শুক্রবার, ২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
শুক্রবার, ২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

জলঢাকায় বগুলাগাড়ি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

জসিনুর রহমান নীলফামারী প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ২:৪৫ এএম | 136 বার পড়া হয়েছে
জলঢাকায় বগুলাগাড়ি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

নীলফামারীর জলঢাকায় বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মনোয়ারা বেগমের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দূর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনৈতিক আচরণ বৈষম্য এবং নানাবিধ ফ্যাসিস্ট মনোভাবের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে
প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ওই প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন, ছাত্র/ছাত্রী, শিক্ষক/শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, ভুক্তভোগী এবং সর্বস্তরের জনগণ।
বৃহস্পতিবার ৩০ এপ্রিল সকল ১০টা হতে বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজ মাঠে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
এসময় বক্তারা প্রধান শিক্ষক মনোয়ারা বেগমের
দূর্নীতি,অনিয়ম, স্বেচ্ছাচারিতা, অনৈতিক আচরণ, নানাবিধ বৈষম্যসহ ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আক্ষা দিয়ে তাঁকে দ্রুত সময়ের মধ্যে অপসারণের দাবি করেন।
দেখা গেছে ছাত্র /ছাত্রীরা হাতে ব্যানার ফেস্টুন নিয়ে প্রধান শিক্ষিকার অপসারণের দাবীতে মাঠে নামে।

ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) কিশোরগঞ্জ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫, ১২:২১ এএম
ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) কিশোরগঞ্জ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) কিশোরগঞ্জ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। কিশোরগঞ্জ জেলার শিশুদের ভোটের মাধ্যমে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। বিদায়ী সভাপতি উমাইয়া ইসলাম বাপ্পির সভাপতিত্বে আজকের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবং ফয়সাল আহমেদ রনি এবং তুষারের (সিওয়াইভি) উপস্থিতিতে নির্বাচন সংঘটিত হয়েছে।

উক্ত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে মো. মিনহাজুর রহমান মৃত্তিক। সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে সাবিকুন বশরি শায়ন । সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে তাসনিমুল হাসান নাবিল। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে সমরদ্বীপ রায় অনন্ত। চাইল্ড পার্লামেন্ট মেম্বার (ছেলে) মাহমুদ কাদির জয় নির্বাচিত হয়েছে । চাইল্ড পার্লামেন্ট মেম্বার (মেয়ে) আয়শা মাহি নির্বাচিত হয়েছে।

বাংলাদেশ শিশু একাডেমী কিশোরগঞ্জ জেলা কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অংশগ্রণকারী সবাই নির্বাচনের ফলাফল ও স্বচ্ছতা নিয়ে সন্তুষ্ট।

একজন ব্যতিক্রমী ইউএনওঃ মোছাঃ নাজমুন নাহার

আব্দুল আজিজ প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫, ১২:০৭ এএম
একজন ব্যতিক্রমী ইউএনওঃ মোছাঃ নাজমুন নাহার

আমাদের দেশে সাধারণ মানুষ অনেক সময় প্রশাসনের সেবা থেকে বঞ্চিত হন, কারণ তারা ডিঙাতে পারেন না কর্মকর্তাদের অফিসের দরজা। সরকারি সেবা পাওয়া আর সোনার হরিণ মনে হয় সমান। দিনের পর দিন ঘুরে কাজ করাতে না পেরে মানুষ আস্থা হারাচ্ছে সরকারি অফিস ও অফিসারদের উপর।

কিন্তু এর ব্যতিক্রম সরকারি অফিসার মোছাঃ নাজমুন নাহার, যিনি বর্তমানে পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত আছেন। ভালো কাজ, ভালো ব্যবহার আর ভালোবাসা দিয়ে ইতোমধ্যেই মোছাঃ নাজমুন নাহার জয় করে নিয়েছেন উপজেলার সর্বস্তরের মানুষের মন। ক্ষমতাবান মানুষ থেকে শুরু করে সাধারন দিনমজুর সবার কথা তিনি শোনের মনোযোগ সহকারে।

নিজেদের কষ্টের কথা তারা বলছেন তাদের প্রিয় ইউএনও স্যারের সাথে। যত দ্রুত সম্ভব প্রয়োজন অনুযায়ি সেবা পেয়ে যাচ্ছেন।

মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক নীলফামারী সদর সার্কেল নীলফামারী কে পিপিএম সেবায় ভূষিত

জসিনুর রহমান জেলা প্রতিনিধি (নীলফামারী): প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৮:৩২ পিএম
মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক নীলফামারী সদর সার্কেল নীলফামারী কে পিপিএম সেবায় ভূষিত

পুলিশ সপ্তাহ ২০২৫ ইং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুলিশ সার্ভিসের কৃতি সদস্যদেরকে সাহসিকতাপূর্ণ কাজের জন্য বাংলাদেশ পুলিশ পদক সাহসিকতা ও রাষ্ট্রপতি পুলিশ পদক সাহসিকতা এবং কৃতিত্বপূর্ণ কাজের জন্য বাংলাদেশ পুলিশ পদক সেবা ও রাষ্ট্রপতি পুলিশ পদক সেবা প্রদান করেন।
গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য *মোঃ ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, নীলফামারী কে পিপিএম-সেবায় ভূষিত করা হয়।
নীলফামারী জেলার সকল পুলিশ সদস্যদের পক্ষ থেকে পিপিএম পদক প্রাপ্ত মো:ফারুক আহমেদ মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

error: Content is protected !!