প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

বাহরাইনে বাংলাদেশের নব নিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র প্রদান

ইউ বি টিভি ডেস্ক

বাহরাইনে বাংলাদেশের নব নিযুক্ত রাষ্ট্রদূত জনাব মোঃ রাইস হাসান সরওয়ার এনডিসি আজ বিকেলে (২২ ফেব্রুয়ারি ২০২৫) বাহরাইন রাজ্যের পররাষ্ট্রমন্ত্রী মাননীয় ড. আব্দুল্লাতিফ বিন রশিদ আল জায়ানিকে তার পরিচয়পত্রের একটি কপি হস্তান্তর করেছেন।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের প্রশংসা করেন এবং এই সম্পর্ক আরও শক্তিশালী করতে তার সমর্থনের আশ্বাস দেন। তিনি জনাব রাইস হাসানকে বাহরাইনে সফলভাবে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের জন্য শুভেচ্ছা জানান। একই সঙ্গে, বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা, এইচ.ই. প্রফেসর মুহাম্মদ ইউনূসের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন।

বৈঠকে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বৃদ্ধি এবং পররাষ্ট্র দপ্তরের দ্বিতীয় দফা পরামর্শের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এছাড়া, মহামান্য রাজা হামাদ বিন ইসা আল খলিফার কাছে রাষ্ট্রদূতের সনদপত্র উপস্থাপনের তারিখ ও সময় বৈঠক শেষে চূড়ান্ত করা হয়।

এ সময় বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাদের প্রটোকল প্রধান এইচ.ই. জনাব সালাহ মোহাম্মদ শেহাব এবং এশিয়ান ও প্যাসিফিক অ্যাফেয়ার্স প্রধান এইচ.ই. মিসেস মুনেরা নোফাল আল দোসেরি। বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন কাউন্সেলর ও এইচওসি জনাব এ.কে.এম. মহিউদ্দিন কায়েস এবং কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) জনাব মোঃ ইলিয়াসুর রহমান।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন