প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

লাইলাতুল ক্বদর অনুসন্ধান করার বিজোড় রাত সমূহ

ইউ বি টিভি ডেস্ক

লাইলাতুল ক্বদর অনুসন্ধান করার বিজোড় রাত সমূহঃ-
🔸 ২১ তম রাত্রি – ২১ শে মার্চ – শুক্রবার [দিবাগত রাত]
🔹 ২৩ তম রাত্রি – ২৩ শে মার্চ – রবিবার [দিবাগত রাত]
🔸 ২৫ তম রাত্রি – ২৫ শে মার্চ – মঙ্গলবার [দিবাগত রাত]
🔹 ২৭ তম রাত্রি – ২৭ শে মার্চ – বৃহঃবার [দিবাগত রাত]
🔸 ২৯ তম রাত্রি – ২৯ শে মার্চ – শনিবার [দিবাগত রাত]
দিবাগত রাত মানে হচ্ছে দিন শেষে যেই রাতটি আসে।
💢আরবী মাসের দিন শুরু হয় রাতের মাধ্যমে অর্থাৎ প্রথমে রাত আসে, এরপরে দিন। উদাহরণস্বরূপঃ- আগামীকাল যদি ২৫ তম রোজা হয়ে থাকে, তাহলে ২৫ তম রোজার রাতটি শুরু হবে আজকে মাগরিব থেকে। অর্থাৎ ২৪ তম রোজার দিন শেষ হয়ে যেই রাতটি আসবে সেই রাতটিই হচ্ছে ২৫ তম রোজার রাত
🔲 রাসূল সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তা’য়ালার উপর দৃঢ় বিশ্বাস রেখে সওয়াবের আশায় ক্বদরের রাত্রিতে জাগ্রত থেকে ইবাদত বন্দেগীর মাধ্যমে রাত্রি যাপন করবে, মহান আল্লাহ তা’য়ালা তার পূর্বের সমস্ত গুনাহ্‌ সমূহ ক্ষমা করে দিবেন। [বুখারী- ৩৫]
💢আয়িশাহ (র.) বলেন, ইয়া রাসূলুল্লাহ! আমি যদি ক্বদরের রাত পেয়ে যাই তাহলে আমি কোন দু’আটি পাঠ করবো.? তখন রাসূল (ﷺ) বললেন, তুমি পাঠ করবে-
« اللَّهمَّ إنَّك عفُوٌّ كريمٌ تُحِبُّ العفْوَ، فاعْفُ عنِّي »
উচ্চারণঃ- “আল্ল-হুম্মা ইন্নাকা ‘আফু’উন কারীম, তুহি্ব্বুল ‘আফওয়া ফা’ফু ‘আন্নী”
অর্থঃ- “হে আল্লাহ, আপনি পরম ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন। অতএব, আমাকে ক্ষমা করে দিন।”
[তিরমিযী- ৩৬১৩, ইবনে মাজাহ- ৩৮৫০]

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন