
মুন্সীগঞ্জ প্রতিনিধি – পবিত্র মাহে রমজানের উপলক্ষে ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা ঈদ মোবারক জানালেন স্বর্ণগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর সদস্য জনাব রাকিবুল হাসান জমাদ্দার।
২০২৫ সালে রাকিবুল হাসান জমাদ্দার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজান সমাগত। এ পবিত্র মাস সমগ্র মুসলিম উম্মাহ’র জন্য রহমত, বরকত ও নাজাতের মাস হিসেবে সম্মানিত। তিনি বলেন, হিংসা-বিভেদ, অন্যায়, জুলুম, অবিচার এবং লোভ লালসাসহ সকল ধরনের পাপকাজ থেকে বিরত থাকার এক মহান শিক্ষা দেয় মাহে রমজান। এ শিক্ষাকে বুকে ধারণ করে নিজেদেরকে পবিত্র মানুষ হিসেবে গড়ে তুলতে হবে এবং সমাজে শান্তি প্রতিষ্টা করতে হবে। মাহে রমজান প্রতিটি মুসলমানের জীবনে বয়ে আনুক শান্তি-সুখের বার্তা, সবার জীবন হয়ে উঠুক মঙ্গলময়, মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে তিনি এ প্রার্থনা জানান।
রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদ মানে আনন্দ : ঈদ মানে খুশি। ঈদ মানে সৌহাদ্য আর সম্প্রীতি। তাই সাওয়ালের চাঁদ আমাদের মাঝে নিয়ে আসে খুশি ও আনন্দের ফল্গুধারা পবিত্র মাহে রমজানের ঈদুল ফিতর-আমাদের ধনী-দরিদ্র, উঁচু-নীচুর ভেদাভেদ ভুলে সকল মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দান করে। ঘুচে যাক দু:খ, আছে যত মনে: বয়ে যাক আনন্দ ঈদের আগমনে পবিত্র রমজান মাসে ১ মাস সিয়াম সাধনার পর আবার এসেছে ঈদ- উল ফিতর। রমজানের পবিত্রতা রক্ষা করে মহান আল্লাহ রাব্বুল আল আমিন আমাদের সারা বছর সুন্দর ও সুষ্ঠুভাবে জীবন যাপনের তৌফিক দান করুন আমিন। আসুন আপনার প্রতিবেশি অথবা হতদরিদ্রদের সঙ্গে ঈদের একটু খুশি ভাগাভাগি করে নিয়ে ঈদকে আরো মহিমান্বিত করে তুলি সকলকে ধন্যবাদ।