প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

স্টীফিক ইন্টারন্যাশনাল এর পক্ষ হতে পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার হাবীবুল্লাহ

বাংলাদেশের সকল বয়লার পরিচারক ও দেশের সকল পেশার মানুষকে স্টীফিক ইন্টারন্যাশনাল পরিবারের পক্ষ হতে পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্টীফিক ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক মুক্তি সমাচার এন্ড ডি এম এস টি ভি এর উপদেষ্টা আলমগীর হোসেন।

তিনি বলেন, মহান রবের নির্দেশে মুসলিম উম্ মাহ এক মাস পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে আমরা সকলেই রোজা পালন শেষে।
মহান রবের পক্ষ হতে উপহার হিসাবে আমাদের মাঝে অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতর। উক্ত ঈদের আনন্দে যেন আমাদের পাশের হত দরিত্র দুঃস্থ মানুষ গুলোকে ভুলে না যাই।

ঈদের এই আনন্দে যেন আমাদের সাথে সকল শ্রেনী পেশার মানুষ গুলোও অংশ গ্রহণ করতে পারে।

সমাজের দুঃস্থ অসহায় দারিদ্র মানুষ গুলোর বিষয়ে যেন সমাজের বিত্তবান মানুষ গুলো সহ আমরা স্ব স্ব অবস্থান হতে মাহে রমজান হতে নেওয়া শিক্ষা সঠিক ভাবে পালন করি।

আসলে পবিত্র ঈদুল ফিতর ও ইসলামের মুল শিক্ষা হতে সাধ্য মত মানুষের মুখে হাসি ফুটাতে চেস্টা করা।
তাই আসুন আমাদের সাধ্য মত আমার আপনার পাশের অসহায় মানুষ গুলোও যেন এই ঈদের আনন্দ হতে বঞ্চিত না হয় তদানুযায়ী সাধ্যমতো অর্থনৈতিক সহায়তা করি। হতে পারে আপনার আমার সামান্য অনুদান ফুটাবে একটা অসহায় পরিবারের মুখের হাসি। আর এই হাসির ওসিলায় আমার আমার নাজাতের ফায়সালা হতে পারে। অসহায় মানুষের মুখে হাসি ফাটানোই হচ্ছে ইসলামের মুল শিক্ষা।।

সর্বশেষে তিনি বলেন যে সকল ভাই বোন দুরদুরান্ত হতে নিজ জন্মভূমিতে আপঞ্জনের সাথে ঈদ করবার উদ্দেশ্যে বাড়ীতে যাবেন
সকলেই সাবধানেনে যাবেন মনে রাখবেন সময়ের চেয়ে জীবনের মুল্য অনেক বেশী। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। সকলের যাত্রা শুভ হোক আমীন।।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন