প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

গোমস্তাপুরের রুবাইয়া রায়হান প্রাপ্তির সাফল্য

মোঃ তুহিন (চাঁপাইনবাবগঞ্জ)

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী UIHP তে চ্যাম্পিয়ন হয়ে প্রি-সিড ফান্ডিং পেলেন ৬৫ হাজার টাকা গোমস্তাপুর উপজেলার কৃতি সন্তান ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রুবাইয়া রায়হান (প্রাপ্তি) University Innovation Hub Program (UIHP) আয়োজিত প্রতিযোগিতায় ‘NexGen Creator’s’ টিমের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

University Innovation Hub Program (UIHP) একটি বিশেষ উদ্যোগ যা উদ্ভাবনী চিন্তাবিদ ও সৃজনশীল তরুণদের উদ্যোক্তা হওয়ার পথে সহায়তা করে। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (BHTPA) পরিচালিত এই প্রোগ্রাম শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাকে বাণিজ্যিকভাবে বাস্তবায়ন করতে সহায়তা করে।

UIHP-এর প্রতিযোগিতায় ‘NexGen Creator’s’ দলটি তাদের উদ্ভাবনী প্রকল্প ‘সোলার সিস্টেম ব্যাটারি’ উপস্থাপন করে, যা চার্জিং সমস্যার কার্যকর সমাধান দিতে সক্ষম। টানা গবেষণা ও সৃজনশীল চিন্তার মাধ্যমে এই প্রকল্পটি উন্নত করা হয়। প্রতিযোগিতার ফাইনালে তাদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতা বিচারকদের মুগ্ধ করে এবং তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দল হিসেবে তারা ৬৫ হাজার টাকার প্রাইজমানি পেয়েছে।

রুবাইয়া রায়হান (প্রাপ্তি) বলেন, “আমাদের লক্ষ্য ছিল এমন কিছু তৈরি করা, যা বাস্তব জীবনের সমস্যার কার্যকর সমাধান দিতে পারে। দীর্ঘ পরিশ্রম ও গবেষণার ফলে আমরা এটি বাস্তবায়ন করতে পেরেছি, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের।”

উদ্ভাবনের পাশাপাশি রুবাইয়া রায়হান একজন সক্রিয় সমাজকর্মী। তিনি একটি স্বেচ্ছাসেবী ও শিক্ষামূলক সংগঠন ‘ছড়িয়ে দাও সীমাহীন আলো’-এর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সমাজসেবামূলক কাজে যুক্ত আছেন। শিক্ষা ও সামাজিক উন্নয়নের বিভিন্ন কার্যক্রমে তার অবদান প্রশংসনীয়।

এই সাফল্য শুধু একটি প্রতিযোগিতার বিজয় নয়, বরং ভবিষ্যতে আরও নতুন উদ্ভাবনের অনুপ্রেরণা হয়ে থাকবে। রুবাইয়া রায়হানের এই অর্জন গোমস্তাপুর তথা বরেন্দ্র অঞ্চলের শিক্ষার্থীদের জন্য গর্বের বিষয়।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন