প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

যেখানেই চাঁদাবাজি এবং মাদকবাজি সেখানেই গণপ্রতিরোধ- ফারুক হাসান

সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি

শুক্রবার ঠাকুরগাঁও-২ আসনের নিজ নির্বাচনী এলাকার হরিপুর উপজেলায় গণসংযোগ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফারুক হাসান। ফারুক হাসান বলেন, ঠাকুরগাঁও জেলা বরাবরই অবহেলিত এবং বঞ্চিত হয়ে আসছে স্বাধীনতার পর থেকেই। এলাকার বিগত সময়ের নেতৃবৃন্দ এই এলাকাকে অবহেলিত করে রেখেছিলেন পরিকল্পিতভাবে।
‎এখন আর আমরা অবহেলিত থাকবোনা। আমর আর পিছনে ফিরতে চাই না, সামনে শুধু উন্নয়নে পালা। তবে আমি হুশিয়ারী দিয়ে বলতে চাই, আজকের পর থেকে এলাকায় কোন চাঁদাবাজি কিংব মাদকবাজি চলবেনা।
‎এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম শিমুল, সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুস সোবহান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল গাফফার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম রুপম, জামাল উদ্দিন, হরিপুর উপজেলা শাাকার সভাপতি মোজাককের ইসলাম সুমন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ।
‎যুব অধিকার পরিষদের সভাপতি সিরাজ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি হযরত জায়েদ প্রমূখ।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন