পীরগঞ্জে গলায় ফাঁস দিয়ে মেধাবী স্কুলছাত্রীর আত্মহত্যা


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক মেধাবী স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ১০নং জাবরহাট ইউনিয়নের করনাই বাজার সংলগ্ন হাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সাবেরা খাতুন ইতি (১৬) ঐ এলাকার মাইনুদ্দিনের মেয়ে।
বৃহস্পতিবার দুপুরের পরে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। সাবেরার নানী জানান, সকালে আমরা সবাই ভূট্রার ক্ষেতে যাই। কিছুক্ষণ পরে সাবেরার ছোট ভাই বাসার গেটে এসে তাকে বারবার ডাকলে, কোন সাড়াশব্দ না পেয়ে প্রাচীর দিয়ে বাসার ভেতরে ঢুকে দেখে বারান্দায় গলায় ফাঁস দিয়ে ঝুলছে ইতি। এ অবস্থায় তার আর্তচিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে ঝুলন্ত অবস্থায় দেখে তাকে বাঁচানোর জন্য রসি কেটে নিচে নামিয়ে ফেলে। কিন্তু ততক্ষণে সাবেরা মৃত্যুর কোলে ঢলে পড়েন।
পীরগঞ্জ থানার এসআই সজল জানান, আমরা খবর পেয়ে সেখানে যাই এবং এলাকাবাসীর কাছে খোঁজখবর নিয়ে লাশ থানায় নিয়ে আসি। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পোস্টমর্টেমের জন্য ঠাকুরগাঁও হাসপাতাল মর্গে পাঠানো হবে।
স্কুল সূত্রে জানা যায়, সে হাটপাড়া আইডিয়াল কেজি স্কুল থেকে এসএসসি/২০২৫ পরীক্ষায় সুনামের সাথে অংশগ্রহণ করে যা গতকাল শেষ হয়। সে অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল এবং এ পরীক্ষায় স্কুলের মধ্যে সু-উচ্চ ফলাফল করবে বলে আশা প্রকাশ করেন তার শিক্ষক ও সহপাঠী শিক্ষার্থীরা।