
দক্ষিনঞ্চলের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক, প্রখ্যাত সাংবাদিক, খ্যাতিমান লেখক, বরেণ্য রাজনীতিবিদ মোতাহার হোসেন সিদ্দিকী সাহেবের ২৫’তম মৃত্যুবার্ষিকী, উপলক্ষে দোয়া মাহফিল করেছেন তার সুযোগ্য সন্তান সাজ্জাদ হোসেন সিদ্দিকী (লাভলু)
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে শিবচর উপজেলার পাঁচ্চর গোয়ালকান্দা তার নিজ বাড়িতে মিলাদ ও দোয়ার আয়োজন করেছেন। এতে মরহুম এই নেতার রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি দোয়া করা হয় তার পরিবারের জন্য। পরে নেতাকর্মীদের নিয়ে মরহুম মোতাহার হোসেন সিদ্দিকী কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় কবরের সামনে দাঁড়িয়ে কবর জিয়ারত ও মোনাজাত করেন তারা। ২৫’তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেন বিএনপির তরুণ নেতা সাজ্জাদ হোসেন সিদ্দিকী (লাভলু)