প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

ঈদ মানে হাসি খুশি, ঈদ মানে ছন্দো, ঈদ মানে ভুলে যাওয়া ভেদাভেদ দ্বন্দ্ব

সম্পাদক

ঈদ মানে হাসি খুশি, ঈদ মানে ছন্দো, ঈদ মানে ভুলে যাওয়া ভেদাভেদ দ্বন্দ্ব, কবির এ কবিতার মতন পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বার্তা নিয়ে পবিত্র ঈদ-উল-ফিতর আমাদের দুয়ারে কড়া নাড়ছে। ঈদ সম্প্রীতির এক মেলবন্ধন চিরকালের। ঈদ উল ফিতর এর অন্যতম বিষয় হলো যাকাত দেওয়া। যা ইসলামের ৫ টি স্তম্ভের গুরুত্বপূর্ণ একটি ফরজ কাজ। (সুরা: বাকারা, আয়াত ২৬৪) এছাড়া সুরা আঘ্যারিয়াতের ১৯ নম্বর আয়াতে সুস্পষ্টভাবে বলা হয়েছে, নিশ্চয়ই তোমাদের সম্পদে নিঃস্ব ও অসহায়দের অধিকার রয়েছে। অর্থাৎ আমরা যা দান করি, কোরআনের দৃষ্টিতে তা দয়া নয়; তা অসহায়দের অধিকার বা হক্কুল ইবাদ। আপনি যখন দান করেন, তখন আপনি সৃষ্টির অধিকারকেই সম্মান করেন।এতেই প্রতীয়মান হয় যে ইসলাম কত সুন্দর। মুসলমানদের অন্যতম উৎসব ঈদ। এবারের ঈদ বহুদিক দিয়েই গুরুত্ব বহন করে। ভয়ডরহীন স্বাধীন ঈদ। একটা ভিন্ন আবহে ঈদ উল ফিতর দল, মত নির্বিশেষে সকলের জন্য আনন্দের হোক। পবিত্র রমজানে যেমন আন্তরিক ভাবে মহান আল্লাহর ইবাদতে মশগুল ছিলাম, তেমনিভাবে ইসলামের গুরুত্বপূর্ণ আহকামগুলো পালনেও সব সময় যেন সচেষ্ট থাকি সেদিকে নজর দেওয়াও অতি আবশ্যক। রোজা শব্দের পারিভাষিক অর্থ হলো বিরত থাকা। অনাচার, অবিচার, জুলুম, নির্যাতন, সহিংসতা, ভেদাভেদ, পাপাচারসহ নানা রকম অসামাজিক কাজ থেকে বিরত থাকতে পারলেই রোজার স্বার্থকতা। এটা যে কেবল রমজান মাসের জন্য তা নয়; এ প্র্যাকটিস যদি সারা বছর করা যায় তাহলে একটা সুষ্ঠু, সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে উঠবে খুব তাড়াতাড়ি।
ইসলাম মানেই শান্তি আর রমজান হলো প্রশিক্ষণের মাস। আমরা এ রমজানে কতটুকু সঠিক প্রশিক্ষণ নিতে পেরেছি তা উপরওয়ালা ভালো জানবে। তবে এ রমজানের শপথ হোক অন্যের হক সঠিক ভাবে পালন করবো চিরদিন। হানাহানি, রেষারেষি ভুলে ভাতৃত্ববোধে জেগে উঠুক সকল মুসলমানদের প্রাণ। সেই সাথে এটাও কামনা করবো যারা অন্যায় ভাবে মুসলমানদের উপর জুলুম, নির্যাতন করছে তারা ধংস হোক।
ঈদের পরপরই রাজনৈতিক দলগুলো আবার সরব হবে। ইতোমধ্যে রাজনৈতিক ভাবে নানান বার্তা আসছে। সকল দল মিলে মিশে একটা স্বপ্নময় বাংলাদেশ উপহার দিবে এটা জুলাই পরবর্তী বাংলাদেশের নাগরিকদের প্রত্যাশা। যে বাংলাদেশে ধর্ষণ থাকবে না, সংখ্যালঘু, সংখ্যাগুরুর বিষয় থাকবে না, সবাই সকলের আপনজন হয়ে নতুন বাংলাদেশ বিনির্মানে উৎসাহী হবে।
আন্দোলন, সংগ্রাম তারপর বাংলাদেশ এটা ভুলে গেলে চলবে না। পবিত্র মাহে রমজান, এবং ঈদ উল ফিতরে সবার কায়মনে প্রার্থনা আমরা আমাদের দেশ কে ভালো রাখবো। দেশকে ভালো বাসবো। সবার আগে দেশ সেটা মাথায় থাকলে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, ষড়যন্ত্র দূর হয়ে যাবে এমনিতেই। পরিশেষে একটা সুন্দর ঈদ উদযাপিত হবে এটা প্রত্যাশা রাখি এবং সকলকে ঈদের শুভেচ্ছা জানাই।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও (এম,এস,এস - সমাজ কর্ম)

কর্পোরেট অফিসঃ রাজ্জাক প্লাজা (৩য় তলা), মগবাজার, ঢাকা-১২১৭, বার্তা কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন