রূপগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম
রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাওনা টাকা চাওয়ায় উপজেলার মধুখালী গ্রামের ব্যবসায়ী সাইফুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা।
রবিবার সকালে উপজেলার সদর ইউনিয়ের মধুখালী এলাকার শরাফত আলীর চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ব্যবসায়ী সাইফুল ইসলামের পাওনা সাড়ে ১১ হাজার টাকা চাওয়ায় গতকাল রবিবার একই এলাকার আব্দুল হকের নেতৃত্বে কিশোরগ্যাংয়ের ১৫/১৬ সদস্যর একদল সন্ত্রাসী রামদা, ছেনদা, চাপাটি ও লাঠি-সোঁটায় সজ্জিত হয়ে এ হামলা চালায়। হামলাকারীরা সাইফুল ইসলামকে পিটিয়ে শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম করে।
এ সময় তার স্ত্রী বাধা দিলে সন্ত্রাসীরা তার উপরও হামলা চালায়।
এ সময় হামলাকারীরা স্বর্ণের চেইন, নগদটাকাসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। পরে সাইফুল ইসলামকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে ব্যবসায়ী সাইফুল ইসলামের স্ত্রী বিলকিছ বাদী হয়ে মধুখালী গ্রামের আব্দুল হক আব্দুল হকের ছেলে সুজন মিয়া,হোসেন আলীর ছেলে রিফাত হাসানসহ নামীয় ও অজ্ঞাত ১৫/১৬জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।