শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২
শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

পীরগঞ্জে গলায় ফাঁস দিয়ে মেধাবী স্কুলছাত্রীর আত্মহত্যা

মো: রেজাউল করিম, (জেলা প্রতিনিধি) : প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৯:২৭ পিএম | 33 বার পড়া হয়েছে
পীরগঞ্জে গলায় ফাঁস দিয়ে মেধাবী স্কুলছাত্রীর আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক মেধাবী স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ১০নং জাবরহাট ইউনিয়নের করনাই বাজার সংলগ্ন হাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সাবেরা খাতুন ইতি (১৬) ঐ এলাকার মাইনুদ্দিনের মেয়ে।

বৃহস্পতিবার দুপুরের পরে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। সাবেরার নানী জানান, সকালে আমরা সবাই ভূট্রার ক্ষেতে যাই। কিছুক্ষণ পরে সাবেরার ছোট ভাই বাসার গেটে এসে তাকে বারবার ডাকলে, কোন সাড়াশব্দ না পেয়ে প্রাচীর দিয়ে বাসার ভেতরে ঢুকে দেখে বারান্দায় গলায় ফাঁস দিয়ে ঝুলছে ইতি। এ অবস্থায় তার আর্তচিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে ঝুলন্ত অবস্থায় দেখে তাকে বাঁচানোর জন্য রসি কেটে নিচে নামিয়ে ফেলে। কিন্তু ততক্ষণে সাবেরা মৃত্যুর কোলে ঢলে পড়েন।

পীরগঞ্জ থানার এসআই সজল জানান, আমরা খবর পেয়ে সেখানে যাই এবং এলাকাবাসীর কাছে খোঁজখবর নিয়ে লাশ থানায় নিয়ে আসি। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পোস্টমর্টেমের জন্য ঠাকুরগাঁও হাসপাতাল মর্গে পাঠানো হবে।

স্কুল সূত্রে জানা যায়, সে হাটপাড়া আইডিয়াল কেজি স্কুল থেকে এসএসসি/২০২৫ পরীক্ষায় সুনামের সাথে অংশগ্রহণ করে যা গতকাল শেষ হয়। সে অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল এবং এ পরীক্ষায় স্কুলের মধ্যে সু-উচ্চ ফলাফল করবে বলে আশা প্রকাশ করেন তার শিক্ষক ও সহপাঠী শিক্ষার্থীরা।

মোহনপুরে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার ও দেশি অস্ত্রশস্ত্রসহ ৫ জন আটক

তনময় দেবনাথ স্টাফ রিপোর্টার  প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ১০:৩১ পিএম
মোহনপুরে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার ও দেশি অস্ত্রশস্ত্রসহ ৫ জন আটক

রাজশাহীর মোহনপুর উপজেলায় ৬ নং জাহানাবাদ ইউনিয়ন পরিষদে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার ও দেশি অস্ত্রশস্ত্রসহ ৫ জন কে আটক করেছে স্থানীয় জনগণসহ মোহনপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ মে ) দুপুর আনুমানিক সাড়ে ১২ টায়, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে জমি-জমার বিরোধ সংক্রান্তে সালিশ চলাকালে সময়ে তাদের কে আটক কর হয়। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে এসব তথ্য জানান যে,মোহনপুর থানাধীন ০৬নং জাহানাবাদ ইউনিয়ন অন্তর্গত কোটালীপাড়া বাজার সংলগ্ন ১৪(চৌদ্দ) শতাংশ জমি দোকানসহ নিয়ে ০৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সেক্রেটারি জনাব জাহাঙ্গীর আলম(৪০), পিতা-মৃত আবুল কাশেম, গ্রাম-কোটালীপাড়া, থানা- মোহনপুর, জেলা-রাজশাহী’র সাথে কৃষক জনাব রফিকুল ইসলাম(৪৮), পিতা-মৃত নুরু শাহ, গ্রাম-ফতেপুর, থানা- মোহনপুর, জেলা-রাজশাহী’র মধ্যে বিভিন্ন সময়ে দ্বন্দ্ব-ফাসাদের এক পর্যায়ে অদ্য সময় ১২:০৫ ঘটিকায় মোহনপুর উপজেলা বিএনপির সেক্রেটারি জনাব মাহবুব আর রশিদ উভয় পক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে জাহানাবাদ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে জমি-জমা বিরোধ সংক্রান্তে সালিশ করাকালে উক্ত ইউনিয়ন পরিষদ কম্পাউন্ডের ভেতর

অ্যাপাচি আরটিআর ১৫০ সিসি ও ডাউন ৮০ সিসি দুইটি মোটরসাইকেলের সাথে দেশি অস্ত্রশস্ত্র ও ককটেল সাদৃশ্য বস্তু স্কুল ব্যাগের ভেতর পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় সাধারণ জনগণ দেখতে পেয়ে মোহনপুর থানা পুলিশকে সংবাদ দিলে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপরোক্ত মালামাল উদ্ধার করেন এবং একই সাথে উপরোক্ত মালামাল আনয়নকারী মোহনপুর উপজেলা নওপাড়া গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে

আলিফ হোসেন (১৮), রাজশাহী শাহমখদুম থানার নওদাপাড়া এলাকার শাহিনুর রহমানের ছেলে সোহাগ আহমেদ(২৯), চন্দ্রিমা থানা শালবাগান এলাকার বাবলার ছেলে বাপ্পি(৩০), পাপ্পু(২৮),পবা থানা শ্রীপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে মারুফ মোর্তুজা(২৭), গ্রেফতার পূর্বক ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের দোতলা ভবনের একটি কক্ষে আটকে রাখেন। সালিশ চলমান অবস্থাযয় তাদের কে আইন-শৃঙ্খলা ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখার পরে রাজশাহী সিআরটি ও স্পেশাল ফোর্স পুলিশসহ মোহনপুর উপজেলা ফায়ার সিভিল সার্জন উপস্থিত হয়ে ককটেল বোমাটি বিস্ফোরনের প্রক্রিয়ায় আছেন। এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) আতাউর রহমান বলেন তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের আইনের আওতায় শাস্তি দেওয়া হবে।

ডিএনসিসি কর্তৃক ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হয়

হাকীম মোঃ আবুল কালাম ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৯:৪০ পিএম
ডিএনসিসি কর্তৃক ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হয়

পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় ডিএনসিসি নগর ভবনের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করছে নুরুল হক নূর।”

ডিএনসিসির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এমন একটি প্রেস বিজ্ঞপ্তি গণ অধিকার পরিষদের নজরে এসেছে। এবিষয়ে গণ অধিকার পরিষদের সুস্পষ্ট বক্তব্য হলো, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর নেতা ও জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হওয়ার স্পষ্ট তথ্য-প্রমাণের পর প্রশাসকের মতো গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন না। মোহাম্মদ এজাজের

হিযবুত তাহরীর ও জঙ্গিবাদের কার্যক্রমে যুক্ত থাকা ও একই অভিযোগে ২০১৫ সালে গ্রেফতার হওয়ার বিষয়টি সম্প্রতি আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্টেও উঠে এসেছে। যে কারণে সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই মুহাম্মদ এজাজকে প্রশাসক পদ থেকে অপসারণ ও গ্রেফতারের দাবিতে ঢাকা মহানগর উত্তর গণ অধিকার পরিষদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে ৪৮ ঘন্টা আল্টিমেটাম প্রদান করে। যেখানে গণঅধিকার পরিষদ ছাড়াও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ সমর্থন জানায়।

তবে,ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তাদের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে যে, নুরুল হক নুরের পছন্দের ঠিকাদারকে কাজ না দেয়ায় গণ অধিকার পরিষদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সামনে বিশৃঙ্খলা করেছে। যা একেবারে অসত্য, ভিত্তিহীন ও বানোয়াট। বরং দরপত্রে অংশগ্রহণ করে সর্বোচ্চ দরদাতা হয়েও গণঅধিকার পরিষদের একজন সদস্যকে কমিশন ব্যতীত কাজ না দেয়ার প্রেক্ষিতে প্রশাসক মোহাম্মদ এজাজকে অবহিত করা হলে, তিনি বিষয়টি সম্পর্কে অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে অবহিত করতে বলেন। মুহাম্মদ এজাজের পরামর্শেই নুরুল হক নুর তাকে বিষয়টি তাকে জানান। ইতোপূর্বে গাবতলী পশুর হাটসহ কয়েকটি বিষয় গণমাধ্যমেও উঠে এসেছে যে, কমিশন ও পছন্দের লোক ব্যতীত ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ অন্য কাউকে

কোন ধরণের কাজ প্রদান করে না।

মূলত নিজের অভিযোগ আড়াল করে অন্যত্র জনদৃষ্টি ঘোরাতেই মোহাম্মদ এজাজ গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে এমন মিথ্যা ও বিভ্রান্তিকর বার্তা ছড়াচ্ছে। এমনকি গণ অধিকার পরিষদের গতকালকের বিক্ষোভ কর্মসূচি স্থগিত করার জন্য নিজের মামাসহ বেশ কয়েকজনকে পাঠিয়ে আর্থিক অফারের মাধ্যমে সমঝোতা করতে চেয়েছে। নিজেও গণঅধিকার পরিষদের নেতাদের অসংখ্যবার কল করেছে। কিন্তু গণঅধিকার পরিষদ কর্মসূচি স্থগিত করেনি।

গণঅধিকার পরিষদ অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরিরের সাথে সম্পৃক্ত এবং দূর্নীতিবাজ এজাজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের পদ থেকে অপসারণের পাশাপাশি দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছে।

নাচোলে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ

মোঃ তুহিন,(চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি) প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৯:৩৭ পিএম
নাচোলে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) সকালে উপজেলার সদর ইউনিয়নের নাচোল-আড্ডা সড়কের গনইর গ্রামের কারিতাস অফিসের পাশে একটি ওয়াক্তিয়া মসজিদের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, আনুমানিক সকাল ৭টার দিকে স্থানীয়রা মসজিদের ভেতরে এক ব্যক্তির

মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় জনসাধারণ ও ইউপি সদস্যের সহায়তায় মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিচয়হীন এই ব্যক্তির মরদেহের ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নাচোল থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলে ওসি মনিরুল ইসলাম নিশ্চিত করেছেন। পুলিশের পক্ষ থেকে মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে