জলঢাকায় বগুলাগাড়ি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন


নীলফামারীর জলঢাকায় বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মনোয়ারা বেগমের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দূর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনৈতিক আচরণ বৈষম্য এবং নানাবিধ ফ্যাসিস্ট মনোভাবের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে
প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ওই প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন, ছাত্র/ছাত্রী, শিক্ষক/শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, ভুক্তভোগী এবং সর্বস্তরের জনগণ।
বৃহস্পতিবার ৩০ এপ্রিল সকল ১০টা হতে বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজ মাঠে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
এসময় বক্তারা প্রধান শিক্ষক মনোয়ারা বেগমের
দূর্নীতি,অনিয়ম, স্বেচ্ছাচারিতা, অনৈতিক আচরণ, নানাবিধ বৈষম্যসহ ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আক্ষা দিয়ে তাঁকে দ্রুত সময়ের মধ্যে অপসারণের দাবি করেন।
দেখা গেছে ছাত্র /ছাত্রীরা হাতে ব্যানার ফেস্টুন নিয়ে প্রধান শিক্ষিকার অপসারণের দাবীতে মাঠে নামে।