প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

তামিমকে দেখতে হাসপাতালে যাবেন ক্রীড়া উপদেষ্টা

ইউ বি টিভি ডেস্ক

সাভারের কেপিজে হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তামিম ইকবালকে। মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যার কিছু সময় পর কেপিজে হাসপাতাল থেকে তামিমকে হুইলচেয়ারে বের করে আনা হয়।

সাভার থেকে তামিমকে নিয়ে রওয়ানা হওয়া অ্যাম্বুলেন্স রাত ৯টার আগেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।

রাতেই এভারকেয়ার হাসপাতালে তামিমকে দেখতে যাওয়ার কথা রয়েছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার।

জানা যায়, সকাল থেকে তামিম নিজেই ঢাকায় চলে আসতে চাচ্ছিলেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তার শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয়।

এই আনুষ্ঠানিকতা শেষ করতেই দুপুর গড়িয়ে বিকেল হয়। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে এভারকেয়ারের বিশেষায়িত অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় সাভারের কেপিজে হাসপাতালে। সে অ্যাম্বুলেন্সেই ঢাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তামিম।

এদিকে মঙ্গলবার দুপুর ১২টায় কেপিজে হাসপাতালের কনফারেন্স রুমে তামিমের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আবু জাফর। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক অধ্যাপক ডা. ওয়াদুদ চৌধুরী।

তামিমের শারীরিক অবস্থা নিয়ে প্রসঙ্গে আবু জাফর গণমাধ্যমকে বলেন, ‘তামিম ইকবাল বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন। তবে তাকে সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে কমপক্ষে তিন মাস সময় দিতে হবে। বাসায় গিয়ে তিনি ধীরে ধীরে স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন, তবে বিশ্রামে থাকতে হবে।’

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন