প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

মহাস্থানগরে অনুষ্ঠিত হলো উত্তরবঙ্গ বয়লার পরিচারক মিলন মেলা ২০২৫ ইং

মিল্লাত মুন্না

মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়া মহাস্থানগরে অনুষ্ঠিত হলো উত্তরবঙ্গ বয়লার পরিচারক মিলন মেলা ২০২৫ ইং

উক্ত মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মোঃ ওয়াসিম চেয়ারম্যান মায়ের দোয়া এন্টারপ্রাইজ।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন। লিটন বিশ্বাস ম্যানেজিং ডিরেক্টর সুপার বয়লার এন্ড মেশিনারি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মো: রহিদুল ইসলাম ইসলাম মন্ডল, ম্যানেজিং ডিরেক্টর, নিউ মডেল বয়লার কোম্পানি ঢাকা
ইঞ্জি: সুমন হোসেন,,ম্যানেজার এ, এস বয়লার কোম্পানি ঢাকা
আলহাজ্ব হাসান আলী,ম্যানেজিং পার্টনার ট্রাস্ট ক্যাম ইন্টারন্যাশনাল ঢাকা
মো: নাহিদ হাসান, সি ও জান্নাত এন্টারপ্রাইজ রাজশাহী

সভাপতিত্ব করেন
মোঃ শিপন মিয়া রাজশাহী।

উক্ত মিলন মেলার প্রধান আকর্ষণ বগুড়ার ঐতিহ্যবাহী মহাস্থানগড় ঘুরে দেখা বিভিন্ন ধরনের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ও নানা বিনোদনের মাধ্যমে
উক্ত মিলন মেলাটি মোঃ ফরিদুল ইসলাম এর নেতৃত্বে
মোঃ আব্দুল আজিজ বাদশা, সাইফুল দুর্জয়, আব্দুল হাই রাতেন,শিপন ইসলাম, রোকনুজ্জামান রনি,কাজিম উদ্দিন,আসাদুজ্জামান সবুজ, মাইদুল ইসলাম, স্বাধীন মিয়া সাগর, মনিরুজ্জামান, রাসেল সরকার, ইখতে খাইরুল, বকুল, কোরবান, রবিউল উত্তরবঙ্গ বয়লার পরিচারক মিলন মেলা উদযাপন কমিটির অনন্য ব্যক্তিবর্গের সার্বিক তত্ত্বাবধানে
মিলন মেলাটি সফলভাবে সম্পন্ন হয়।
উক্ত মিলন মেলা আয়োজন কমিটির প্রধান মোঃ ফরিদুল ইসলাম বলেন আমাদের উত্তরবঙ্গ বয়লার পরিচারকদের দাবির প্রেক্ষিতেই এই মিলন মেলার আয়েজন।কেননা আমরা নানা জায়গায় কর্মরত থাকলেও
প্রতিবছর এই মিলন মেলা কে কেন্দ্র করে কমপক্ষে বছরে একবার একত্রিত হওয়ার মাধ্যম হচ্ছে উত্তরবঙ্গ বয়লার পরিচারক মিলন মেলা। আমাদের এই মিলন মেলা কোন সংগঠন কেন্দ্রিক নয় আমাদের এই মিলন মেলা শুধুমাত্র উত্তরবঙ্গের বয়লার পরিচারক ভাইদের একত্রিত করার প্রাণের মেলা। আমরা সবাই বয়লার পরিচারক,আমরা উত্তরবঙ্গের বয়লার পরিচারক সকল বিপদে আপদে সকলেই সকলের পাশে ছিলাম আছি ভবিষ্যতেও পাশে থাকব ইনশাআল্লাহ।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন