মুন্সীগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ব্রিফিং অনুষ্ঠিত
মুন্সীগঞ্জে জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে নিয়োগ সেপ্টেম্বর ২০২৪-এর প্রাক-প্রস্তুতি সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়।
শনিবার (১৯ অক্টোবর) দুপুর ১৫.০০ ঘটিকায় পুলিশ হেডকোয়ার্টার্স মিনি কনফারেন্স রুমে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সেপ্টেম্বর ২০২৪-এর প্রাক-প্রস্তুতি সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
ভিডিও কনফারেন্স ডিআইজি (এইচআর), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স এর সভাপতিত্বে সভায় পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষ হতে Zoom Meeting এর মাধ্যমে যুক্ত ছিলেন মুন্সীগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ বদিউজ্জামান পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মহোদয়।
এসময় ব্রিফিং-এ শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাই এবং চূড়ান্ত ফল প্রকাশের মাধ্যমে চাকুরী নিশ্চিতকরণের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) জনাব মোহাম্মদ কাজী হুমায়ন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমএন্ড অপস)জনাব মো: ফিরোজ কবির মহোদয় এবং নিয়োগ কার্যক্রম সংশ্লিষ্ট অফিসার,ফোর্স-এর পুলিশ সদস্যগণও উপস্থিত ছিলেন।