
বছর ঘুরে ফিরে এলো
সিয়াম সাধনার এক মাস,
বিরত রাখো সকল অশ্লীলতা
ঈমানের ইমতেহানে করো পাশ।
পানাহার মুক্ত দিবস পালনে
শুধু হয়নি সিয়াম সাধনা,
প্রভুর রেজায় জীবন গড়ো
তারি দরবারে করো আরাধনা।
জীবনের পাপ সবই মুছে
নিষ্পাপ করে দেয় সিয়াম,
এবাদতে হও সদা মশগুল
রজনীতে করো সালাত ক্বিয়াম।
সিয়ামের প্রতিদান দিবেন মালিক
সিয়াম শুধুই প্রভুর জন্য,
আল্লাহর রাহে করো সমর্পণ
জীবনকে করে নাও ধন্য।
সিয়াম হলো ঈমানের ছাদ
ইসলামের বিশেষ এক স্তম্ভ,
ইসলামে হও পূর্ণ দাখিল
ঝেরে ফেলো রিয়া দম্ভ।