন,একই বিভাগের মোঃ রিয়াদ,ব্যবসা শিক্ষা বিভাগের আরাফাত হোসেন,বিজ্ঞান বিভাগের নাদিয়া সুলতানা,ব্যবসা শিক্ষা বিভাগের ইসরাত জাহান,মানবিক বিভাগের তাফাসসুম সুমাইয়া।হাবিব উল্লাহ খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোমিনুল হক জানান,পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে জঙ্গলমিয়া এলাকায় তাদের বহনকারী সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের সংঘর্ষ হয়।এতে সিএনজি অটোরিকশার ছয় পরীক্ষার্থী আহত হন।স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।তাদের মধ্যে আহম্মদ উল্যাহ শাওনের অবস্থা গুরুতর।তাকে ফেনীতে পাঠানো হয়েছে।সড়ক দুর্ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কেন্দ্র সচিবকে জানিয়েছেন বলে জানান প্রধান শিক্ষক।

 

ফরমুসা পলিকটন টেক্সটাইল বিডি লিমিটেড জনকল্যাণে কাঁচা রাস্তা পাকা করে দিলেন নিজস্ব অর্থায়নে

গাজীপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৩:৩২ পিএম
ফরমুসা পলিকটন টেক্সটাইল বিডি লিমিটেড জনকল্যাণে কাঁচা রাস্তা পাকা করে দিলেন নিজস্ব অর্থায়নে

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা পূর্ব পাড়া সাবাহ্ গার্ডেন রোডের উত্তর পার্শ্বে অবস্হিত ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেড (চায়না) ফ্যাক্টরি।

ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেডে এর ২ নং গেইট হতে দক্ষিণ দিকে ব্যাটারি ফ্যাক্টরি সংলগ্ন পাকা রাস্তা পর্যন্ত প্রায় ৩০০ ফিট দৈর্ঘ্য এবং ১১ ফিট প্রশস্ত কাচা রাস্তাটি দিয়ে দীর্ঘ দিন যাবত এলাকা বাসীর অতি কষ্টের সাথে চলাফেরা করতে হতো। এই কাঁচা রাস্তাটির এমন বেহাল দশা ছিলো বর্ষাকালে চলাচলের অনুপযোগী রাস্তা দিয়েই প্রতিদিন হাজার হাজার লোক চলাচল করতো। বিশেষ করে বর্ষার দিনে নোংরা পানি আর কাদার কারণে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী, শিশু বাচ্চা এবং বৃদ্ধ লোকেদের এই রাস্তাটি দিয়ে হাঁটতে অনেক দুর্ভোগ পোহাতে হতো।

এমতাবস্থায় দীর্ঘদিন যাবত অসহায় এলাকাবাসী সবাই এক সাথে সম্মিলিত হয়ে ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেডের সম্মানিত নির্বাহী পরিচালক খন্দকার মো: খোরশেদ আলম এর নিকট বিনয়ের সাথে আবেদন করে আসছে রাস্তাটি পাকা করে দেওয়ার জন্য। এলাকা বাসীর ভালোবাসার এই আবদারে খন্দকার খোরশেদ আলম এর হৃদয়কে নাড়া দেয়। তাই গরিব,অসহায়,ও সাধারণ মানুষের ভোগান্তির কথা ভেবেই রাস্তাটি ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেডের নিজস্ব অর্থায়নে পাকা করন করা হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

এলাকা বাসী আর ও জানিয়েছে যে রাস্তাটি কাজ বাস্তবায়ন করতে সার্বিক সহযোগিতা অত্যন্ত ভূমিকা রেখেছেন, ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেডের ২ নং গেইট সংলগ্ন নিবাসী মরহুম চাঁন মিয়া আকন্দ এর বড় মেয়ে এবং একুশের সংবাদের স্টাফ রিপোর্টার;- খাদিজা আক্তার রওজা ও ছেলে মোঃ মোমেন আকন্দ, মরহুম হাজী সোলাইমান আকন্দ এর দুই জামাতা মোঃ এ,আর,সুলতান, মোঃ সোহান মিয়া, মোঃ নুরু মিয়া আকন্দ এর ছেলে মোঃ মামুন মিয়া আকন্দ ও মোঃ আলমগীর হোসেন আকন্দ, মরহুম আব্বাছ আলী মুন্সির ছেলে আব্দুল হাদিত সহ আর ও অনেকেই।

ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেডের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন হয় এলাকাবাসীর স্বপ্নের এই রাস্তাটি । দীর্ঘ দিনের দুর্ভোগ যেন শেষ হলো আজ তাই সবার মুখে ফুটে উঠেছে সুখের হাসি মেতে উঠেছে সকলেই আনন্দ উল্লাসে। বুক ভরা আনন্দ আর আত্মবিশ্বাস নিয়ে ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেডের মাননীয় ব্যাবস্হাপনা পরিচালক ও নির্বাহী পরিচালক খন্দকার মো: খোরশেদ আলম এর প্রতি চির কৃতজ্ঞ প্রকাশ করেন এলাকাবাসীরা।

গ্রেফতার ৩

ছাগলনাইয়ায় মাদককারবারির হামলায় ৫ ডিবি পুলিশ আহত

মশি উদ দৌলা রুবেল ফেনী প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১:৩১ পিএম
ছাগলনাইয়ায় মাদককারবারির হামলায় ৫ ডিবি পুলিশ আহত

ফেনীর ছাগলনাইয়ায় মাদক কারবারিদের হামলায় ফেনী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পাঁচ সদস্য আহত হয়েছেন।এই ঘটনায় তাৎক্ষণিকভাবে নারীসহ তিনজনকে আটক করা হয়েছে।সোমবার(২৮ এপ্রিল) রাত ৯ টায় ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন-ডিবির এস আই তানভীর মেহেদী,এ এস আই খোকন হোসেন,রিংকু বড়ুয়া,কনস্টেবল মজিবুর ও কনস্টেবল জাহাঙ্গীর।আহতদের ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।এদিকে ঘটনাস্থল থেকে মাদককারবারি আলমগীর হোসেনের শ্যালক জয়নাল আবেদীন,শ্যালিকা রুজিনা ও প্রতিবেশী রহিম উল্লাহর স্ত্রী রুপধনকে আটক করে ফেনীর ডিবি ও ছাগলনাইয়া থানার পুলিশ।ফেনী জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন গোপন সংবাদ ভিত্তিতে সোমবার দিনগত রাত ৮ টার দিকে জয়নগর গ্রামের মৃত আবদুর রউফের ছেলে মাদককারবারি আলমগীর হোসেনের বড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম।অভিযান পরিচালনার সময় মাদককারবারি আলমগীরের সঙ্গে থাকা লোকজন ডিবি পুলিশের ওপর হামলা করে।ছাগলনাইয়া থানার ওসি মো.নজরুল ইসলাম জানান,ডিবি পুলিশের ৫ সদস্য ঘটনাস্থলে আহত হয়েছে।এই ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে,বাকি আসামিরা পালিয়ে যায়।

 

error: Content is protected !!